Advertisement
২২ নভেম্বর ২০২৪
Aditya L1 Update

সূর্যের দিকে যেতে যেতে নিজস্বী তুলল আদিত্য-এল১, ক্যামেরাবন্দি পৃথিবী, চাঁদও

আদিত্য-এল১-এর ক্যামেরায় তোলা ছবি টুইট করে দেখিয়েছে ইসরো। ছবিটি তোলা হয়েছে গত ৪ সেপ্টেম্বর। তাতে সৌরযানের পাশাপাশি, পৃথিবী এবং চাঁদকেও দেখা গিয়েছে।

Aditya L1 takes selfie and also captures Earth and Moon.

—ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৬
Share: Save:

সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল১। ইসরো গত ২ সেপ্টেম্বর এই মহাকাশযানটির উৎক্ষেপণ করেছে। যাওয়ার পথে নিজস্বী তুলে দেখাল ইসরোর সৌরযান। তার ক্যামেরায় ধরা পড়ল পৃথিবী এবং চাঁদের ছবিও।

আদিত্য-এল১-এর ক্যামেরায় তোলা ছবি টুইট করে দেখিয়েছে ইসরো। ছবিটি তোলা হয়েছে গত ৪ সেপ্টেম্বর। সৌরযান নিজের যে ছবি তুলেছে, তাতে দু’টি পেলোড দেখা গিয়েছে। ভিইএলসি এবং এসইউআইটি পেলোডগুলি ধরা পড়েছে আদিত্য-এল১-এর ক্যামেরায়।

এ ছাড়া পৃথিবী এবং চাঁদের ছবিও তুলেছে সৌরযানের ক্যামেরা। পৃথিবীকে খুব বড় আকারে দেখা গিয়েছে। নীল রংও স্পষ্ট। তবে চাঁদকে অতি ক্ষুদ্র আকারে ক্যামেরায় ধরেছে আদিত্য-এল১। ইসরো আলাদা করে তিরচিহ্ন দিয়ে চাঁদকে খুঁজে পেতে সাহায্য করেছে।

অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সূর্যের উদ্দেশে রওনা দিয়েছে আদিত্য-এল১। সূর্য এবং পৃথিবীর মাঝের ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্ট এই সৌরযানের গন্তব্য। তা পৃথিবী থেকে অন্তত ১৫ লক্ষ কিলোমিটার দূরে। এই পথ পাড়ি দিতে ১২৫ দিন সময় লাগবে সৌরযানের।

আদিত্য-এল১ এখনও পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের আওতায় পাক খাচ্ছে। ধাপে ধাপে তার গতি বৃদ্ধি করে কক্ষপথ বদলে দিচ্ছে ইসরো। এ ভাবে পাঁচ বার কক্ষপথ বদলের পর সৌরযানটি পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে বেরিয়ে যাবে। এই প্রক্রিয়ায় ১৬ দিন সময় লাগতে পারে।

অন্য বিষয়গুলি:

Aditya L1 Aditya L1 Update Sun Mission ISRO
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy