মৃত্যু কী? তা কি সব কিছুরই শেষ? নাকি মৃত্যুর পরে শুরু হয় আর এক জীবন? প্রাচীন কাল থেকে এখনও পর্যন্ত মানুষ এই প্রশ্নগুলির উত্তর খুঁজেছে। কিন্তু আজও কোনও সঠিক উত্তর মেলেনি। অনেকে বলেন, তাঁরা ‘মৃত্যুর মুখ’ থেকে ফিরে এসেছেন। সেই কথাটি নেহাত লব্জ হিসেবেই মানুষ ধরে থাকে। কিন্তু এমনও কি সম্ভব, যেখানে মানুষ জীবদ্দশাতেই মৃত্যুর পরের অভিজ্ঞতা লাভ করে আবার জীবনেই ফিরে এসেছে? কড়া যুক্তিবাদীরা এমন ঘটনাকে উড়িয়ে দিলেও মনোচিকিৎসক ও অতিপ্রাকৃত নিয়ে চর্চাকারীদের অনেকেই স্বীকার করেছেন ‘নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স’ বা ‘মৃত্যুতুল্য অভিজ্ঞতা’-র কথা।