অন্য দিকে, পাকিস্তান খেলবে ফাইনালে। ১৯৯২ সালে এক দিনের বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। এই দুই বিশ্ব মহারণের মধ্যে ক্রিকেটপ্রেমীরা খুঁজে পেলেন সাত সাতটি মিল। ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে অমিলও অনেক। এ বার পাক অধিনায়ক বাবর আজ়মের বয়স সে বারের অধিনায়ক ইমরান খানের মতো ৩৯ বছর নয়। ইমরান নিজের কেরিয়ারের শেষে এসে চেয়েছিলেন একটা বিশ্বকাপ। আর ২৮ বছরের ঝকঝকে ওপেনার বাবর সমালোচিত হয়ে আসছেন তাঁর অধিনায়কত্বের জন্য। জয় পেলে এটা হবে সমালোচকদের উদ্দেশে তাঁর যোগ্য উত্তর।