বয়সে বড়জোর তিরিশের কোঠায়। প্রত্যেকেই নারী। কেউ বিদেশ থেকে ফিরেছেন, কেউ আবার দেশেই বড় চাকরি ছেড়ে নাড়ির টানে ফিরে এসেছেন গ্রামে। সমাজের কাজে ব্রতী হবেন বলে বেছে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতকে। আমূল বদল ঘটিয়েছেন শাসনের ধারণায়। কারা এঁরা? এঁরা হলেন দেশের মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান। যাঁরা এক নতুন পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন পঞ্চায়েত শাসনকে।