তুষারপাতে প্রায় সব কিছুই ঝাপসা। তা-ও সঙ্গীদের পিছু পিছু সঙ্কীর্ণ পথে এগিয়ে চলেছেন মার্তা য়ুজকিভ। সকলের হাতেই অস্ত্র। নিজেদের মধ্যে কথা বলছেন ফিসফিসিয়ে অথবা ইশারায়। আচমকা পিছন থেকে রাশিয়ান সেনাদের আক্রমণ। নিমেষে নিহত মার্তার চার সঙ্গী। মুহূর্তের মধ্যে একই অবস্থা হল মার্তারও। ইউক্রেনের এ দৃশ্য অবশ্য আসল নয়। রাজধানী কিভের বাইরে একটি পরিত্যক্ত কারখানায় এ ভাবেই দীর্ঘ দিন চলেছে গেরিলাযুদ্ধের মহড়া।
বৃহস্পতিবার ভোরে (স্থানীয় সময় ৬টা নাগাদ) রাশিয়ার আক্রমণের বহু আগে থেকেই গেরিলাযুদ্ধের মহড়া সেরে নিয়েছেন ইউক্রেনের স্বেচ্ছাসেবকেরা। চিকিৎসক, ট্যাক্সিচালক, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের পেশাদার, স্কুলশিক্ষক থেকে সাধারণ বধূ— রাশিয়ার সেনাদের হাত থেকে দেশকে বাঁচাতে গেরিলাবাহিনীতে নাম লিখিয়েছেন প্রায় সমস্ত ক্ষেত্রের মানুষ। তাঁদের প্রশিক্ষণের দায়িত্বে ইউক্রেন সেনাবাহিনীর অভিজ্ঞ যোদ্ধারা।