ভারতীয় ক্রিকেট দল ব্রিসবেনে থাকাকালীন বিরাট কোহলির সঙ্গে ছবি তুলে প্রচারে এলেন এক মহিলা। তাঁর আসল পরিচয় কী?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১৬:০৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
২২ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে টি২০ বিশ্বকাপের মূল পর্ব। কিন্তু ভারতের ক্রিকেট দল ৭ অক্টোবর পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়ায়।
০২১৫
রবিবার ভারতীয় ক্রিকেট দল মাঠে নামবে। প্রতিপক্ষ পাকিস্তান। তার আগে অনুশীলন পর্ব চলছিল অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে। ভারতীয় ক্রিকেট দল তখন ব্রিসবেনে। বিরাট কোহলিও রয়েছেন সেখানেই।
০৩১৫
ব্রিসবেনে থাকাকালীন বিরাটের একটি ছবি সমাজমাধ্যমে ঝড় তোলে। কিন্তু এই ছবিতে তিনি একা ছিলেন না। বিরাটের সঙ্গে ছিলেন এক মহিলাও। এই ছবি প্রকাশ্যে আসায় নেটিজেনরা কৌতূহলী হয়ে পড়েন।
০৪১৫
এই মেয়েটির আসল পরিচয় কী তা জানতে সকলেই মুখিয়ে রয়েছে। মেয়েটির নাম অমীশা বসেরা (ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসারে)। বিরাট কোহলির অনুরাগী তিনি।
০৫১৫
প্রায়শই বিরাটের নানা ছবি সমাজমাধ্যমে ভাগ করে থাকেন তিনি।
০৬১৫
ভারতীয় বংশোদ্ভূত হলেও তিনি আসলে অস্ট্রেলিয়ার বাসিন্দা।
০৭১৫
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তিনি।
০৮১৫
সংবাদ সংস্থা সূত্রে খবর, অমীশার বয়স ২১ বছর।
০৯১৫
বিরাটের সঙ্গে তাঁর ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করতেই তা ছড়িয়ে পড়ে।
১০১৫
প্রাক্তন অধিনায়কের সঙ্গে শুধু দেখাই করেননি অমীশা, বিরাটের অটোগ্রাফও সংগ্রহ করেছেন তিনি।
১১১৫
এই ঘটনায় অমীশা আপ্লুত। তিনি জানিয়েছেন, বিরাটের সঙ্গে যে দিন তাঁর দেখা হয়, সে দিনটি তাঁর জীবনের সেরা দিন ছিল। তিনি এত খুশি কোনও দিনও হননি।
১২১৫
অমীশার মনে হচ্ছে, তিনি ‘আকাশের চাঁদ’ ছুঁয়ে ফেলেছেন। বিরাটের সঙ্গে ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘‘আমি ভাষা হারিয়ে ফেলেছি।’’
১৩১৫
ইতিমধ্যেই ইনস্টাগ্রামে সেই ছবি ২ লক্ষ ২৩ হাজার জনেরও বেশি মানুষ পছন্দ করেছেন।
১৪১৫
ছবিটি পোস্ট করার পর সমাজমাধ্যমে অমীশার অনুরাগী সংখ্যাও বেড়ে গিয়েছে।
১৫১৫
বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী সংখ্যা বেড়ে প্রায় ৬৯ হাজারে দাঁড়িয়েছে।