সোনার বাইবেল দেখেছেন? চাষের জমিতে ধাতব জিনিসের খোঁজ করতে গিয়ে সোনার বাইবেল খুঁজে পেলেন এক ব্রিটিশ দম্পতি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ০৯:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
সোনার বাইবেল দেখেছেন? চাষের জমিতে ধাতব জিনিসের খোঁজ করতে গিয়ে সোনার বাইবেল খুঁজে পেলেন এক ব্রিটিশ দম্পতি।
০২১০
মুহূর্তেই ভাগ্য বদলে গেল তাঁদের। এর মূল্য অন্তত এক লক্ষ পাউন্ড, প্রায় এক কোটি টাকা। কী ভাবে চাষের জমি থেকে এই ঐতিহাসিক সোনার বাইবেল খুঁজে পেলেন তাঁরা?
০৩১০
ইয়র্কের বাসিন্দা বাফি বেইলে এবং তাঁর স্বামী দু’জনেই শখে পুরনো ধাতব জিনিস খুঁজে বেড়ান। অনেকে নিজের জমি থেকে পুরনো জিনিস খুঁজে দিতে তাঁদের ডেকেও পাঠান।
০৪১০
এর পাশাপাশি বাফি পেশায় একজন নার্সও। সম্প্রতি ইয়র্কেই একটি চাষের জমিতে ধাতব দ্রব্য খোঁজার ডাক পেয়েছিলেন তাঁরা। জমির মালিকের ইচ্ছাতেই খোঁজ শুরু করেন দু’জনে।
০৫১০
কিছু দূর যাওয়ার পর মেটাল ডিটেক্টর-এ খুব শক্তিশালী সিগন্যাল পান তাঁরা। প্রায় পাঁচ ইঞ্চি খোলার পরই একটি ছোট সোনালি রঙের ধাতু উদ্ধার করেন।
০৬১০
সেই ছোট সোনালি রঙের জিনিসটিই যে পরবর্তীকালে দুর্মূল্য সোনার বাইবেল হতে চলেছে তা ঘুণাক্ষরেও টের পাননি দু’জনে।
০৭১০
পরে মোবাইলে সেটির ছবি তুলে এবং ছবিটি বড় করে দেখেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন বাফি। সোনালি বস্তুটি আদপে একটি সোনার বাইবেল!
০৮১০
যার দৈর্ঘ্য দেড় সেন্টিমিটার, ওজন মাত্র পাঁচ গ্রাম। ২৪ ক্যারটের সোনা ব্যবহার করা হয়েছিল তাতে, জানান বাফি।
০৯১০
আরও খোঁজখবর নিয়ে বাফি জানতে পারেন, রাজা তৃতীয় রিচার্ডের আমলের (১৪৫২-১৪৮৫) বাইবেল সেটি।
১০১০
বিশেষজ্ঞদের মতে, তৃতীয় রিচার্ড রাজত্বকালে সম্ভবত কোনও মহিলা আত্মীয়কে উপহার হিসাবে এই বাইবেল দিয়েছিলেন।