Video call Fraud cases are increasing, here are some cases that make you shock dgtl
Sextortion
ভিডিয়ো কলে অচেনা মানুষের সঙ্গে যৌনতা! ২.৬৯ কোটি খোয়ালেন ব্যবসায়ী, বিপদের নাম ‘সেক্সটরশন’
কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে এমন প্রতারণার খবর প্রকাশ্যে এসেছে। পুলিশের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, এই ধরনের প্রতারণা ঠেকাতে কখনই অচেনা নম্বর থেকে করা ভিডিয়ো কল ধরবেন না।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ১৩:১২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২২
অচেনা নম্বর থেকে আচমকা ভিডিয়ো কল। ফোন ‘রিসিভ’ করতেই ও পারে বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে তরুণী। কিংবা টিভি বা ল্যাপটপে পর্ন ভিডিয়ো চালিয়ে যৌন উত্তেজক মুহূর্ত তৈরির চেষ্টা। এ হেন যৌন আবেদনে সাড়া দিয়ে অনেক পুরুষই বিবস্ত্র অবস্থায় ওই অচেনা তরুণীর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যৌনতায় মত্ত হচ্ছেন। কিন্তু এই মাদকতার আড়ালে রয়েছে ভয়ঙ্কর বিপদ। ভিডিয়ো কলের পরই ওই ব্যক্তিকে ভয় দেখিয়ে টাকা হাতানো হচ্ছে। এই ছকে প্রতারণার নজির ভূরি ভূরি। অপরাধের ভাষায় যার নাম ‘সেক্সটরশন’। অর্থাৎ, যৌনতার ফাঁদে ফেলে ভয় দেখিয়ে টাকা হাতানো।
প্রতীকী ছবি।
০২২২
সম্প্রতি যৌনতার এই টোপে পা দিয়ে ২.৬৯ কোটি টাকা খুইয়েছেন গুজরাতের এক ব্যবসায়ী। প্রতারণার অভিযোগ দায়ের করেছেন পুলিশে। ঠিক কী ঘটেছে?
প্রতীকী ছবি।
০৩২২
পুলিশ সূত্রে খবর, গত বছরের ৮ অগস্ট এক অজ্ঞাতপরিচয় তরুণীর থেকে ফোন পান ওই ব্যবসায়ী। ফোনে নিজেকে মোরবীর বাসিন্দা রিয়া শর্মা পরিচয় দেন ওই তরুণী।
প্রতীকী ছবি।
০৪২২
কিছু ক্ষণের ফোনালাপেই ব্যবসায়ীকে যৌনতার জালে জড়ান ওই তরুণী। তার পর ভিডিয়ো কলে ব্যবসায়ীর সঙ্গে বিবস্ত্র অবস্থায় যৌনতায় মাতেন তিনি। ব্যবসায়ীও বিবস্ত্র অবস্থায় তরুণীর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যৌনতায় মত্ত হন। কিন্তু ভিডিয়ো কল মাঝপথে আচমকা কেটে দেন তরুণী।
প্রতীকী ছবি।
০৫২২
এর পরই বিপাকে পড়েন ওই ব্যবসায়ী। তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা চেয়ে ব্ল্যাকমেল করেন বলে অভিযোগ উঠেছে ওই তরুণীর বিরুদ্ধে। টাকা না দিলে ওই ভিডিয়ো ফাঁস করে দেওয়া হবে বলে ভয় দেখানো হয়।
প্রতীকী ছবি।
০৬২২
এতেই শেষ নয়। এর পর দিল্লি পুলিশের ইন্সপেক্টর পরিচয় দিয়ে গুড্ডু শর্মা নামে এক ব্যক্তি ওই ব্যবসায়ীকে ফোনে ভয় দেখিয়ে ৩ লক্ষ টাকা চান। গত ১৪ অগস্ট দিল্লি পুলিশের সাইবার সেলের কর্মী পরিচয় দিয়ে আরও এক ব্যক্তি ওই ব্যবসায়ীর কাছ থেকে ৮০.৯৭ লক্ষ টাকা চান। ওই ব্যক্তি দাবি করেন, যে তরুণীর সঙ্গে ব্যবসায়ী ভিডিয়ো কল করেছিলেন, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।
প্রতীকী ছবি।
০৭২২
এর পর ভুয়ো সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে আরও এক ব্যক্তি ব্যবসায়ীকে ভয় দেখিয়ে ৮.৫ লক্ষ টাকা চান। গত বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত ভয়ে এ ভাবে একের পর এক ব্যক্তিকে টাকা দেন ওই ব্যবসায়ী।
প্রতীকী ছবি।
০৮২২
গত ১০ জানুয়ারি শেষে সাইবার ক্রাইম ব্রাঞ্চে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
প্রতীকী ছবি।
০৯২২
গুজরাতের ব্যবসায়ীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অবশ্য নতুন কিছু নয়। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে এই কৌশলে টাকা হাতাতে হাত পাকা করেছেন অপরাধীরা। অপরাধের এই ধরন নিয়ে মাথাব্যথা পুলিশ প্রশাসনের।
প্রতীকী ছবি।
১০২২
এ দেশে এখনও পর্যন্ত ‘সেক্সটরশন’-এর যে ঘটনা শোরগোল ফেলে দিয়েছে, তা হল ওড়িশার ‘সিরিয়াল ব্ল্যাকমেলার’ অর্চনা নাগের প্রতারণার ঘটনা। বেছে বেছে প্রভাবশালীদের সঙ্গে ভাব জমাতেন অর্চনা। তার পর তাঁদের যৌনতার জালে জড়িয়ে ভয় দেখে লক্ষ লক্ষ টাকা হাতাতেন।
প্রতীকী ছবি।
১১২২
এই ঘটনায় নাম জড়িয়েছে অর্চনার স্বামী জগবন্ধু চাঁদেরও। অর্চনার ফাঁদে পা দিয়ে ঠকেছেন ওড়িশার রাজনীতিকরাও। যে ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে ওড়িশায়। সম্প্রতি এই ঘটনায় চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
প্রতীকী ছবি।
১২২২
অর্চনা সমাজমাধ্যমে বিত্তশালীদের সঙ্গে ভাব জমাতেন। তার পর তাঁদের বাড়িতে ডেকে যৌনতার জালে জড়াতেন। সেই মুহূর্ত ভিডিয়ো করা হত। যা দেখিয়েই ওই বিত্তশালীদের থেকে টাকা হাতানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
প্রতীকী ছবি।
১৩২২
গুজরাতের ব্যবসায়ীর মতোই ঠকেছিলেন দিল্লির এক বাসিন্দা। দক্ষিণ দিল্লির বাসিন্দা ৬৯ বছর বয়সি এক বৃদ্ধ অভিযোগ করেছিলেন, তাঁকে হোয়াটসঅ্যাপে ফোন করেছিলেন এক অচেনা তরুণী। তার পর তাঁর সঙ্গে বন্ধুত্ব পাতান ওই তরুণী। পরে ভিডিয়ো কলে যৌন উত্তেজক মুহূর্ত তৈরির চেষ্টা করেন তরুণী। কিন্তু রাজি হননি বৃদ্ধ। এর কিছু দিন পর অন্য একটি নম্বর থেকে ফোন পান ওই বৃদ্ধ। তাঁকে বলা হয় যে, ওই তরুণীকে খুন করা হয়েছে। তরুণীর সঙ্গে তাঁর সমাজমাধ্যমে যে কথাবার্তা হয়েছে, তা ফাঁস করে দেওয়া হবে।
প্রতীকী ছবি।
১৪২২
এ ভাবে ভয় দেখিয়ে ওই বৃদ্ধের কাছ থেকে ১৬ লক্ষ টাকা হাতান প্রতারকরা। এর পর পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, এর আগে ওই চক্রটি আরও কয়েক জনকে ফাঁদে ফেলে টাকা হাতিয়েছেন।
প্রতীকী ছবি।
১৫২২
