প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক আক্রমণের পর আবারও কচ্চতীবু দ্বীপ নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। এই দ্বীপের অধিকার ভারতের না শ্রীলঙ্কার, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের আক্রমণ করতে কচ্চতীবু দ্বীপকে হাতিয়ার করেছেন মোদী। প্রথমে কংগ্রেস, তার পর ডিএমকেকেও নিশানা করেছেন তিনি।
সম্প্রতি কচ্চতীবু দ্বীপ সংক্রান্ত একটি তথ্য প্রকাশ্যে এসেছে। তথ্যের অধিকার আইনের (আরটিআই) সেই রিপোর্টকে সামনে রেখে কংগ্রেস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে মোদী লেখেন, ‘‘কচ্চতীবু দ্বীপ নিয়ে আরটিআই রিপোর্ট খুবই চমকপ্রদ। এই রিপোর্ট আমাদের চোখ খুলে দিচ্ছে। এখান থেকে পরিষ্কার, কংগ্রেস কেমন নিষ্ঠুর ভাবে ওই দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছিল।’’