Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Kshama Bindu

Kshama Bindu: নিজেই নিজেকে বিয়ে করে যাচ্ছেন মধুচন্দ্রিমায়! ক্ষমা বিন্দু আসলে কে?

নিজেকে বিয়ে করে আলোড়ন ফেললেন তিনি। বয়স মাত্র ২৪। তাঁর আসল পরিচয় কী?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১২:৪৩
Share: Save:
০১ ২০
নাম ক্ষমা বিন্দু। কিন্তু এটি আসল নাম নয়। ২৪ বছরের এক তরুণী। গুজরাতের বডোদরার বাসিন্দা। তিনিই সম্ভবত ভারতের প্রথম মহিলা যিনি ‘নিজগামিতা’ বা সোলোগ্যামি–র পথে হেঁটেছেন। কারণ তিনি পৃথিবীতে সব থেকে ভালবাসেন নিজেকে। হয়তো অনেকেই বাসে! কিন্তু এই সাহস দেখানোর কলিজা পেয়েছেন এক মাত্র ক্ষমা।

নাম ক্ষমা বিন্দু। কিন্তু এটি আসল নাম নয়। ২৪ বছরের এক তরুণী। গুজরাতের বডোদরার বাসিন্দা। তিনিই সম্ভবত ভারতের প্রথম মহিলা যিনি ‘নিজগামিতা’ বা সোলোগ্যামি–র পথে হেঁটেছেন। কারণ তিনি পৃথিবীতে সব থেকে ভালবাসেন নিজেকে। হয়তো অনেকেই বাসে! কিন্তু এই সাহস দেখানোর কলিজা পেয়েছেন এক মাত্র ক্ষমা।

০২ ২০
বডোদরার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যায় স্নাতক হন ক্ষমা। পড়াশোনার পাশাপাশি মডেল হিসেবেও কাজ করতেন তিনি।

বডোদরার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যায় স্নাতক হন ক্ষমা। পড়াশোনার পাশাপাশি মডেল হিসেবেও কাজ করতেন তিনি।

০৩ ২০
পড়াশোনার পাট চুকিয়ে ইচ্ছে হয় চাকরি করবেন। সেই মতো এক বেসরকারি সংস্থাতে প্রবেশ। তবে মডেলিংয়ের কাজ বন্ধ করেননি তিনি। তাঁর আসল নাম সৌম্যসরিতা দুবে।

পড়াশোনার পাট চুকিয়ে ইচ্ছে হয় চাকরি করবেন। সেই মতো এক বেসরকারি সংস্থাতে প্রবেশ। তবে মডেলিংয়ের কাজ বন্ধ করেননি তিনি। তাঁর আসল নাম সৌম্যসরিতা দুবে।

০৪ ২০
চাকরি আর মডেলিংয়ের পাশাপাশি আরও একটি কাজ নিশ্চুপ ভাবে করে চলেছিলেন তিনি। দেশে কোনও  মহিলা এর আগে নিজেকে বিয়ে করেছেন কি না, তা নিয়ে নেটমাধ্যমে খোঁজ চালাচ্ছিলেন ক্ষমা। কিন্তু অনেক খুঁজেও এ রকম  কাউকে তিনি খুঁজে পাননি।

চাকরি আর মডেলিংয়ের পাশাপাশি আরও একটি কাজ নিশ্চুপ ভাবে করে চলেছিলেন তিনি। দেশে কোনও মহিলা এর আগে নিজেকে বিয়ে করেছেন কি না, তা নিয়ে নেটমাধ্যমে খোঁজ চালাচ্ছিলেন ক্ষমা। কিন্তু অনেক খুঁজেও এ রকম কাউকে তিনি খুঁজে পাননি।

০৫ ২০
ক্ষমা উভকামী। পুরুষ এবং নারী, উভয়ের প্রতিই তাঁর সমান আকর্ষণ। তবে অন্যের প্রেমে নয়, নিজেরই প্রেমে পড়ে যান ক্ষমা। যৌন এবং মানসিক আকর্ষণ অনুভব করেন নিজের প্রতিই।

ক্ষমা উভকামী। পুরুষ এবং নারী, উভয়ের প্রতিই তাঁর সমান আকর্ষণ। তবে অন্যের প্রেমে নয়, নিজেরই প্রেমে পড়ে যান ক্ষমা। যৌন এবং মানসিক আকর্ষণ অনুভব করেন নিজের প্রতিই।