দেশের অন্য প্রান্তের মতো এ হেন প্রতারণার অভিযোগ উঠেছে কলকাতাতেও। ভিডিয়ো কল করে অশালীন ছবি দেখিয়ে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল কলকাতার ফুলবাগান থানায়। এক ব্যক্তি অভিযোগ করেছিলেন যে, অচেনা নম্বর থেকে তাঁকে ভিডিয়ো কল করা হয়েছিল। প্রথমে ফোন ধরেননি তিনি। কিন্তু বার বার ফোন করায় ফোন ধরার পর দেখেন এক ব্যক্তি অশ্লীল ছবি দেখাচ্ছেন। কয়েক সেকেন্ড পরেই অভিযোগকারী ফোনটি কেটে দেন।
প্রতীকী ছবি।
১৬২২
অভিযোগ, এর কিছু ক্ষণ পরে অন্য একটি নম্বর থেকে সেই ভিডিয়ো কলের স্ক্রিনশট পাঠিয়ে অভিযোগকারীর সঙ্গে ব্ল্যাকমেল করা হয়। সম্মানহানির ভয়ে অভিযোগকারী কয়েক হাজার টাকাও দেন। কিন্তু বার বার ভয় দেখিয়ে আরও টাকার দাবি করায় শেষে পুলিশের দ্বারস্থ হন তিনি।
প্রতীকী ছবি।
১৭২২
নারকেলডাঙা থানায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাতেও এই প্রতারণার আঁচ পায় পুলিশ। ওই যুবকের বোন অভিযোগ করেন যে, তাঁর দাদাকে ভিডিয়ো কল করা হয়েছিল। সেই কলে এক তরুণী অশ্লীল অঙ্গভঙ্গি করেন। যা দেখে তরুণীর দাদা ফোন কেটে দেন। এর পর ফাঁসানোর হুমকি দিয়ে যুবকের কাছ থেকে টাকা চাওয়া হয়। তার জেরেই যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমে রাজস্থানের ভরতপুর থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
প্রতীকী ছবি।
১৮২২
কলকাতার পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্য জেলাতেও এই প্রতারণার অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই প্রতারণার খপ্পরে পড়েছিলেন পূর্ব বর্ধমানের কালনার এক যুবক। তিনিও একই কায়দায় প্রতারিত হয়েছিলেন।
প্রতীকী ছবি।
১৯২২
ওই যুবক অভিযোগ করেছিলেন, অচেনা নম্বর থেকে ভিডিয়ো কল করা হয় তাঁকে। ফোন ধরতেই দেখন বিবস্ত্র অবস্থায় রয়েছেন এক মহিলা। ফোনটি তিনি কেটে দেন। এর পরই মোটা অঙ্কের টাকা চাওয়া হয় তাঁর কাছ থেকে। লোকলজ্জার ভয়ে কয়েক হাজার টাকা দেন ওই যুবক।
প্রতীকী ছবি।
২০২২
বর্তমান সময়ে ভার্চুয়ালি মাধ্যমে অনেকটাই বেশি সময় কাটান আজকের প্রজন্ম। তবে সমাজমাধ্যমে বন্ধুত্ব পাতানোর সময় সতর্ক হওয়া জরুরি বলেই মনে করছে পুলিশ। ভাল করে যাচাই না করে অচেনা কারও সঙ্গে মেলামেশা করা যে কতটা বিপজ্জনক, তা উপরের ঘটনাগুলি থেকেই আঁচ পাওয়া যায়।
প্রতীকী ছবি।
২১২২
‘সেক্সটরশন’ নিয়ে সতর্ক করেছে কলকাতা পুলিশও। সম্প্রতি লালবাজারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের প্রতারণা ঠেকাতে সকলকে সতর্ক হতে হবে। কোনও অচেনা নম্বর বা ব্যক্তির কাছ থেকে ভিডিয়ো কল এলে তা ধরবেন না। এমন পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতীকী ছবি।
২২২২
এই ধরনের ঘটনা ঘটে থাকলে, তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। ভয় না পেয়ে প্রথমেই পুলিশকে জানানো শ্রেয় বলেই মনে করছেন তাঁরা। অতএব, অচেনা মানুষের সঙ্গে ভিডিয়ো কল হইতে সাবধান!