বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং শাখায় পাঠরত পড়ুয়াদের গবেষণার কাজ শেখার সুযোগ। এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসের তরফে সামার রিসার্চ প্রোগ্রামের মাধ্যমে এই প্রশিক্ষণ মিলবে। বিভিন্ন বিষয়ে তাঁরা গবেষণা করতে পারবেন। সংশ্লিষ্ট কাজটি ১ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে।
পদার্থবিদ্যা, ফিজ়িক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, ম্যাথামেটিক্যাল সায়েন্সেস, অ্যাপ্লায়েড ম্যাথামেটিক্স, অ্যাপ্লায়েড অপটিক্স অ্যান্ড ফটোনিক্স, বায়োইনফরমেটিক্স, বায়োফিজ়িক্স, বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি নিয়ে স্নাতকোত্তর স্তরে পাঠরতরা সংশ্লিষ্ট রিসার্চ প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবেন। একই সঙ্গে তাঁদের একটি প্রেজেন্টেশন এবং প্রজেক্ট রিপোর্ট তৈরী করে জমা দিতে হবে, যার ভিত্তিতে একটি শংসাপত্র দেওয়া হবে।
আরও পড়ুন:
প্রতিষ্ঠানের তরফে বাছাই করা প্রার্থীদের প্রতি মাসে ১২,৫০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এ ছাড়াও ক্যাম্পাসে হস্টেলে থাকা সুযোগ সুবিধাও পাবেন তাঁরা। তবে, আগে থেকে যে সমস্ত প্রার্থী কোনও সংস্থা থেকে আর্থিক সাহায্য পাচ্ছেন, তাঁদের আবেদনের সময় সেই সংক্রান্ত তথ্য জানানো আবশ্যক।
আট সপ্তাহে এই রিসার্চ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি মেম্বারদের অনুমোদনপত্রও জমা দিতে হবে, যাঁদের অধীনে প্রার্থী গবেষণার কাজ করতে চান। একই সঙ্গে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা বর্তমানে পাঠরত, সেই প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান, ডিন, প্রিন্সিপাল বা অধিকর্তার নো অবজেকশন সার্টিফিকেটও প্রয়োজন।
আরও পড়ুন:
অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ৩১ মার্চ পর্যন্ত। মেধাতালিকা প্রকাশিত হবে ১৬ এপ্রিল। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।