আবারও ‘ধাক্কা’ খেল বিহার। মনে করা হচ্ছিল বিজেপির সঙ্গে কেন্দ্রে জোট সরকারে গুরুত্বপূর্ণ শরিক হওয়ার পুরস্কার হিসাবে নিজের রাজ্যের জন্য ‘বিশেষ’ মর্যাদা (স্পেশ্যাল স্টেটাস) জোগাড় করতে পারবেন নীতীশ কুমার। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রীকে হতাশ করে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হবে না বিহারকে।
পূর্ব ভারতের এই রাজ্য বহু দিন ধরেই বিশেষ রাজ্যের মর্যাদা দাবি করে আসছে। কেন্দ্রের সরকারকে সাহায্য করার জন্য এ বারে এনডিএতে শামিল হয়েছে চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টিও। তাঁরাও বিশেষ রাজ্যের তকমা দাবি করছিল। কিন্তু কেন এত বছরেও এই তকমা পেল না বিহার? অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রেই বা বাধা কোথায়? কোন কোন শর্ত মানলে মেলে বিশেষ রাজ্যের তকমা?