Track 61 abandoned subway station beneath hotel to secretly transport American presidents dgtl
Manhattan
Abandoned subway station: আসতেন আমেরিকার প্রেসিডেন্টরা, হোটেলের নীচের এই কুঠুরিতে নাকি চলত ‘গোপন বৈঠক’
নিউ ইয়র্কের ম্যানহাটন শহরে ওয়ালডর্ফ-অ্যাস্টোরিয়া হোটেলের নীচে ছিল সাবওয়ে স্টেশন। এই হোটেলের নীচে রয়েছে গোপন কুঠুরি, যাকে ঘিরে রয়েছে রহস্য।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ১৩:১৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
১৯১০ সাল। নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের বুকে তৈরি হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল। এই রেল টার্মিনালের কাজ চলাকালীন উত্তর-পূর্ব দিকে একটি সাবওয়ে স্টেশন তৈরি করা হয়।
০২১৫
তবে, যাত্রিবাহী ট্রেন চলাচলের জন্য এই স্টেশন ব্যবহৃত হয়নি। বরং, টার্মিনালের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখতে অথবা অব্যবহৃত রেলের কোচগুলি এই কুঠুরিতে রাখা হত।
০৩১৫
পরবর্তীতে, এই কুঠুরির উপর তৈরি করা হয় ম্যানহাটনের বিখ্যাত ওয়ালডর্ফ-অ্যাস্টোরিয়া হোটেল। তখন অবশ্য কুঠুরিটি অব্যবহৃত অবস্থাতেই ছিল।
০৪১৫
কুঠুরির ভিতরে দু’টি প্ল্যাটফর্ম ছিল। ৬১ ও ৬৩ নং ট্র্যাক একই প্ল্যাটফর্মের দু’পাশে এবং ৫৩ ও ৫৪ নং ট্র্যাক অন্য প্ল্যাটফর্মের দু’পাশে ছিল।
০৫১৫
তবে, এই কুঠুরি নিয়ে বিতর্কের শেষ ছিল না। এই ট্র্যাকগুলি দিয়ে বাইরে ছাই নিয়ে যাওয়া হত। আবার আমেরিকার প্রেসিডেন্টরাও এই কুঠুরির সঙ্গে জড়িত ছিলেন বলে শোনা যায়।
০৬১৫
বিভিন্ন সময়ে প্রেসিডেন্টরা এই কুঠুরি নিজের প্রয়োজনে ব্যবহার করতেন বলে শোনা যায়। সাধারণত, ৬১ নং ট্র্যাকে একটি ছোট রেলকার তাঁদের ব্যবহারের জন্যই রাখা ছিল।
০৭১৫
শুধু সেখানকার রাষ্ট্রপতিরাই নন, আমেরিকার সেনাবাহিনীর জেনারেল জন জে পারশিং ১৯৩৮ সালে এই কুঠুরিতে গিয়েছিলেন বলে জানা যায়।
০৮১৫
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকার ৩২তম রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্টও এই কুঠুরিটি ব্যবহার করেছিলেন।
০৯১৫
তা ছাড়াও আমেরিকার সেনাবাহিনীর নেতা ডগলাস ম্যাকআর্থার ১৯৫১ সালে এক বার এই কুঠুরির ভিতরে গিয়েছিলেন বলেও অনেকে দাবি করেন।
১০১৫
১৯৪৬ সালে আমেরিকার একটি লোকোমোটিভ সংস্থা এই কুঠুরিতেই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সেই উপলক্ষে সাধারণ জনগণকেও আমন্ত্রণ জানানো হয়।
১১১৫
তবে, আমেরিকার রাষ্ট্রপতিরা কেন এই কুঠুরির ভিতর যেতেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, কুঠুরির ভিতরে বেশির ভাগ জায়গাই নোংরা, দেওয়ালে কালি মাখা।
১২১৫
ওই পরিস্থিতিতে কেনই বা রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মীরা কুঠুরির ভিতরে যেতেন! তবে কি কোনও ‘গোপন বৈঠক’ চলত সেখানে?
১৩১৫
অনেকের মতে, এই কুঠুরির মধ্যে দিয়ে হোটেলে প্রবেশ করার কোনও গোপন দরজা রয়েছে এবং এ বিষয়ে দেশের নাগরিকরা অবগত নন। তা হলে কি তাঁরা হোটেলের ভিতরে যাওয়ার জন্য এই কুঠুরি ব্যবহার করতেন?
১৪১৫
কিন্তু হোটেলের প্রবেশদ্বার থাকা সত্ত্বেও এই গোপন কুঠুরির ভিতর দিয়ে যাওয়ার কারণটাই বা কী? লোকচক্ষুর আড়ালে থেকে কী এমন বিশেষ কাজ করতেন তাঁরা?
১৫১৫
কুঠুরিকে ঘিরে প্রশ্ন অনেক, তবে প্রমাণ হিসাবে কোনও নথিপত্র না থাকায় এই সত্য উদ্ঘাটন এখনও সম্ভব হয়নি। ফলে, এই রহস্য রয়ে গিয়েছে কুঠুরির অন্ধকারেই।