Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Niraj Bajaj

টেবল টেনিসে চার বারের জাতীয় চ্যাম্পিয়ন! ২৫২ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনলেন বজাজদের নীরজ

এর আগে দেশের সবচেয়ে দামি ফ্ল্যাটের মালিক হওয়ার কৃতিত্ব ছিল ওয়েলস্পুন গোষ্ঠীর বিকে গোয়েঙ্কার। কিন্তু নীরজের কেনা ফ্ল্যাটের দাম গোয়েঙ্কার কেনা ফ্ল্যাটের দামকেও ছাপিয়ে গিয়েছে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১৮:০৪
Share: Save:
০১ ১৮
সম্প্রতি ২৫২.৫ কোটি টাকায় একটি বিলাসবহুল ট্রিপ্লে ফ্ল্যাট কিনেছেন বজাজ গোষ্ঠীর মালিকানাধীন সংস্থা বজাজ অটোর চেয়ারম্যান নীরজ বজাজ। তিনিই বর্তমানে ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাটের মালিক বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি ২৫২.৫ কোটি টাকায় একটি বিলাসবহুল ট্রিপ্লে ফ্ল্যাট কিনেছেন বজাজ গোষ্ঠীর মালিকানাধীন সংস্থা বজাজ অটোর চেয়ারম্যান নীরজ বজাজ। তিনিই বর্তমানে ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাটের মালিক বলে মনে করা হচ্ছে।

ছবি: সংগৃহীত।

০২ ১৮
এর আগে দেশের সবচেয়ে দামি ফ্ল্যাটের মালিক হওয়ার কৃতিত্ব ছিল ওয়েলস্পুন গোষ্ঠীর বিকে গোয়েঙ্কার। গত মাসে, মুম্বইয়ে ২৩০ কোটি টাকায় একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। কিন্তু নীরজের কেনা ফ্ল্যাটের দাম গোয়েঙ্কার কেনা ফ্ল্যাটের দামকেও ছাপিয়ে গিয়েছে।

এর আগে দেশের সবচেয়ে দামি ফ্ল্যাটের মালিক হওয়ার কৃতিত্ব ছিল ওয়েলস্পুন গোষ্ঠীর বিকে গোয়েঙ্কার। গত মাসে, মুম্বইয়ে ২৩০ কোটি টাকায় একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। কিন্তু নীরজের কেনা ফ্ল্যাটের দাম গোয়েঙ্কার কেনা ফ্ল্যাটের দামকেও ছাপিয়ে গিয়েছে।

ছবি: সংগৃহীত।

০৩ ১৮
নীরজের ফ্ল্যাটটি দক্ষিণ মুম্বইয়ের ওয়াকেশ্বর এলাকায় সমুদ্রের ধারে একটি নির্মীয়মান বহুতলের তিন তলা জুড়ে বিস্তৃত। আনুমানিক আয়তন ১৮ হাজার বর্গফুট।

নীরজের ফ্ল্যাটটি দক্ষিণ মুম্বইয়ের ওয়াকেশ্বর এলাকায় সমুদ্রের ধারে একটি নির্মীয়মান বহুতলের তিন তলা জুড়ে বিস্তৃত। আনুমানিক আয়তন ১৮ হাজার বর্গফুট।

ছবি: সংগৃহীত।

০৪ ১৮
নীরজ এবং বহুতল নির্মাতা গোষ্ঠীর মধ্যে নাকি ১৩ মার্চ বিলাসবহুল ওই ফ্ল্যাটের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও ওই বহুতল সম্পূর্ণ ভাবে তৈরি হতে এখনও দেরি আছে বলে জানা গিয়েছে।

নীরজ এবং বহুতল নির্মাতা গোষ্ঠীর মধ্যে নাকি ১৩ মার্চ বিলাসবহুল ওই ফ্ল্যাটের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও ওই বহুতল সম্পূর্ণ ভাবে তৈরি হতে এখনও দেরি আছে বলে জানা গিয়েছে।

ছবি: সংগৃহীত।

০৫ ১৮
বর্তমানে দেশের সব থেকে দামি ফ্ল্যাটের মালিক হিসাবে নীরজের নাম প্রকাশ্যে আসতেই তাঁকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

বর্তমানে দেশের সব থেকে দামি ফ্ল্যাটের মালিক হিসাবে নীরজের নাম প্রকাশ্যে আসতেই তাঁকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

ছবি: সংগৃহীত।

০৬ ১৮
নীরজের কর্মজীবন ৩৫ বছরেরও বেশি সময়ের। জন্ম ১৯৫৪ সালের ১০ অক্টোবর। প্রথমে মুম্বইয়ের একটি ক্যাথেড্রাল স্কুলে এবং পরে জন কনন স্কুল থেকে তিনি যথাক্রমে প্রাথমিক এবং উচ্চ শিক্ষা গ্রহণ করেন।

নীরজের কর্মজীবন ৩৫ বছরেরও বেশি সময়ের। জন্ম ১৯৫৪ সালের ১০ অক্টোবর। প্রথমে মুম্বইয়ের একটি ক্যাথেড্রাল স্কুলে এবং পরে জন কনন স্কুল থেকে তিনি যথাক্রমে প্রাথমিক এবং উচ্চ শিক্ষা গ্রহণ করেন।

ছবি: সংগৃহীত।

০৭ ১৮
স্কুলের গণ্ডী পেরিয়ে মুম্বইয়ের সিডেনহাম কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে বাণিজ্যে স্নাতক হন নীরজ। পরে আমেরিকার হার্ভার্ড বিজনেস স্কুল থেকে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

স্কুলের গণ্ডী পেরিয়ে মুম্বইয়ের সিডেনহাম কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে বাণিজ্যে স্নাতক হন নীরজ। পরে আমেরিকার হার্ভার্ড বিজনেস স্কুল থেকে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছবি: সংগৃহীত।

০৮ ১৮
নীরজ ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর বজাজ অটো লিমিটেডে যোগ দেন। তিনি গোষ্ঠীর অন্যতম ডিরেক্টর।

নীরজ ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর বজাজ অটো লিমিটেডে যোগ দেন। তিনি গোষ্ঠীর অন্যতম ডিরেক্টর।

ছবি: সংগৃহীত।

০৯ ১৮
নীরজ বজাজ অটো লিমিটেড, বজাজ অ্যালায়েঞ্জ লাইফ এবং জেনেরাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদেও রয়েছেন। এ ছাড়াও তিনি বজাজ গোষ্ঠীর মালিকানাধীন বহু সংস্থার চেয়ারম্যান। মুকুন্দ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদেও অধিষ্ঠিত।

নীরজ বজাজ অটো লিমিটেড, বজাজ অ্যালায়েঞ্জ লাইফ এবং জেনেরাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদেও রয়েছেন। এ ছাড়াও তিনি বজাজ গোষ্ঠীর মালিকানাধীন বহু সংস্থার চেয়ারম্যান। মুকুন্দ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদেও অধিষ্ঠিত।

ছবি: সংগৃহীত।

১০ ১৮
নীরজের আগে বজাজ অটো লিমিটেডের চেয়ারম্যান ছিলেন রাহুল বজাজ। তাঁর পদত্যাগের পরই নীরজ বজাজ অটোর নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন।

নীরজের আগে বজাজ অটো লিমিটেডের চেয়ারম্যান ছিলেন রাহুল বজাজ। তাঁর পদত্যাগের পরই নীরজ বজাজ অটোর নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন।

ছবি: সংগৃহীত।

১১ ১৮
নীরজ ইন্ডিয়ান মার্চেন্টস চেম্বার-এর সভাপতি হিসাবেও কাজ করেছেন। অ্যালয় স্টিল প্রডিউসার অ্যাসোসিয়েশন অ্যান্ড ইন্ডিয়ান স্টেইনলেস স্টিল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনেরও সভাপতি ছিলেন।

নীরজ ইন্ডিয়ান মার্চেন্টস চেম্বার-এর সভাপতি হিসাবেও কাজ করেছেন। অ্যালয় স্টিল প্রডিউসার অ্যাসোসিয়েশন অ্যান্ড ইন্ডিয়ান স্টেইনলেস স্টিল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনেরও সভাপতি ছিলেন।

ছবি: সংগৃহীত।

১২ ১৮
শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে নয়, ক্রীড়াক্ষেত্রেও বিশেষ অবদান রয়েছে নীরজের। আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে টেবিল টেনিসে প্রতিনিধিত্বও করেছেন তিনি।

শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে নয়, ক্রীড়াক্ষেত্রেও বিশেষ অবদান রয়েছে নীরজের। আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে টেবিল টেনিসে প্রতিনিধিত্বও করেছেন তিনি।

ছবি: সংগৃহীত।

১৩ ১৮
১৯৭০ থেকে টানা ৭ বছর জাতীয় স্তরে টেবিল টেনিস খেলেছেন নীরজ। যার মধ্যে শেষ চার বছর তিনি অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

১৯৭০ থেকে টানা ৭ বছর জাতীয় স্তরে টেবিল টেনিস খেলেছেন নীরজ। যার মধ্যে শেষ চার বছর তিনি অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

ছবি: সংগৃহীত।

১৪ ১৮
নীরজ তিন বার অল ইন্ডিয়া টেবিল টেনিস চ্যাম্পিয়ন হয়েছেন। চার বার পেয়েছেন ভারতের এক নম্বর টেবিল টেনিস খেলোয়াড়ের তকমা।

নীরজ তিন বার অল ইন্ডিয়া টেবিল টেনিস চ্যাম্পিয়ন হয়েছেন। চার বার পেয়েছেন ভারতের এক নম্বর টেবিল টেনিস খেলোয়াড়ের তকমা।

ছবি: সংগৃহীত।

১৫ ১৮
নীরজ ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান অর্জুন পুরস্কারের প্রাপক। এ ছাড়া মহারাষ্ট্রের সর্বোচ্চ ক্রীড়া সম্মান শিব ছত্রপতি পুরস্কারও তিনি পেয়েছেন।

নীরজ ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান অর্জুন পুরস্কারের প্রাপক। এ ছাড়া মহারাষ্ট্রের সর্বোচ্চ ক্রীড়া সম্মান শিব ছত্রপতি পুরস্কারও তিনি পেয়েছেন।

ছবি: সংগৃহীত।

১৬ ১৮
নীরজের স্ত্রীর নাম মিনাল বজাজ। দম্পতির দুই সন্তান রয়েছে। কন্যা কৃতি বজাজ এবং পুত্র নীরব বজাজ। নীরজের দুই সন্তানও তাঁকে ব্যবসায়িক ক্ষেত্রে সাহায্য করে।

নীরজের স্ত্রীর নাম মিনাল বজাজ। দম্পতির দুই সন্তান রয়েছে। কন্যা কৃতি বজাজ এবং পুত্র নীরব বজাজ। নীরজের দুই সন্তানও তাঁকে ব্যবসায়িক ক্ষেত্রে সাহায্য করে।

ছবি: সংগৃহীত।

১৭ ১৮
নীরজের আরও দুই দাদা রয়েছেন। মধুর বজাজ এবং শেখর বজাজ। তিন জনের মধ্যে নীরজ কনিষ্ঠ।

নীরজের আরও দুই দাদা রয়েছেন। মধুর বজাজ এবং শেখর বজাজ। তিন জনের মধ্যে নীরজ কনিষ্ঠ।

ছবি: সংগৃহীত।

১৮ ১৮
ফোর্বস পত্রিকা অনুযায়ী, তিন ভাই এবং তাঁদের পরিবারের অন্য সদস্যদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা। যার মধ্যে নীরজের একার সম্পত্তির পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা।

ফোর্বস পত্রিকা অনুযায়ী, তিন ভাই এবং তাঁদের পরিবারের অন্য সদস্যদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা। যার মধ্যে নীরজের একার সম্পত্তির পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy