—ফাইল চিত্র।
চাঁদে নামবে ভারতের চন্দ্রযান-৩
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ভাসতে ভাসতে চাঁদের বাড়ি পৌঁছে যাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। ইসরো জানিয়েছে, বুধসন্ধ্যায় চাঁদে অবতরণ করবে বিক্রম। আজ সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখবে ল্যান্ডারটি। এখনও পর্যন্ত সব পরিকল্পনা অনুযায়ী চলছে বলেও ইসরো জানিয়েছে। বিক্রমের গতিবিধির দিকে অনবরত নজর রাখা হচ্ছে। বিক্রম সঠিক সময়েই অবতরণ করবে বলেই আশাবাদী ইসরো। আজ সারা দিন এই খবরের দিকে নজর থাকবে।
যাদবপুরকাণ্ড
মঙ্গলবার আদালতে প্রবেশের সময় যাদবপুরকাণ্ডে অভিযুক্ত সৌরভ চৌধুরী আবার দাবি করেন, তিনি ‘অপরাধী’ নন। যদিও মঙ্গলবার আদালতে সরকারি আইনজীবী দাবি করেছেন, তিনিই ‘কিংপিন’। এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলেও উল্লেখ করেন তিনি। আজ নজর থাকবে যাদবপুরকাণ্ডের তদন্তের দিকে। পাশাপাশি, নজরে তাকবে ক্যাম্পাস পরিস্থিতিও।
দাবা বিশ্বকাপ ফাইনালে প্রজ্ঞানন্দ
ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ দাবা বিশ্বকাপের ফাইনালে উঠেছেন। বিশ্বনাথন আনন্দের পর তিনিই প্রথম ভারতীয়, যিনি ওই কীর্তি গড়লেন। উল্টো দিকে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেন। আজ ফাইনালের দ্বিতীয় ম্যাচ।
ভারত-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ
আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ খেলবেন হার্দিক পাণ্ড্যরা। প্রথম দু’টি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ভারত। এ বার ৩-০ করার পালা। এই ম্যাচ স্পোর্টস ১৮ চ্যানেলে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।
বিধানসভার অধিবেশন
আজ বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। অধিবেশনের প্রথম ভাগে প্রশ্নোত্তর ও প্রস্তাব পর্ব চলবে। দ্বিতীয়ার্ধে শ্রম সংশোধনী বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। সেই খবরে নজর থাকবে।
সংগ্রামী যৌথ মঞ্চের বিধানসভা অভিযান
আজ সংগ্রামী যৌথ মঞ্চের বিধানসভা অভিযান কর্মসূচি রয়েছে। গত ১০ অগস্ট তাদের বিধানসভা অভিযানের কথা থাকলেও, ৭ তারিখেই অধিবেশন বন্ধ হয়ে গিয়েছিল। দিনবদল করে আজ সেই অভিযান ডেকেছে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘ দিন ধরে অন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। মুখ্যমন্ত্রীর পাড়াতেও মিছিল করেছে সংগ্রামী যৌথ মঞ্চে। সেই কর্মসূচি ঘিরে কী পরিস্থিতি হয়, আজ সে দিকে নজর থাকবে।
মিলনমেলায় মুখ্যমন্ত্রী
মিলনমেলায় ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের উদ্যোগে রাজ্য স্তরের শিবির অনুষ্ঠিত হবে আজ। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারে আসার পর থেকেই ক্ষুদ্র ও কুটির শিল্পকে বাড়তি গুরুত্ব দিয়েছেন তিনি। নতুন নতুন আঙ্গিকের কথাও বলেছেন তিনি। আজ মমতা কী কী বলেন, নতুন কিছু ঘোষণা করেন কি না সে দিকে নজর থাকবে।
সুপ্রিম কোর্টে ৩৭০ ধারা নিয়ে মামলার চূড়ান্ত শুনানি
সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে ৩৭০ ধারা সংক্রান্ত মামলার চূড়ান্ত দফার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কোনও রায় ঘোষণা করে কি না, আজ নজর থাকবে সে দিকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy