Who is Bajaj Auto chairman Niraj Bajaj who buys 252.5 crore flat in South Mumbai dgtl
Niraj Bajaj
টেবল টেনিসে চার বারের জাতীয় চ্যাম্পিয়ন! ২৫২ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনলেন বজাজদের নীরজ
এর আগে দেশের সবচেয়ে দামি ফ্ল্যাটের মালিক হওয়ার কৃতিত্ব ছিল ওয়েলস্পুন গোষ্ঠীর বিকে গোয়েঙ্কার। কিন্তু নীরজের কেনা ফ্ল্যাটের দাম গোয়েঙ্কার কেনা ফ্ল্যাটের দামকেও ছাপিয়ে গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১৮:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
সম্প্রতি ২৫২.৫ কোটি টাকায় একটি বিলাসবহুল ট্রিপ্লে ফ্ল্যাট কিনেছেন বজাজ গোষ্ঠীর মালিকানাধীন সংস্থা বজাজ অটোর চেয়ারম্যান নীরজ বজাজ। তিনিই বর্তমানে ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাটের মালিক বলে মনে করা হচ্ছে।
ছবি: সংগৃহীত।
০২১৮
এর আগে দেশের সবচেয়ে দামি ফ্ল্যাটের মালিক হওয়ার কৃতিত্ব ছিল ওয়েলস্পুন গোষ্ঠীর বিকে গোয়েঙ্কার। গত মাসে, মুম্বইয়ে ২৩০ কোটি টাকায় একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। কিন্তু নীরজের কেনা ফ্ল্যাটের দাম গোয়েঙ্কার কেনা ফ্ল্যাটের দামকেও ছাপিয়ে গিয়েছে।
ছবি: সংগৃহীত।
০৩১৮
নীরজের ফ্ল্যাটটি দক্ষিণ মুম্বইয়ের ওয়াকেশ্বর এলাকায় সমুদ্রের ধারে একটি নির্মীয়মান বহুতলের তিন তলা জুড়ে বিস্তৃত। আনুমানিক আয়তন ১৮ হাজার বর্গফুট।
ছবি: সংগৃহীত।
০৪১৮
নীরজ এবং বহুতল নির্মাতা গোষ্ঠীর মধ্যে নাকি ১৩ মার্চ বিলাসবহুল ওই ফ্ল্যাটের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও ওই বহুতল সম্পূর্ণ ভাবে তৈরি হতে এখনও দেরি আছে বলে জানা গিয়েছে।
ছবি: সংগৃহীত।
০৫১৮
বর্তমানে দেশের সব থেকে দামি ফ্ল্যাটের মালিক হিসাবে নীরজের নাম প্রকাশ্যে আসতেই তাঁকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
ছবি: সংগৃহীত।
০৬১৮
নীরজের কর্মজীবন ৩৫ বছরেরও বেশি সময়ের। জন্ম ১৯৫৪ সালের ১০ অক্টোবর। প্রথমে মুম্বইয়ের একটি ক্যাথেড্রাল স্কুলে এবং পরে জন কনন স্কুল থেকে তিনি যথাক্রমে প্রাথমিক এবং উচ্চ শিক্ষা গ্রহণ করেন।
ছবি: সংগৃহীত।
০৭১৮
স্কুলের গণ্ডী পেরিয়ে মুম্বইয়ের সিডেনহাম কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে বাণিজ্যে স্নাতক হন নীরজ। পরে আমেরিকার হার্ভার্ড বিজনেস স্কুল থেকে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছবি: সংগৃহীত।
০৮১৮
নীরজ ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর বজাজ অটো লিমিটেডে যোগ দেন। তিনি গোষ্ঠীর অন্যতম ডিরেক্টর।
ছবি: সংগৃহীত।
০৯১৮
নীরজ বজাজ অটো লিমিটেড, বজাজ অ্যালায়েঞ্জ লাইফ এবং জেনেরাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদেও রয়েছেন। এ ছাড়াও তিনি বজাজ গোষ্ঠীর মালিকানাধীন বহু সংস্থার চেয়ারম্যান। মুকুন্দ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদেও অধিষ্ঠিত।
ছবি: সংগৃহীত।
১০১৮
নীরজের আগে বজাজ অটো লিমিটেডের চেয়ারম্যান ছিলেন রাহুল বজাজ। তাঁর পদত্যাগের পরই নীরজ বজাজ অটোর নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন।
ছবি: সংগৃহীত।
১১১৮
নীরজ ইন্ডিয়ান মার্চেন্টস চেম্বার-এর সভাপতি হিসাবেও কাজ করেছেন। অ্যালয় স্টিল প্রডিউসার অ্যাসোসিয়েশন অ্যান্ড ইন্ডিয়ান স্টেইনলেস স্টিল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনেরও সভাপতি ছিলেন।
ছবি: সংগৃহীত।
১২১৮
শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে নয়, ক্রীড়াক্ষেত্রেও বিশেষ অবদান রয়েছে নীরজের। আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে টেবিল টেনিসে প্রতিনিধিত্বও করেছেন তিনি।
ছবি: সংগৃহীত।
১৩১৮
১৯৭০ থেকে টানা ৭ বছর জাতীয় স্তরে টেবিল টেনিস খেলেছেন নীরজ। যার মধ্যে শেষ চার বছর তিনি অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
ছবি: সংগৃহীত।
১৪১৮
নীরজ তিন বার অল ইন্ডিয়া টেবিল টেনিস চ্যাম্পিয়ন হয়েছেন। চার বার পেয়েছেন ভারতের এক নম্বর টেবিল টেনিস খেলোয়াড়ের তকমা।
ছবি: সংগৃহীত।
১৫১৮
নীরজ ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান অর্জুন পুরস্কারের প্রাপক। এ ছাড়া মহারাষ্ট্রের সর্বোচ্চ ক্রীড়া সম্মান শিব ছত্রপতি পুরস্কারও তিনি পেয়েছেন।
ছবি: সংগৃহীত।
১৬১৮
নীরজের স্ত্রীর নাম মিনাল বজাজ। দম্পতির দুই সন্তান রয়েছে। কন্যা কৃতি বজাজ এবং পুত্র নীরব বজাজ। নীরজের দুই সন্তানও তাঁকে ব্যবসায়িক ক্ষেত্রে সাহায্য করে।
ছবি: সংগৃহীত।
১৭১৮
নীরজের আরও দুই দাদা রয়েছেন। মধুর বজাজ এবং শেখর বজাজ। তিন জনের মধ্যে নীরজ কনিষ্ঠ।
ছবি: সংগৃহীত।
১৮১৮
ফোর্বস পত্রিকা অনুযায়ী, তিন ভাই এবং তাঁদের পরিবারের অন্য সদস্যদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা। যার মধ্যে নীরজের একার সম্পত্তির পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা।