নিজের বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন রূপান্তরকামী সম্প্রদায়ের সদস্য তথা সমাজকর্মী একতা জোশী। দিল্লির জিটিবি এনক্লেভ এলাকায় ওই হামলায় খুন হন তিনি। অভিযোগ, বিরুদ্ধ গোষ্ঠীর লোকজনই তাঁকে সরাতে ৫৫ লক্ষ টাকার সুপারি দিয়েছিলেন ওই বন্দুকবাজদের। ঘটনার সাত মাস পর পুলিশের পাতা ফাঁদে ধরা পড়েছিলেন দুই অভিযুক্ত।