গত দু’মাস বাংলাদেশের রাজপথ ছাত্রদের দখলে। রাস্তায় রাস্তায় মিছিল, আন্দোলন। পদ্মাপারের দেশ থেকে সমস্বরে ভেসে আসছিল ‘ধনধান্য পুষ্পে ভরা’। তবে সোমবার দুপুরের পর থেকেই চিত্র বদলে যায় বাংলাদেশের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনার পদত্যাগের অব্যবহিত পরেই হাসিনার সরকারি বাসভবনে শুরু হয় লুটতরাজ। রাজহাঁস থেকে ছাগল, লুটের তালিকায় কিছুই বাদ রাখেননি তাঁরা।