Advertisement
২২ নভেম্বর ২০২৪
Weather

সত্যিই কি এমন উষ্ণ শীত দেখেনি কলকাতা? কী বলছে শেষ ৫০ বছরের পরিসংখ্যান?

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ দাঁড়িয়ে ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ডিসেম্বরের শেষে সর্বনিম্ন তাপমাত্রা এতটা বেশি কি কখনও ছিল? কী বলছে আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১২:২১
Share: Save:
০১ ১৬
পারদপতনের নিরিখে দিল্লি টেক্কা দিয়েছে নৈনিতালকে। রাজস্থানে পারদ নেমেছে হিমাঙ্কের নীচে। কলকাতা নিয়ে এ হেন কোনও সম্ভাবনার কথা অতি বড় শহরপ্রেমীও বলতে পারবেন না। তা বলে শীতকাল থেকে শীতটাই সরে যাবে, এও কি হয়! হয়েছে তো বটেই। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ডিসেম্বরের শেষে সর্বনিম্ন তাপমাত্রা এতটা বেশি কি কখনও ছিল? কী বলছে আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান?

পারদপতনের নিরিখে দিল্লি টেক্কা দিয়েছে নৈনিতালকে। রাজস্থানে পারদ নেমেছে হিমাঙ্কের নীচে। কলকাতা নিয়ে এ হেন কোনও সম্ভাবনার কথা অতি বড় শহরপ্রেমীও বলতে পারবেন না। তা বলে শীতকাল থেকে শীতটাই সরে যাবে, এও কি হয়! হয়েছে তো বটেই। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ডিসেম্বরের শেষে সর্বনিম্ন তাপমাত্রা এতটা বেশি কি কখনও ছিল? কী বলছে আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান?

ছবি: সংগৃহীত।

০২ ১৬
উষ্ণ ডিসেম্বর এই প্রথম নয়। এর আগেও ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে। দু’-এক বার নয়। ১৯৬৯ সাল থেকে তাপমাত্রার পরিসংখ্যান পেশ করেছে আবহাওয়া দফতর। তাতে দেখা গিয়েছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে এ পর্যন্ত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি ছিল।

উষ্ণ ডিসেম্বর এই প্রথম নয়। এর আগেও ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে। দু’-এক বার নয়। ১৯৬৯ সাল থেকে তাপমাত্রার পরিসংখ্যান পেশ করেছে আবহাওয়া দফতর। তাতে দেখা গিয়েছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে এ পর্যন্ত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি ছিল।

ছবি: সংগৃহীত।

০৩ ১৬
২০২২ সালের ২৭ ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। ২৬ ডিসেম্বরও প্রায় একই ছিল সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস।

২০২২ সালের ২৭ ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। ২৬ ডিসেম্বরও প্রায় একই ছিল সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস।

ছবি: সংগৃহীত।

০৪ ১৬
এর আগে ২০০৪ সালের ২১ এবং ২২ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ওই দু’দিনই শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে।

এর আগে ২০০৪ সালের ২১ এবং ২২ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ওই দু’দিনই শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে।

ছবি: সংগৃহীত।

০৫ ১৬
তার আগের বছর, ২০০৩ সালেও ডিসেম্বরে তেমন ঠান্ডা পড়েনি কলকাতায়। ওই বছর ১৬ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

তার আগের বছর, ২০০৩ সালেও ডিসেম্বরে তেমন ঠান্ডা পড়েনি কলকাতায়। ওই বছর ১৬ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

ছবি: সংগৃহীত।

০৬ ১৬
১৯৮৬ সালের ১৫ ডিসেম্বর শহর কলকাতা ছিল এ রকমই উষ্ণ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সে দিন সব থেকে কম তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

১৯৮৬ সালের ১৫ ডিসেম্বর শহর কলকাতা ছিল এ রকমই উষ্ণ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সে দিন সব থেকে কম তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

ছবি: সংগৃহীত।

০৭ ১৬
ওই বছর ডিসেম্বরে মোট পাঁচ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেশ বেশি ছিল। ১৫ থেকে ১৯ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ১৯৮৬ সালের ১৮ ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।

ওই বছর ডিসেম্বরে মোট পাঁচ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেশ বেশি ছিল। ১৫ থেকে ১৯ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ১৯৮৬ সালের ১৮ ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।

ছবি: সংগৃহীত।

০৮ ১৬
১৯৮৫ সালেও ডিসেম্বরেও এক দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনটি ছিল ১৯৮৫ সালের ২৮ ডিসেম্বর। ওই দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

১৯৮৫ সালেও ডিসেম্বরেও এক দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনটি ছিল ১৯৮৫ সালের ২৮ ডিসেম্বর। ওই দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

ছবি: সংগৃহীত।

০৯ ১৬
১৯৮৫ সালের ডিসেম্বরে এক দিন শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ১৯৮৫ সালের ১৯ ডিসেম্বর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। সে দিন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

১৯৮৫ সালের ডিসেম্বরে এক দিন শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ১৯৮৫ সালের ১৯ ডিসেম্বর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। সে দিন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

ছবি: সংগৃহীত।

১০ ১৬
১৯৬৯ সাল থেকে কলকাতায় ডিসেম্বরের তাপমাত্রার পরিসংখ্যান দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তাতে দেখা গিয়েছে, ১৯৭৯ সালে প্রথম বার ডিসেম্বরে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

১৯৬৯ সাল থেকে কলকাতায় ডিসেম্বরের তাপমাত্রার পরিসংখ্যান দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তাতে দেখা গিয়েছে, ১৯৭৯ সালে প্রথম বার ডিসেম্বরে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

ছবি: সংগৃহীত।

১১ ১৬
১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস।

১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস।

ছবি: সংগৃহীত।

১২ ১৬
১৯৭৯ সালের ৩১ ডিসেম্বরও শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেশ বেশি ছিল। সে দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

১৯৭৯ সালের ৩১ ডিসেম্বরও শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেশ বেশি ছিল। সে দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

ছবি: সংগৃহীত।

১৩ ১৬
১৯৭৯ সালের পর বিংশ শতাব্দীতে ১৯৮২, ১৯৮৫, ১৯৮৬, ১৯৯৭ সালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিসেম্বরে ১৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

১৯৭৯ সালের পর বিংশ শতাব্দীতে ১৯৮২, ১৯৮৫, ১৯৮৬, ১৯৯৭ সালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিসেম্বরে ১৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

ছবি: সংগৃহীত।

১৪ ১৬
একুশ শতকে সেই সংখ্যাটা আরও বে়ড়েছে। বিশেষজ্ঞরা এর জন্য বিশ্ব উষ্ণায়নকেই দায়ী করেন। পরিসংখ্যান বলছে, ২০০২, ২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৮, ২০০৯, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৯, ২০২০, ২০২২ সালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

একুশ শতকে সেই সংখ্যাটা আরও বে়ড়েছে। বিশেষজ্ঞরা এর জন্য বিশ্ব উষ্ণায়নকেই দায়ী করেন। পরিসংখ্যান বলছে, ২০০২, ২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৮, ২০০৯, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৯, ২০২০, ২০২২ সালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

ছবি: সংগৃহীত।

১৫ ১৬
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, ৫০ বছরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছল এই প্রথম। তবে মঙ্গলবার কলকাতা একটু অন্যরকম ‘শীত’ দেখলেও, বুধবার থেকে পরিস্থিতি বদলাবে বলে জানিয়েছেন গণেশ।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, ৫০ বছরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছল এই প্রথম। তবে মঙ্গলবার কলকাতা একটু অন্যরকম ‘শীত’ দেখলেও, বুধবার থেকে পরিস্থিতি বদলাবে বলে জানিয়েছেন গণেশ।

ছবি: সংগৃহীত।

১৬ ১৬
গণেশ বলেন, ‘‘বুধবার ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার আরও ২-৩ ডিগ্রি নামবে পারদ। এই ভাবে বর্ষশেষে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে।’’

গণেশ বলেন, ‘‘বুধবার ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার আরও ২-৩ ডিগ্রি নামবে পারদ। এই ভাবে বর্ষশেষে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে।’’

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy