Advertisement
০২ নভেম্বর ২০২৪
sun

Zero Shadow Day: রবিবার মুহূর্তের ম্যাজিক কলকাতায়, রোদে দাঁড়িয়েও নিজের ছায়া দেখা যাবে না

জ্যোতির্বিজ্ঞান মতে এমন পরিস্থিতি খুব কম হলেও একেবারে বেনজির নয়। চলতি বছরেই আরও এক বার এমনটা হবে। সেটা জুলাই মাসে।

কায়া থাকলেও ছায়া থাকবে না।

কায়া থাকলেও ছায়া থাকবে না। প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৮:৫১
Share: Save:

কায়া থাকলেও ছায়া থাকবে না। এ এক মহাজাগতিক ম্যাজিক। রবিবার দুপুরে এক মুহূর্তের জন্য সব ছায়া হারিয়ে যাবে। ছায়াহীন সেই মুহূর্তটি আসবে আগামী রবিবার অর্থাৎ ৫ জুন। ঠিক বেলা ১১টা ৩৪ মিনিটে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই এমনটা ঘটতে পারে।

জ্যোতির্বিজ্ঞান মতে এমন পরিস্থিতি খুব কম হলেও একেবারে বেনজির নয়। চলতি বছরেই আরও একবার এমনটা হবে। সেটা জুলাই মাসে। ৭ জুলাই বেলা ১১টা ৪১ মিনিটে ফের হারিয়ে যাবে ছায়া। উলম্ব ভাবে থাকা কোনও কিছুরই ছায়া ওই সময় কিছু ক্ষণের জন্য দেখা যাবে না।

বিজ্ঞানের ভাষায় এমন পরিস্থিতিকে বলা হয়ে ‘জিরো শ্যাডো ডে’। সূর্য ও পৃথিবীর অবস্থানগত পরিবর্তনের কারণেই এমনটা হয়ে থাকে। কর্কটক্রান্তি রেখার দক্ষিণ থাকা এলাকায় এমনটা হয়ে থাকে। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণের সময়েই এমনটা হয়। কোনও নির্দিষ্ট এলাকায় পৃথিবীপৃষ্ঠ থেকে সূর্যের কৌণিক অবস্থানের কারণেই এমনটা হয়। সূর্যের আলোয় কোনও কিছুর ছায়া তৈরি হলেও তা দেখা যায় না। যার ছায়া তারই নীচে আড়ালে চলে যায়। যেমন ধরা যাক, কোনও মানুষের ছায়া সেই সময়ে আসলে পড়ে পায়ের নীচে। ২০২১ সালেও ৫ জুন ও ৭ জুলাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই এমন ভাবে ছায়াহীন মুহূর্ত দেখা গিয়েছিল।

অন্য বিষয়গুলি:

sun SHADOW Astronomy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE