চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখে ইতিহাস তৈরি করেছে ইসরোর চন্দ্রযান-৩। ইতিমধ্যেই চাঁদের মাটিতে কাজ শুরু করেছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। ভারতই প্রথম দেশ যারা চাঁদের দুর্গম ‘কুমেরু’তে মহাকাশযান পাঠিয়ে নজির গড়ল। এর আগেও চাঁদে একাধিক মহাকাশযান পাঠিয়েছে বিভিন্ন দেশ। মানুষের পা-ও পড়েছে চাঁদের মাটিতে। একাধিক মহাকাশচারী চাঁদের মাটিতে পা দিয়েছেন। শুধু পা-ই দেননি, চাঁদের মাটিতে ছেড়ে এসেছেন ‘স্মৃতিচিহ্ন’ও।