২০১০ সালের ১২ জুন। আন্তর্জাতিক টি২০ ক্রিকেট খেলতে শুরু করেন তিনি। বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর, যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনির মতো তারকারা তখন ভারতীয় ক্রিকেটের এক এক জন মহারথী। সেই ভিড়ে ছোট্ট ছেলেটা কিছুটা শান্তই ছিলেন। তার পর কেটে গিয়েছে ১৪ বছর। ২০২৪ সালের ২৯ জুন। জীবনের শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেললেন সে দিনের সেই ছোট্ট ছেলেটা। এখন আর তিনি শান্ত নন, আগ্রাসী মনোভাবের জন্যই পরিচিত। তিনি বিরাট কোহলি।