Bollywood Industry: হাল ফিরবে বলিউডের? বিধ্বস্ত বক্স অফিস তাকিয়ে বর্ষশেষের এই ১০টি ছবির দিকে
পর পর ছবি ফ্লপ হওয়ায় বলিউডের বক্স অফিসের অবস্থা শোচনীয়। এই বছরে কী কী ছবি মুক্তি পাবে যা হাল ফেরাতে পারে বক্স অফিসের?
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ১৩:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
‘লাল সিংহ চড্ডা’, ‘রক্ষা বন্ধন’— বলিউডের দুই সুপারস্টার আমির খান ও অক্ষয় কুমার অভিনীত ছবি অগস্ট মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। কিন্তু বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয় এই দুই ছবি।
০২১৩
বছর শেষ হতে আর মাত্র চার মাস। বলিউডে নতুন ছবি নিয়ে আসছেন অক্ষয় কুমার, রণবীর কপূর, রণবীর সিংহ, আয়ুষ্মান খুরানা, বরুণ ধাওয়ান-সহ বলিউডের নামকরা অভিনেতারা।
০৩১৩
অভিনেত্রীদের তালিকাও কিছু কম নয়। আলিয়া ভট্ট, অনন্যা পাণ্ডে, রাধিকা আপ্তে, তমান্না ভাটিয়া, নুসরত ভারুচা, জ্যাকলিন ফার্নান্ডেজ, তব্বু-সহ আরও অনেকে নিয়ে আসছেন তাঁদের নতুন ছবি।
০৪১৩
‘লাইগার’— বৃহস্পতিবারই মুক্তি পেল ছবিটি। পুরী জগন্নাধের পরিচালনায় এই ছবিটিতে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা, অনন্যা পাণ্ডে। হিন্দি ও তেলুগু ভাষায় ছবিটি মুক্তি পাবে।
০৫১৩
‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’— অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। রণবীর কপূর ও আলিয়া ভট্টকে একসঙ্গে এই প্রথমবার বড়পর্দায় দেখা যাবে। এ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং মৌনি রায়। ৯ সেপ্টেম্বর এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
০৬১৩
‘বিক্রম ভেদা’— বিজয় সেতুপতি এবং আর মাধবন অভিনীত একই নামের দক্ষিণী ছবির হিন্দি রূপান্তর এই ছবি। হৃতিক রোশন এবং সইফ আলি খানকে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে। থাকবেন রাধিকা আপ্তেও। পুষ্কর ও গায়ত্রী পরিচালিত এই ছবিটি ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে।
০৭১৩
‘তেজাস’— সর্বেশ মেওয়ারা পরিচালিত ‘তেজাস’ ছবিটি ৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনা রানাউতকে।
০৮১৩
‘রাম সেতু’— ২৫ অক্টোবর অভিষেক শর্মার পরিচালনায় মুক্তি পেতে চলেছে ‘রাম সেতু’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। রয়েছেন নুসরত ভারুচা এবং জ্যাকলিন ফার্নান্ডেজ।
০৯১৩
‘ফোন ভূত’— গুরমীত সিংহের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ফোন ভূত’ ছবিটি। ৪ নভেম্বর এই ছবিটি মুক্তি পাবে। ক্যাটরিনা কইফ, ইশান খট্টর, সিদ্ধান্ত চতুর্বেদী এবং জ্যাকি শ্রফকে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে।
১০১৩
‘ভেড়িয়াঁ’— ২৫ নভেম্বর কমেডি-হরর ঘরানার ছবি ‘ভেড়িয়াঁ’ মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। পরিচালনায় রয়েছেন অমর কৌশিক। এই ছবিতে বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যচরিত্রে অভিনয় করবেন।
১১১৩
‘অ্যান অ্যাকশন হিরো’— অ্যাকশন-ড্রামা ঘরানার ছবির মাধ্যমে আবার দর্শকদের মন জিততে আসছেন আয়ুষ্মান খুরানা। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাবে জয়দীপ অহলাওয়াতকেও। ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অ্যান অ্যাকশন হিরো’ ছবিটি। পরিচালনায় থাকছেন অনিরুদ্ধ আইয়ার।
১২১৩
‘সার্কাস’— বড়দিনের ছুটিতে পরিচালক রোহিত শেট্টি দর্শকদের উপহার দিচ্ছেন ‘সার্কাস’ ছবিটি। রণবীর সিংহ, জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়ে, জনি লিভার, সঞ্জয় মিশ্র-সহ এরও অনেককে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে। ২৩ ডিসেম্বর এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
১৩১৩
‘কভি ঈদ কভি দিওয়ালি’— ৩০ ডিসেম্বর, বছরের শেষে চমক নিয়ে আসবেন বলিউডের ‘ভাইজান’। ফারহাদ সমঝির পরিচালনায় মুক্তি পেতে চলেছে ‘কভি ঈদ কভি দিওয়ালি’। কৃতি শ্যানন, পূজা হেগড়ে এবং শেহনাজ গিলকেও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে।