Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Russia-Ukraine Crisis

Ukraine Russia Conflict: রুশ হামলায় ধ্বংস কিভের ইভানকিভ সংগ্রহালয়! কাঠের বাক্সে মূর্তি লুকোচ্ছে লুভিভ

বিপন্ন ইউক্রেনের অমূল্য শিল্প নির্দশন। রাশিয়ার ধ্বংসলীলার মাঝে এক দল ইউক্রেনীয় প্রাণপণ চেষ্টা করছেন দেশের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২২ ১০:২৫
Share: Save:
০১ ২১
রাশিয়ার হামলায় তছনছ হয়ে গিয়েছে ইউক্রেনের হাজার হাজার বাসিন্দার জীবন। শুধুমাত্র ইউক্রেনীয়রাই নন, বিপন্ন সেখানকার অমূল্য শিল্প নির্দশনও।

রাশিয়ার হামলায় তছনছ হয়ে গিয়েছে ইউক্রেনের হাজার হাজার বাসিন্দার জীবন। শুধুমাত্র ইউক্রেনীয়রাই নন, বিপন্ন সেখানকার অমূল্য শিল্প নির্দশনও।

০২ ২১
দেশের অসংখ্যা বাসিন্দা, তাদের সম্পত্তির মতোই ধ্বংস হয়ে যেতে পারে ইউক্রেনের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ স্থল। এমনই আশঙ্কা করছেন ইউক্রেনীয়রা। সে কারণেই রাশিয়ার ধ্বংসলীলার মাঝেই এক দল ইউক্রেনীয় প্রাণপণ চেষ্টা শুরু করেছেন দেশের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে।

দেশের অসংখ্যা বাসিন্দা, তাদের সম্পত্তির মতোই ধ্বংস হয়ে যেতে পারে ইউক্রেনের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ স্থল। এমনই আশঙ্কা করছেন ইউক্রেনীয়রা। সে কারণেই রাশিয়ার ধ্বংসলীলার মাঝেই এক দল ইউক্রেনীয় প্রাণপণ চেষ্টা শুরু করেছেন দেশের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে।

০৩ ২১
ইউনেস্কোর দাবি, পুতিনবাহিনীর আক্রমণের সপ্তাহখানেকের মধ্যেই ঘর হারিয়েছেন লক্ষাধিক ইউক্রেনীয়। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরুর দ্বিতীয় সপ্তাহেই দেশছাড়া সেখানকার এক লক্ষ ৬০ হাজার নাগরিক।

ইউনেস্কোর দাবি, পুতিনবাহিনীর আক্রমণের সপ্তাহখানেকের মধ্যেই ঘর হারিয়েছেন লক্ষাধিক ইউক্রেনীয়। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরুর দ্বিতীয় সপ্তাহেই দেশছাড়া সেখানকার এক লক্ষ ৬০ হাজার নাগরিক।

০৪ ২১
রাষ্ট্রপুঞ্জের শরণার্থী এজেন্সি (ইউএনএইচসিআর) মনে করছে, শরণার্থাদের সংখ্যাটি একলাফে ৪০ লক্ষে পৌঁছে যেতে পারে। অন্য দিকে ইউরোপীয় ইউনিয়নের দাবি, তা ৭০ লক্ষও হতে পারে।

রাষ্ট্রপুঞ্জের শরণার্থী এজেন্সি (ইউএনএইচসিআর) মনে করছে, শরণার্থাদের সংখ্যাটি একলাফে ৪০ লক্ষে পৌঁছে যেতে পারে। অন্য দিকে ইউরোপীয় ইউনিয়নের দাবি, তা ৭০ লক্ষও হতে পারে।

০৫ ২১
রাশিয়ান বায়ুসেনার হানায় ধ্বংসের মুখে ইউক্রেনের বহু শহর। তবে সেই ধ্বংসের মাঝেই দেশের শিল্প নিদর্শন বাঁচাতে দিনরাত এক করে দিচ্ছেন লুভিভ শহরের বাসিন্দারা।

রাশিয়ান বায়ুসেনার হানায় ধ্বংসের মুখে ইউক্রেনের বহু শহর। তবে সেই ধ্বংসের মাঝেই দেশের শিল্প নিদর্শন বাঁচাতে দিনরাত এক করে দিচ্ছেন লুভিভ শহরের বাসিন্দারা।

০৬ ২১
ইউক্রেনের সাংস্কৃতিক শহর বলে পরিচিত লুভিভ শহর জুড়েই ছড়িয়ে রয়েছে বারোক যুগের অজস্র শিল্পকৃতি। রয়েছে লোকশিল্পীদের কাজের নিদর্শন-সহ বহু ঐতিহাসিক সৌধ।

ইউক্রেনের সাংস্কৃতিক শহর বলে পরিচিত লুভিভ শহর জুড়েই ছড়িয়ে রয়েছে বারোক যুগের অজস্র শিল্পকৃতি। রয়েছে লোকশিল্পীদের কাজের নিদর্শন-সহ বহু ঐতিহাসিক সৌধ।

০৭ ২১
রাশিয়ার হামলা থেকে সে সব বাঁচাতে সামান্য পুঁজি নিয়েই ময়দানে নেমে পড়েছেন লুভিভের বাসিন্দারা। নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে সে সব ছবি।

রাশিয়ার হামলা থেকে সে সব বাঁচাতে সামান্য পুঁজি নিয়েই ময়দানে নেমে পড়েছেন লুভিভের বাসিন্দারা। নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে সে সব ছবি।

০৮ ২১
নেটমাধ্যমে দেখা গিয়েছে, বৃহস্পতিবার লুভিভ শহরের সেন্ট্রাল মার্কেট স্কোয়ারে সিঁড়ি নিয়ে নেমে পড়েছেন এক দল ইউক্রেনীয়। শহরের মাঝেই রয়েছে রোমান দেবতা নেপচুন এবং গ্রিক দেবী অ্যামফিট্রাইটির মূর্তি। কারুকাজ করা সেই মূর্তিগুলি প্লাস্টিকের মোটা পরতে মুড়ে ফেলেছেন শহরের বাসিন্দারা। তাতে জড়িয়ে ফেলেছেন সেলোটেপও।

নেটমাধ্যমে দেখা গিয়েছে, বৃহস্পতিবার লুভিভ শহরের সেন্ট্রাল মার্কেট স্কোয়ারে সিঁড়ি নিয়ে নেমে পড়েছেন এক দল ইউক্রেনীয়। শহরের মাঝেই রয়েছে রোমান দেবতা নেপচুন এবং গ্রিক দেবী অ্যামফিট্রাইটির মূর্তি। কারুকাজ করা সেই মূর্তিগুলি প্লাস্টিকের মোটা পরতে মুড়ে ফেলেছেন শহরের বাসিন্দারা। তাতে জড়িয়ে ফেলেছেন সেলোটেপও।

০৯ ২১
লুভিভের ওই প্রান্তের কাছেই রয়েছে গ্রিক পুরাকথায় বর্ণিত অ্যাডোনিস এবং রোমান দেবী ডায়নার মূর্তিও। রয়েছে কারুকাজে ভরা একাধিক কৃত্রিম ঝরণা।

লুভিভের ওই প্রান্তের কাছেই রয়েছে গ্রিক পুরাকথায় বর্ণিত অ্যাডোনিস এবং রোমান দেবী ডায়নার মূর্তিও। রয়েছে কারুকাজে ভরা একাধিক কৃত্রিম ঝরণা।

১০ ২১
প্রায় দু’শো বছর আগেকার চুনাপাথরের সেই মূর্তিগুলি রয়েছে এক মানুষ সমান উঁচু বেদীর উপরে। সিঁড়ি দিয়ে মূর্তিগুলির কাছে গিয়ে তাতে ঢাকনা দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন শহরের বাসিন্দারা। যাতে রাশিয়ান হামলা থেকে কোনও ভাবে ওই মূর্তিগুলিকে রক্ষা করা যায়।

প্রায় দু’শো বছর আগেকার চুনাপাথরের সেই মূর্তিগুলি রয়েছে এক মানুষ সমান উঁচু বেদীর উপরে। সিঁড়ি দিয়ে মূর্তিগুলির কাছে গিয়ে তাতে ঢাকনা দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন শহরের বাসিন্দারা। যাতে রাশিয়ান হামলা থেকে কোনও ভাবে ওই মূর্তিগুলিকে রক্ষা করা যায়।

১১ ২১
রাশিয়ার হামলার জেরে শহরের ঐতিহ্য ধ্বংস হয়ে যেতে পারে বলে চিন্তায় লুভিভ ফাউন্ডেশন ফর দ্য প্রিজার্ভেশন অব আর্কিটেকচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল মনুমেন্টস।

রাশিয়ার হামলার জেরে শহরের ঐতিহ্য ধ্বংস হয়ে যেতে পারে বলে চিন্তায় লুভিভ ফাউন্ডেশন ফর দ্য প্রিজার্ভেশন অব আর্কিটেকচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল মনুমেন্টস।

১২ ২১
ওই স্বেচ্ছাসেবী সংগঠন জানিয়েছে, শিল্পরসিকদের পাশাপাশি আমজনতাও আশঙ্কায় রয়েছেন। তাই হাতের কাছে যা পাচ্ছেন, তা-ই দিয়েই শহরের ঐতিহ্যরক্ষার কাজে লেগে পড়েছেন সাধারণ বাসিন্দারা।

ওই স্বেচ্ছাসেবী সংগঠন জানিয়েছে, শিল্পরসিকদের পাশাপাশি আমজনতাও আশঙ্কায় রয়েছেন। তাই হাতের কাছে যা পাচ্ছেন, তা-ই দিয়েই শহরের ঐতিহ্যরক্ষার কাজে লেগে পড়েছেন সাধারণ বাসিন্দারা।

১৩ ২১
লুভিভের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগের ছবিও ফেসবুকে শেয়ার করেছে ওই স্বেচ্ছাসেবী সংগঠনটি। তাতে দেখা গিয়েছে, সতেরোশো শতকের একটি গির্জার জানলার কাচে ধাতব পাত বসাচ্ছেন লুভিভের বাসিন্দারা।

লুভিভের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগের ছবিও ফেসবুকে শেয়ার করেছে ওই স্বেচ্ছাসেবী সংগঠনটি। তাতে দেখা গিয়েছে, সতেরোশো শতকের একটি গির্জার জানলার কাচে ধাতব পাত বসাচ্ছেন লুভিভের বাসিন্দারা।

১৪ ২১
আগুন নেভানোর উঁচু সিঁড়িতে চড়েছেন অনেকে। এর পর গির্জার জানলাগুলিতে একের পর এক অর্ধচন্দ্রাকৃতি ধাতব পাত এঁটে দিচ্ছেন তাঁরা।

আগুন নেভানোর উঁচু সিঁড়িতে চড়েছেন অনেকে। এর পর গির্জার জানলাগুলিতে একের পর এক অর্ধচন্দ্রাকৃতি ধাতব পাত এঁটে দিচ্ছেন তাঁরা।

১৫ ২১
লুভিভের সেন্ট অ্যান্টনি চার্চের সামনেই রয়েছে অপরূপ একটি মূর্তি। তা ঢাকতে কাঠের বাক্সের ফ্রেম তৈরি করেছেন স্থানীয়েরা। কাঠের মূর্তির চারপাশে ওই ফ্রেম বসিয়ে তা কাঠের টুকরো দিয়ে আপাদমস্তক ঘিরে ফেলা হয়েছে।

লুভিভের সেন্ট অ্যান্টনি চার্চের সামনেই রয়েছে অপরূপ একটি মূর্তি। তা ঢাকতে কাঠের বাক্সের ফ্রেম তৈরি করেছেন স্থানীয়েরা। কাঠের মূর্তির চারপাশে ওই ফ্রেম বসিয়ে তা কাঠের টুকরো দিয়ে আপাদমস্তক ঘিরে ফেলা হয়েছে।

১৬ ২১
রাজধানী শহর কিভ বা খারকিভ-সহ ইউক্রেনের একাধিক শহরে হামলা চালিয়েছে রাশিয়ার বায়ুসেনা। তবে আশ্চর্যজনক ভাবে পশ্চিম ইউক্রেনের সবচেয়ে বড় শহর লুভিভে কোনও হামলা হয়নি। তা সত্ত্বেও আশঙ্কায় রয়েছেন শহরের বাসিন্দারা। সম্ভাব্য আক্রমণের আগেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন তাঁরা।

রাজধানী শহর কিভ বা খারকিভ-সহ ইউক্রেনের একাধিক শহরে হামলা চালিয়েছে রাশিয়ার বায়ুসেনা। তবে আশ্চর্যজনক ভাবে পশ্চিম ইউক্রেনের সবচেয়ে বড় শহর লুভিভে কোনও হামলা হয়নি। তা সত্ত্বেও আশঙ্কায় রয়েছেন শহরের বাসিন্দারা। সম্ভাব্য আক্রমণের আগেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন তাঁরা।

১৭ ২১
লুভিভ ছাড়াও গোটা ইউক্রেন জুড়েই ছড়িয়ে রয়েছে বারোক যুগের শিল্প নিদর্শন। সঙ্গে রয়েছে বিখ্যাত লোকশিল্পীদের শিল্পকর্ম। দেশের অসংখ্য জাদুঘরে ঠাঁই নিয়েছে ইউক্রেনীয় এবং রাশিয়ান শিল্পীদেরও সংগ্রহ।

লুভিভ ছাড়াও গোটা ইউক্রেন জুড়েই ছড়িয়ে রয়েছে বারোক যুগের শিল্প নিদর্শন। সঙ্গে রয়েছে বিখ্যাত লোকশিল্পীদের শিল্পকর্ম। দেশের অসংখ্য জাদুঘরে ঠাঁই নিয়েছে ইউক্রেনীয় এবং রাশিয়ান শিল্পীদেরও সংগ্রহ।

১৮ ২১
ধ্রুপদী এবং বাইজান্টাইন যুগের শিল্পীদের পাশাপাশি রয়েছে  জিওভানি বেলিনি, ফ্রানসিসকো গোয়া এবং জাক-লুই দাভিদের মতো খ্যাতনামা শিল্পীদের পেন্টিং। শুধুমাত্র কিভের জাদুঘরেই ইউক্রেনের স্বাধীনতা-পূর্ব সময়কার চার হাজার শিল্পকৃতি রয়েছে।

ধ্রুপদী এবং বাইজান্টাইন যুগের শিল্পীদের পাশাপাশি রয়েছে জিওভানি বেলিনি, ফ্রানসিসকো গোয়া এবং জাক-লুই দাভিদের মতো খ্যাতনামা শিল্পীদের পেন্টিং। শুধুমাত্র কিভের জাদুঘরেই ইউক্রেনের স্বাধীনতা-পূর্ব সময়কার চার হাজার শিল্পকৃতি রয়েছে।

১৯ ২১
ইউক্রেনের শিল্প নির্দশনগুলির মধ্যে এখনও পর্যন্ত কী কী ধ্বংস হয়ে গিয়েছে? সে দেশের বিদেশ মন্ত্রকের দাবি, ২৮ ফেব্রুয়ারি রাশিরার হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে কিভের ইভানকিভ সংগ্রহালয়। তাতে ইউক্রেনের খ্যাতনামা শিল্পী মারিয়া প্রাইমাচেঙ্কোর ওই ২৫টি পেন্টিং নষ্ট হয়ে গিয়েছে।

ইউক্রেনের শিল্প নির্দশনগুলির মধ্যে এখনও পর্যন্ত কী কী ধ্বংস হয়ে গিয়েছে? সে দেশের বিদেশ মন্ত্রকের দাবি, ২৮ ফেব্রুয়ারি রাশিরার হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে কিভের ইভানকিভ সংগ্রহালয়। তাতে ইউক্রেনের খ্যাতনামা শিল্পী মারিয়া প্রাইমাচেঙ্কোর ওই ২৫টি পেন্টিং নষ্ট হয়ে গিয়েছে।

২০ ২১
ইউক্রেনীয় শিল্পের ঐতিহ্যকে বাঁচাতে দেশের জনগণের কাছে আবেদন করেছে ইন্টারন্যাশলান কাউন্সিল এবং মিউজিয়ামস। একটি বিবৃতিতে নাগরিক সমাজের কাছে তাদের আবেদন, ‘নিজেদের ঘরবাড়ি বা সম্পত্তির মতোই স্থানীয় মিউজিয়ামগুলিকে রক্ষা করতে এগিয়ে আসুন।’

ইউক্রেনীয় শিল্পের ঐতিহ্যকে বাঁচাতে দেশের জনগণের কাছে আবেদন করেছে ইন্টারন্যাশলান কাউন্সিল এবং মিউজিয়ামস। একটি বিবৃতিতে নাগরিক সমাজের কাছে তাদের আবেদন, ‘নিজেদের ঘরবাড়ি বা সম্পত্তির মতোই স্থানীয় মিউজিয়ামগুলিকে রক্ষা করতে এগিয়ে আসুন।’

২১ ২১
রাশিয়ার আক্রমণের জেরে ইউক্রেনের ঐতিহ্যবাহী স্থলগুলি ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা ইউনেস্কোর। ইউক্রেনের ঐতিহ্যরক্ষায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের পাশাপাশি ১৯৫৪ সালের হেগ সম্মেলনে গৃহীত সাংস্কৃতিক সম্পত্তি বাঁচানোরও আবেদন করেছে তারা।

রাশিয়ার আক্রমণের জেরে ইউক্রেনের ঐতিহ্যবাহী স্থলগুলি ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা ইউনেস্কোর। ইউক্রেনের ঐতিহ্যরক্ষায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের পাশাপাশি ১৯৫৪ সালের হেগ সম্মেলনে গৃহীত সাংস্কৃতিক সম্পত্তি বাঁচানোরও আবেদন করেছে তারা।

ছবি: রয়টার্স, এএফপি, পিটিআই এবং সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy