অনুষ্কা শর্মা, করিনা কপূর, সোনম কপূর, আলিয়া ভট্ট হয়ে বিপাশা বসু— তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। স্ফীতোদরের ছবি পোস্ট করে মা হওয়ার খবর দেওয়ার ‘রেওয়াজ’ চলছে নেটমাধ্যমে। দিন, মাস যত এগোচ্ছে, শরীরে যত পরিবর্তন হচ্ছে, ততই বেড়েছে ছবির সংখ্যা। সে ছবি কিন্তু বেশ খোলামেলা। কিন্তু কেন হঠাৎ এ ভাবে ছবি পোস্ট করছেন সেলেবরা? শুধুই কি খবরে থাকার জন্য! নাহ্, নেপথ্যে রয়েছে অন্য সমীকরণ।
এই ধারার সূচনা কিন্তু আরও অনেক কিছুর মতোই হলিউডে। তাঁদের থেকেই ‘অনুপ্রাণিত’ হয়েছেন বলিউডি সেলেবরা। হলিউডে সাহসী এই পদক্ষেপ প্রথম করেছিলেন ডেমি মুর। সালটা ১৯৯১। একটি পত্রিকার প্রচ্ছদে স্ফীতোদরা ডেমির ছবি প্রকাশিত হয়েছিল। গায়ে একটা সুতোও ছিল না প্রাক্তন ব্রুস-ঘরনির। মেয়ে স্কাউট উইলিস তখন ডেমির গর্ভে ছিল ডেমির। ছবিটি নিয়ে হইচই পড়ে গিয়েছিল।