Woman Arrested for keeping 1 lakh cockroaches inside home dgtl
Animal Lover
১ লক্ষ আরশোলা, সঙ্গে সাপ ও কচ্ছপের সঙ্গে সহবাস! গ্রেফতার হতে হল মহিলা সমাজকর্মীকে
অভিযোগ, পশুপাখি, কীটপতঙ্গদের অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রেখেছিলেন কারিন। বাড়িময় ছড়িয়ে-ছিটিয়ে ছিল তাদের মলমূত্র। উদ্ধারকারীরা দুর্গন্ধে বেশি ক্ষণ টিকতে পারেননি বলেও দাবি করেছেন।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১২:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
পশুপাখিদের সঙ্গে থাকতে ভালবাসেন, তাই নিজের বাড়িটাকেই বানিয়ে ফেলেছিলেন ছোটখাটো চিড়িয়াখানা। তবে ফল ভাল হল না। বাড়িতে ১ লক্ষ আরশোলা এবং অন্যান্য পশুপাখি জমিয়ে রাখার অভিযোগে গ্রেফতার করা হল নিউ ইয়র্কের এক মহিলাকে।
০২১২
ধৃতের নাম কারিন কিজ়। ৫১ বছর বয়সি ওই মহিলা নিজেকে সমাজকর্মী এবং পশুপ্রেমী হিসাবে দাবি করেন। তাঁর বাড়ি থেকে সম্প্রতি ১ লক্ষ আরশোলা উদ্ধার করা হয়েছে।
০৩১২
এ ছাড়াও বাড়িতে আরও ৩০০ পশুপাখি রাখা ছিল বলে অভিযোগ। খবর পেয়ে প্রশাসনের তরফে গত মঙ্গলবার তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার করা হয়, ১১৮টি খরগোশ, নানা প্রজাতির দেড়শো পাখি, ৭টি কচ্ছপ এবং ৩টি সাপ। কারিনের বাড়িতে ১৫টি বিড়াল ছিল বলেও জানিয়েছেন উদ্ধারকারীরা।
০৪১২
অভিযোগ, পশুপাখি, কীটপতঙ্গদের অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রেখেছিলেন কারিন। বাড়িময় ছড়িয়ে-ছিটিয়ে ছিল তাদের মলমূত্র।
০৫১২
উদ্ধারকারীরা কারিনের বাড়িতে দুর্গন্ধে বেশি ক্ষণ টিকতে পারেননি বলেও দাবি করেছেন। তাঁদের বিশেষ পোশাক পরে ওই বাড়িতে ঢুকতে হয়েছিল। জোর করে পশুপাখিদের আটকে রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কারিনকে।
০৬১২
মহিলার পরিচিতরা জানিয়েছেন, পশুপাখি, কীটপতঙ্গদের নিয়ে থাকতেই পছন্দ করেন তিনি। তাদের ছাড়া থাকতে পারেন না। কোথা থেকে এত পশুপাখি তিনি সংগ্রহ করলেন, তা-ও জানা গিয়েছে পরিচিতদের বয়ান থেকেই।
০৭১২
কারিনের এক পরিচিত জানান, নিকটবর্তী একটি পশু সংগ্রহশালা বন্ধ হয়ে যাচ্ছিল। খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছিলেন কারিন। পশুপাখিগুলি যাতে ‘ঘরছাড়া’ না হয়ে যায়, তাই তাদের আশ্রয় দেন তিনি।
০৮১২
প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধার করা পশুপাখিগুলিকে বাঁচানো যাবে। তবে যে পরিবেশে তাদের রাখা হয়েছিল, সেখানে আর বেশি দিন থাকলে সকলের মৃত্যু হতে পারত। প্রাণীর বেঁচে থাকার উপযোগী পরিবেশ কারিনের বাড়িতে ছিল না বলে অভিযোগ।
০৯১২
জানা গিয়েছে, ঘনিষ্ঠ মহলে কারিন ‘স্নো হোয়াইট’ নামে পরিচিত। বন্ধুবান্ধব এবং সহকর্মীরা তাঁকে ওই নামেই ডাকেন।
১০১২
কারিনের বিরুদ্ধে আনা অভিযোগগুলি প্রমাণিত হলে তাঁর জেল পর্যন্ত হতে পারে বলে মনে করছেন অনেকে।
১১১২
কারিন যে বাড়িতে এত পশুপাখি রেখেছিলেন, তা তাঁর পরিচিতরা ছাড়া বিশেষ কেউ জানতেন না। গত মাসে তাঁর কীর্তি সম্পর্কে ইঙ্গিত পায় প্রশাসন। তার পর ওই বাড়িতে হানা দেওয়া হয় মঙ্গলবার।
১২১২
কারিনের বাড়ি থেকে পশুপাখিগুলি উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য পশু চিকিৎসক এবং বিশেষজ্ঞদের ডাকা হয়েছিল। তাঁরা উদ্ধারকৃত আরশোলা, কচ্ছপ, সাপ, খরগোশ, পাখি এবং বিড়ালগুলিকে নিয়ে গিয়েছেন।