Advertisement
১৬ জানুয়ারি ২০২৫
Raveena Tandon

Raveena Tandon and Rahul Dravid relationship: রাহুল দ্রাবিড়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রবিনা টন্ডনের? বিয়েও করতে চেয়েছিলেন তাঁরা?

২০০২ সাল। তখনও রাহুল বিয়ে করেননি। সে সময় জল্পনা ছড়ায় রবিনা না কি রাহুলকে বিয়ে করতে চলেছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১৯:০২
Share: Save:
০১ ১৪
নব্বইয়ের দশকের শেষের দিকে তাঁকে নিয়ে কত গুঞ্জন। প্রযোজক অনিল থাডানিকে বিয়ের পর রবিনা টন্ডনকে কেন্দ্র করে গুঞ্জন আর শোনা যায়নি। সময় পেরলেও সেই সব গুঞ্জনের রং এখনও ফিকে হয়নি।

নব্বইয়ের দশকের শেষের দিকে তাঁকে নিয়ে কত গুঞ্জন। প্রযোজক অনিল থাডানিকে বিয়ের পর রবিনা টন্ডনকে কেন্দ্র করে গুঞ্জন আর শোনা যায়নি। সময় পেরলেও সেই সব গুঞ্জনের রং এখনও ফিকে হয়নি।

০২ ১৪
তাঁর সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল। তাতে অবশ্য রবিনা নিজেই ইন্ধন দিয়েছিলেন। রবিনা নিজেই জানিয়েছিলেন অক্ষয়ের সঙ্গে তাঁর এনগেজমেন্টের কথা।

তাঁর সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল। তাতে অবশ্য রবিনা নিজেই ইন্ধন দিয়েছিলেন। রবিনা নিজেই জানিয়েছিলেন অক্ষয়ের সঙ্গে তাঁর এনগেজমেন্টের কথা।

০৩ ১৪
তবে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। রেখা এবং সুস্মিতা সেনের সঙ্গে নাকি ‘হাতেনাতে’ অক্ষয়কে ধরে ফেলেছিলেন রবিনা। সেই ঘটনা নিজেই মিডিয়াকে জানিয়েছিলেন।

তবে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। রেখা এবং সুস্মিতা সেনের সঙ্গে নাকি ‘হাতেনাতে’ অক্ষয়কে ধরে ফেলেছিলেন রবিনা। সেই ঘটনা নিজেই মিডিয়াকে জানিয়েছিলেন।

০৪ ১৪
তবে সেই প্রথম নয়। অনেকের সঙ্গেই সম্পর্ককে কেন্দ্র করে একাধিক বার রবিনা খবরের শিরোনামে এসেছেন। তার মধ্যে সবচেয়ে আলোচিত হল ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর সম্পর্ক।

তবে সেই প্রথম নয়। অনেকের সঙ্গেই সম্পর্ককে কেন্দ্র করে একাধিক বার রবিনা খবরের শিরোনামে এসেছেন। তার মধ্যে সবচেয়ে আলোচিত হল ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর সম্পর্ক।

০৫ ১৪
২০০২ সাল। তখনও রাহুল বিয়ে করেননি। সে সময় জল্পনা ছড়ায় রবিনা না কি রাহুলকে বিয়ে করতে চলেছেন।

২০০২ সাল। তখনও রাহুল বিয়ে করেননি। সে সময় জল্পনা ছড়ায় রবিনা না কি রাহুলকে বিয়ে করতে চলেছেন।

০৬ ১৪
তবে অক্ষয়ের মতো এই সম্পর্কের কথা রবিনা স্বীকার করেননি। তিনি এই গুঞ্জনে জল ঢেলে দিয়ে জানিয়ে দেন, রাহুলের সঙ্গে কোনও দিন ডেটিং করেননি। এমনকি তিনি ব্যক্তিগত ভাবে তাঁকে চেনেন না বলেও দাবি করেন।

তবে অক্ষয়ের মতো এই সম্পর্কের কথা রবিনা স্বীকার করেননি। তিনি এই গুঞ্জনে জল ঢেলে দিয়ে জানিয়ে দেন, রাহুলের সঙ্গে কোনও দিন ডেটিং করেননি। এমনকি তিনি ব্যক্তিগত ভাবে তাঁকে চেনেন না বলেও দাবি করেন।

০৭ ১৪
এক বার তিনি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বলেন, ‘‘ঈশ্বরের দিব্যি আমার ওঁর সঙ্গে পরিচয় নেই। তিনি আমার বন্ধু বা অন্য কেউ নন।’’

এক বার তিনি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বলেন, ‘‘ঈশ্বরের দিব্যি আমার ওঁর সঙ্গে পরিচয় নেই। তিনি আমার বন্ধু বা অন্য কেউ নন।’’

০৮ ১৪
এই সম্পর্কের খবর নিয়ে তিনি যে বেশ অস্বস্তিতে তা-ও জানান রবিনা। তিনি বলেন, ‘‘বিশ্বাস করুন আমার সঙ্গে ওর কোনও সম্পর্ক নেই। আমি এই মুহূর্তে কাজে মন দিতে চাই।’’

এই সম্পর্কের খবর নিয়ে তিনি যে বেশ অস্বস্তিতে তা-ও জানান রবিনা। তিনি বলেন, ‘‘বিশ্বাস করুন আমার সঙ্গে ওর কোনও সম্পর্ক নেই। আমি এই মুহূর্তে কাজে মন দিতে চাই।’’

০৯ ১৪
যখন রবিনাকে জিজ্ঞাসা করা হয় কোনও দিন রাহুলের সঙ্গে তাঁর দেখা হয়েছিল কি না, অভিনেত্রী বলেন, ‘‘তাঁর সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হয়। সেখানে রাহুলের মতো অনেকে ছিলেন। তবে আমি একা সেখানে ছিলাম না। আমার সঙ্গে গোবিন্দ, সুনীল শেট্টি এবং সলমন খানরাও ছিলেন। একা নয়, সকলের সঙ্গেই আমি তাঁর সঙ্গে দেখা করি।’’

যখন রবিনাকে জিজ্ঞাসা করা হয় কোনও দিন রাহুলের সঙ্গে তাঁর দেখা হয়েছিল কি না, অভিনেত্রী বলেন, ‘‘তাঁর সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হয়। সেখানে রাহুলের মতো অনেকে ছিলেন। তবে আমি একা সেখানে ছিলাম না। আমার সঙ্গে গোবিন্দ, সুনীল শেট্টি এবং সলমন খানরাও ছিলেন। একা নয়, সকলের সঙ্গেই আমি তাঁর সঙ্গে দেখা করি।’’

১০ ১৪
তা হলে রবিনার সঙ্গে রাহুলকে নিয়ে এই জল্পনা কেন? এর উত্তরে রবিনা বলেন, ‘‘আমি জানি না কী ভাবে বিষয়টি শুরু হল। তখন আমার সঙ্গে কাউকে দেখা যাচ্ছিল না। আবার রাহুলও বিয়ে করেননি। ফলে দু’য়ে দু’য়ে চার করে দেওয়া হয়েছে।’’

তা হলে রবিনার সঙ্গে রাহুলকে নিয়ে এই জল্পনা কেন? এর উত্তরে রবিনা বলেন, ‘‘আমি জানি না কী ভাবে বিষয়টি শুরু হল। তখন আমার সঙ্গে কাউকে দেখা যাচ্ছিল না। আবার রাহুলও বিয়ে করেননি। ফলে দু’য়ে দু’য়ে চার করে দেওয়া হয়েছে।’’

১১ ১৪
এ প্রসঙ্গে রবিনা আরও বলেন, ‘‘সম্প্রতি আমার সঙ্গে সঙ্গীত পরিচালক সন্দীপ চৌতার সম্পর্কে রয়েছে বলা হচ্ছে। আমি তাঁকে চিনি না পর্যন্ত। যিনি এই কাজ করেছেন তিনি পরের দিন আমাকে ফোন করে ক্ষমা চেয়েছেন।’’

এ প্রসঙ্গে রবিনা আরও বলেন, ‘‘সম্প্রতি আমার সঙ্গে সঙ্গীত পরিচালক সন্দীপ চৌতার সম্পর্কে রয়েছে বলা হচ্ছে। আমি তাঁকে চিনি না পর্যন্ত। যিনি এই কাজ করেছেন তিনি পরের দিন আমাকে ফোন করে ক্ষমা চেয়েছেন।’’

১২ ১৪
কিন্তু পরে তাঁকে জিজ্ঞাসা করা হয়, যদি রাহুলের সঙ্গে এখন তাঁর দেখা হয় তবে কি অস্বস্তিতে পড়বেন তিনি। তাঁর উত্তর, ‘‘এই ধরনের জল্পনা কোনও সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। আবার যদি আমার সঙ্গে তাঁর দেখা হয় আমি স্বাভাবিক থাকার চেষ্টা করব। কিন্তু সেটা বেশ কঠিন।’’

কিন্তু পরে তাঁকে জিজ্ঞাসা করা হয়, যদি রাহুলের সঙ্গে এখন তাঁর দেখা হয় তবে কি অস্বস্তিতে পড়বেন তিনি। তাঁর উত্তর, ‘‘এই ধরনের জল্পনা কোনও সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। আবার যদি আমার সঙ্গে তাঁর দেখা হয় আমি স্বাভাবিক থাকার চেষ্টা করব। কিন্তু সেটা বেশ কঠিন।’’

১৩ ১৪
 তিনি বলেন, ‘‘এ সব জল্পনা বন্ধ করতে আমাকে কাউকে খুঁজে নিতে হবে। কিন্তু তার আগেও এখন আমি কাজ মন দিয়ে করতে চাই।’’ সেই সময় ‘দমন: আ ভিকটিম অব ম্যারিটাল ভায়োলেন্স’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রবিনা। একাধিক ছবির কাজও তাঁর হাতে ছিল।

তিনি বলেন, ‘‘এ সব জল্পনা বন্ধ করতে আমাকে কাউকে খুঁজে নিতে হবে। কিন্তু তার আগেও এখন আমি কাজ মন দিয়ে করতে চাই।’’ সেই সময় ‘দমন: আ ভিকটিম অব ম্যারিটাল ভায়োলেন্স’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রবিনা। একাধিক ছবির কাজও তাঁর হাতে ছিল।

১৪ ১৪
২০০৪ সালে অনিল থাডানিকে বিয়ে করেন রবিনা। অন্য দিকে ২০০৩ সালে রাহুল দ্রাবিড় বিয়ে করেন চিকিৎসক বিজেতা পেনধারকরকে।

২০০৪ সালে অনিল থাডানিকে বিয়ে করেন রবিনা। অন্য দিকে ২০০৩ সালে রাহুল দ্রাবিড় বিয়ে করেন চিকিৎসক বিজেতা পেনধারকরকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy