• আমার অনেক সমস্যা— ১) ইংলিশ গ্রামার বুঝতে পারি না, ২) Tense নিয়ে অসুবিধে হয়, ৩) Narration-এ অসুবিধে হয়, ৪) অঙ্ক, বিশেষ করে বীজগণিত বুঝতে অসুবিধে হয়, ৫) পড়ায় মন বসে না, ৬) হাতের লেখা খারাপ, ৭) ঘুম থেকে উঠতে পারি না, ৮) খুব কথা বলতে আর গল্প করতে ভালবাসি।
সুবর্ণা ঘোষ। দশম শ্রেণি, লিটল ফ্লাওয়ার হাই স্কুল, উত্তরপাড়া, হুগলি
সুবর্ণা, তোমার শেষের অসুবিধেটা তোমার স্বভাব বা অভ্যাস। তোমার অন্যান্য সব অসুবিধে ওখান থেকেই উঠছে। আগে গল্প করা, আড্ডা দেওয়ার অভ্যেস কমাও। তা হলে বাকি সমস্যাগুলোর সমাধান করতে পারবে। এটার জন্য দরকার হলে সকালবেলা কোনও যোগ ব্যায়ামের ক্লাসে ভর্তি হও, একটু ‘ডিপ ব্রিদিং’ বা প্রাণায়ামের মাধ্যমে মনোযোগ বাড়াও। বাকি সমস্যার জন্য নীচের উপায়গুলো চেষ্টা করে দেখতে পারো। ১) ইংরেজি ব্যাকরণ একেবারে প্রথম থেকে শুরু করো। বাক্য কাকে বলে, তার পর বাক্যের অংশগুলো— noun, pronoun ইত্যাদি সম্বন্ধে শেখো। Tense সম্বন্ধে অসুবিধে দূর করার জন্য অনেক ক্রিয়াপদের (verb) conjugation করো। Narration প্র্যাক্টিস করো। তার জন্য প্রশ্নচিহ্ন দেওয়া বাক্য, কথোপকথন কী ভাবে declarative বাক্যে পরিণত করতে হয়, শিখে নাও। নির্দিষ্ট সময়ে ঘুমোতে আর নির্দিষ্ট সময়ে জাগতে অভ্যেস করো। পড়াটাকে তোমার উপর কেউ চাপিয়ে দিয়েছে, না ভেবে, জানার আর কৌতূহল নিবারণের উপায় হিসেবে নিলে, বুঝতেও অসুবিধে হবে না, পড়াও তাড়াতাড়ি তৈরি হবে। অনেক কাজ তোমায় করতে হবে। বোঝাই যাচ্ছে, তুমি ইচ্ছেমত ঘুমোনো, ঘুম থেকে ওঠা, পড়া ইত্যাদি করো। কোনও সময়ের বাঁধন নেই। পরিশ্রমও করো না। তাই এতগুলো অসুবিধে একসঙ্গে দেখা দিয়েছে। এখনও সময় আছে। চেষ্টা করো, দেখো কতটা নিজেকে ঠিক করতে পারো।
• আমার বাংলা পড়তে একদম ভাল লাগে না। আবার অঙ্ক করতে বসলে সময়ের জ্ঞান থাকে। তার পর আর কিছু পড়তে ইচ্ছে করে না।
আর্যা সরকার। ষষ্ঠ শ্রেণি, মহাকালগুড়ি মিশন গার্লস হাই স্কুল
আর্যা, আমার মনে হয় তোমার অঙ্কে হয়তো একটা সহজাত দক্ষতা আছে আর ভাল লাগাও আছে। কিন্তু ভাবো তো, তোমার বিরিয়ানি খেতে ভাল লাগে বলে কি তুমি সব সময় শুধু বিরিয়ানি খাবে? তা হলে তো পৃথিবীতে আরও যে সব ভাল খাবার আছে, সেগুলোর স্বাদ থেকে বঞ্চিত থাকবে। অন্য বিষয়গুলোতেও ভাল লাগার উপাদান আছে। তুমি মন দাও না, তাই আস্বাদ গ্রহণ করতে পারো না। আর বাংলায় তো এ রকম অনেক উপাদান আছে যার আবেদন আমাদের হৃদয়ের কাছে, অনুভূতির কাছে। বাংলায় তোমার কবিতা, প্রবন্ধ, ব্যাকরণ— যা ভাল লাগে, একটা কিছুতে নিশ্চয় আগ্রহ আছে, তাই নিয়ে শুরু করো। তার পর অন্য বিষয়ে মন দাও। দেখবে, ভাল লাগবে।
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের। চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল,
রবিবারের আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার িস্ট্রট,
কলকাতা ৭০০০০১