০৬ ২০
ক্ষমা বুঝেছিলেন তিনিই হতে পারেন দেশের প্রথম মহিলা, যিনি নিজেই নিজেকে বিয়ে করছেন। অর্থাৎ, পথে প্রচুর বাধা আসতে পারে, এ-ও বুঝে গিয়েছিলেন।

ক্ষমা বুঝেছিলেন তিনিই হতে পারেন দেশের প্রথম মহিলা, যিনি নিজেই নিজেকে বিয়ে করছেন। অর্থাৎ, পথে প্রচুর বাধা আসতে পারে, এ-ও বুঝে গিয়েছিলেন।

০৭ ২০
তবে হাল ছাড়েননি ক্ষমা। রাতের পর রাত জেগে দক্ষিণ আফ্রিকায় থাকা বাবা এবং আমদাবাদে থাকা মা-কে রাজি করানোর চেষ্টা করে যান তিনি। প্রথমে রাজি না থাকলেও অবশেষে তাঁরা রাজি হন। অনেকটাই চাপমুক্ত হন তিনি।

তবে হাল ছাড়েননি ক্ষমা। রাতের পর রাত জেগে দক্ষিণ আফ্রিকায় থাকা বাবা এবং আমদাবাদে থাকা মা-কে রাজি করানোর চেষ্টা করে যান তিনি। প্রথমে রাজি না থাকলেও অবশেষে তাঁরা রাজি হন। অনেকটাই চাপমুক্ত হন তিনি।

০৮ ২০
এর পরের যাত্রাও খুব একটা সহজ ছিল না। বিয়ে করবেন বললে তো আর বিয়ে করা যায় না। বিয়ের সরঞ্জাম থেকে শুরু করে পুরোহিত, সব জোগাড় করতে কালঘাম ছোটে ক্ষমার। কারণ নিজেকে বিয়ে করবেন শুনেই নাক সিঁটকোচ্ছেন অনেকে। তবে হাল ছাড়েননি ক্ষমা। অবশেষে জোগাড় হয় পুরোহিতও।

এর পরের যাত্রাও খুব একটা সহজ ছিল না। বিয়ে করবেন বললে তো আর বিয়ে করা যায় না। বিয়ের সরঞ্জাম থেকে শুরু করে পুরোহিত, সব জোগাড় করতে কালঘাম ছোটে ক্ষমার। কারণ নিজেকে বিয়ে করবেন শুনেই নাক সিঁটকোচ্ছেন অনেকে। তবে হাল ছাড়েননি ক্ষমা। অবশেষে জোগাড় হয় পুরোহিতও।

০৯ ২০
বিয়ের তারিখ ঠিক হয় ১১ জুন। ঠিক করেন গুজরাতের গোত্রীর এক মন্দিরে বিয়ে করবেন নিজেকে। বিয়ে হবে বৈদিক আচার-অনুষ্ঠান মেনে। তবে তত দিনে তাঁর নিজেকে বিয়ে করতে চলার খবর রাষ্ট্র হয়েছে। কিছু বাহবা, কিছু ব্যক্তির বাঁকা নজর, রোষ— সব কিছুই পেতে শুরু করেন তিনি। এমনকি হিন্দুত্ববাদীদের কাছ থেকে হুমকিও আসে ক্ষমার কাছে।

বিয়ের তারিখ ঠিক হয় ১১ জুন। ঠিক করেন গুজরাতের গোত্রীর এক মন্দিরে বিয়ে করবেন নিজেকে। বিয়ে হবে বৈদিক আচার-অনুষ্ঠান মেনে। তবে তত দিনে তাঁর নিজেকে বিয়ে করতে চলার খবর রাষ্ট্র হয়েছে। কিছু বাহবা, কিছু ব্যক্তির বাঁকা নজর, রোষ— সব কিছুই পেতে শুরু করেন তিনি। এমনকি হিন্দুত্ববাদীদের কাছ থেকে হুমকিও আসে ক্ষমার কাছে।

১০ ২০
ক্ষমার নিজেকে বিয়ে করতে চলার ঘটনা প্রকাশ্যে আসতেই সংবাদ মাধ্যমে তাঁর উপর চড়াও হন বিজেপি নেত্রী সুনীতা শুক্ল। নেত্রী দাবি করেন, ক্ষমা যা করতে চলেছেন হিন্দু ধর্ম তার অনুমতি দেয় না।

ক্ষমার নিজেকে বিয়ে করতে চলার ঘটনা প্রকাশ্যে আসতেই সংবাদ মাধ্যমে তাঁর উপর চড়াও হন বিজেপি নেত্রী সুনীতা শুক্ল। নেত্রী দাবি করেন, ক্ষমা যা করতে চলেছেন হিন্দু ধর্ম তার অনুমতি দেয় না।

১১ ২০
এই ধরনের বিয়ে হিন্দু ধর্মের বিরোধী এবং এই বিয়ে করলে হিন্দুদের জনসংখ্যা কমে যাবে বলেও তোপ দাগেন বিজেপি নেত্রী। কোনও মন্দিরে ক্ষমাকে বিয়ে করতে দেওয়া হবে না বলেও বিজেপি নেত্রী ফতোয়া জারি করেন। তবে ক্ষমা এর প্রত্যুত্তরে কিছু বলেননি।

এই ধরনের বিয়ে হিন্দু ধর্মের বিরোধী এবং এই বিয়ে করলে হিন্দুদের জনসংখ্যা কমে যাবে বলেও তোপ দাগেন বিজেপি নেত্রী। কোনও মন্দিরে ক্ষমাকে বিয়ে করতে দেওয়া হবে না বলেও বিজেপি নেত্রী ফতোয়া জারি করেন। তবে ক্ষমা এর প্রত্যুত্তরে কিছু বলেননি।

১২ ২০
এর পর হঠাৎই বিয়ের দিন দু’দিন এগিয়ে ৮ জুনই বিয়ে করার সিদ্ধান্ত নেন ক্ষমা। কারণ? অতি কষ্টে জোগাড় করা পুরোহিতও জানিয়ে দেন যে, তিনি বিয়ে দিতে আসবেন না। সম্ভবত এর কারণ,  হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়ার ভয়।

এর পর হঠাৎই বিয়ের দিন দু’দিন এগিয়ে ৮ জুনই বিয়ে করার সিদ্ধান্ত নেন ক্ষমা। কারণ? অতি কষ্টে জোগাড় করা পুরোহিতও জানিয়ে দেন যে, তিনি বিয়ে দিতে আসবেন না। সম্ভবত এর কারণ, হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়ার ভয়।

১৩ ২০
তবে এতেও কিচ্ছু যায়-আসেনি। বাছাই করা কিছু বন্ধুর উপস্থিতিতে বুধবার সন্ধ্যায় নিজের সিঁথিতে সিঁদুরদান করেন ক্ষমা। ক্ষমা ইনস্টাগ্রামে গায়ে হলুদ এবং মেহেন্দি অনুষ্ঠান-সহ বিভিন্ন আচারের ছবি শেয়ার করেছেন।

তবে এতেও কিচ্ছু যায়-আসেনি। বাছাই করা কিছু বন্ধুর উপস্থিতিতে বুধবার সন্ধ্যায় নিজের সিঁথিতে সিঁদুরদান করেন ক্ষমা। ক্ষমা ইনস্টাগ্রামে গায়ে হলুদ এবং মেহেন্দি অনুষ্ঠান-সহ বিভিন্ন আচারের ছবি শেয়ার করেছেন।

১৪ ২০
ক্ষমার পরিবার এবং বন্ধুদেরকেও তাল মিলিয়ে আনন্দ করতে দেখা গিয়েছে এই সব ছবিতে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, যজ্ঞের আগুনের চারপাশে ঘুরে নিজের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়ছেন ক্ষমা।

ক্ষমার পরিবার এবং বন্ধুদেরকেও তাল মিলিয়ে আনন্দ করতে দেখা গিয়েছে এই সব ছবিতে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, যজ্ঞের আগুনের চারপাশে ঘুরে নিজের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়ছেন ক্ষমা।

১৫ ২০
বিয়ে শেষে ক্ষমা জানান, কোনও বিতর্ক এড়াতেই তিনি বিয়ে এগিয়ে আনেন। বলেন, এই বিয়েতে বর এবং পুরোহিত ছাড়া বাকি সব কিছুই ছিল। নিয়ম অনুযায়ী, তিনি গণেশ এবং লক্ষ্মীর পূজা করে নিজের গলায় মালা পরান। এমনকি নিজের জন্য লেখা সাতটি ব্রতও পাঠ করেন। তাঁর দীর্ঘ দিনের স্বপ্নপূরণ হল বলেও জানিয়েছেন ক্ষমা।

বিয়ে শেষে ক্ষমা জানান, কোনও বিতর্ক এড়াতেই তিনি বিয়ে এগিয়ে আনেন। বলেন, এই বিয়েতে বর এবং পুরোহিত ছাড়া বাকি সব কিছুই ছিল। নিয়ম অনুযায়ী, তিনি গণেশ এবং লক্ষ্মীর পূজা করে নিজের গলায় মালা পরান। এমনকি নিজের জন্য লেখা সাতটি ব্রতও পাঠ করেন। তাঁর দীর্ঘ দিনের স্বপ্নপূরণ হল বলেও জানিয়েছেন ক্ষমা।

১৬ ২০
বিয়ের পর মধুচন্দ্রিমাতেও যাবেন ক্ষমা। নিজের সঙ্গেই। তিনি জানিয়েছেন, মধুচন্দ্রিমা যাপন করতে খুব শীঘ্রই দু’সপ্তাহের জন্য গোয়া যাচ্ছেন তিনি।

বিয়ের পর মধুচন্দ্রিমাতেও যাবেন ক্ষমা। নিজের সঙ্গেই। তিনি জানিয়েছেন, মধুচন্দ্রিমা যাপন করতে খুব শীঘ্রই দু’সপ্তাহের জন্য গোয়া যাচ্ছেন তিনি।

১৭ ২০
সমস্ত আচারবিধি মেনে নিজেকে বিয়ে করলেও তাঁর বিয়ে কোনও আইনি বৈধতা পাবে না। তাই আইনি জটিলতাও নেই। ভারতে এ রকম বিয়ে প্রথম হলেও বিদেশে কিন্তু এই বিয়ের চল গত কয়েক বছর ধরে দিব্যি হচ্ছে। ব্রাজিলের সুপারমডেল আদ্রিয়ানা লিমা ২০১৭ সালে নিজেকে বিয়ে করেন।

সমস্ত আচারবিধি মেনে নিজেকে বিয়ে করলেও তাঁর বিয়ে কোনও আইনি বৈধতা পাবে না। তাই আইনি জটিলতাও নেই। ভারতে এ রকম বিয়ে প্রথম হলেও বিদেশে কিন্তু এই বিয়ের চল গত কয়েক বছর ধরে দিব্যি হচ্ছে। ব্রাজিলের সুপারমডেল আদ্রিয়ানা লিমা ২০১৭ সালে নিজেকে বিয়ে করেন।

১৮ ২০
নিজেকে বিয়ে করতে চেয়ে এবং করে আলোড়ন ফেললেন তিনি। বয়স মাত্র ২৪।

নিজেকে বিয়ে করতে চেয়ে এবং করে আলোড়ন ফেললেন তিনি। বয়স মাত্র ২৪।

১৯ ২০
এই আলোড়নে তৈরি হয়েছে স্ফুলিঙ্গও। জারি হয়েছে ফতোয়া। কিন্তু কোনও কিছু তোয়াক্কা না করে বুধবার নিজের সিঁথিতে সিঁদুর দিলেন তিনি।

এই আলোড়নে তৈরি হয়েছে স্ফুলিঙ্গও। জারি হয়েছে ফতোয়া। কিন্তু কোনও কিছু তোয়াক্কা না করে বুধবার নিজের সিঁথিতে সিঁদুর দিলেন তিনি।

২০ ২০
ভাঙলেন সমাজের সমস্ত প্রচলিত ধ্যানধারণাকে। যেন এক বিপ্লব আনলেন, তা-ও এত কম বয়সে। কিন্তু বিপ্লবের কোনও বয়স হয় কি!

ভাঙলেন সমাজের সমস্ত প্রচলিত ধ্যানধারণাকে। যেন এক বিপ্লব আনলেন, তা-ও এত কম বয়সে। কিন্তু বিপ্লবের কোনও বয়স হয় কি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy