Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Partha Chaterjee

Partha Chatterjee: সম্পত্তির নথি, সাঙ্কেতিক নোট, হেফাজতে ‘দাদাগিরি’! ইডি জবানিতে শনি থেকে সোমের পার্থকাহিনি

পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারি। অর্পিতার ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার। কোন দিকে ঘটনাপ্রবাহ?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৫:৩১
Share: Save:
০১ ২১
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (অধুনা শিল্পমন্ত্রী) তথা শাসকদল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারি। তার আগে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ২২ কোটি টাকা-সহ বিপুল অর্থ-গয়না। এর মধ্যে কেটে গিয়েছে দু’দিনের বেশি। এই দু’দিনের ঘটনাপ্রবাহে কী কী জানা গেল?

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (অধুনা শিল্পমন্ত্রী) তথা শাসকদল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারি। তার আগে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ২২ কোটি টাকা-সহ বিপুল অর্থ-গয়না। এর মধ্যে কেটে গিয়েছে দু’দিনের বেশি। এই দু’দিনের ঘটনাপ্রবাহে কী কী জানা গেল?

০২ ২১
শুক্রবার সকাল সাড়ে ৭টা। নিজের নাকতলার বাড়িতে তখন ঘুমিয়ে পার্থ। তত ক্ষণে তাঁর বাড়ির দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আধিকারিকেরা। পার্থকে কার্যত ঘুম থেকে ডেকে তুলে শুরু করেছিল জিজ্ঞাসাবাদ। সঙ্গে চলছিল তাঁর বাড়ির তল্লাশিও।

শুক্রবার সকাল সাড়ে ৭টা। নিজের নাকতলার বাড়িতে তখন ঘুমিয়ে পার্থ। তত ক্ষণে তাঁর বাড়ির দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আধিকারিকেরা। পার্থকে কার্যত ঘুম থেকে ডেকে তুলে শুরু করেছিল জিজ্ঞাসাবাদ। সঙ্গে চলছিল তাঁর বাড়ির তল্লাশিও।

০৩ ২১
পার্থর বাড়ির পাশাপাশি সে সময় অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, চন্দন মণ্ডল ওরফে রঞ্জন-সহ মোট ১৪ জায়গায় পৌঁছে গিয়েছিল ইডি।

পার্থর বাড়ির পাশাপাশি সে সময় অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, চন্দন মণ্ডল ওরফে রঞ্জন-সহ মোট ১৪ জায়গায় পৌঁছে গিয়েছিল ইডি।

০৪ ২১
ইডির মোট ৭৫ জন আধিকারিকের একটি দল শুক্রবার সকাল থেকে তল্লাশি অভিযানে নেমেছিল। সেই অভিযানের অঙ্গ হিসাবেই দলটি পৌঁছেছিল পার্থর জামাইয়ের মামা কৃষ্ণচন্দ্র অধিকারীর বাড়িও। পশ্চিম মেদিনীপুরের পিংলায় খিরিন্দা গ্রামের মধ্যপাড়ায় পুরোহিত থেকে ‘উদ্যোগপতি’ হয়ে ওঠা কৃষ্ণচন্দ্রের বাড়িতে চলেছিল ১১ ঘণ্টার টানা তল্লাশি।

ইডির মোট ৭৫ জন আধিকারিকের একটি দল শুক্রবার সকাল থেকে তল্লাশি অভিযানে নেমেছিল। সেই অভিযানের অঙ্গ হিসাবেই দলটি পৌঁছেছিল পার্থর জামাইয়ের মামা কৃষ্ণচন্দ্র অধিকারীর বাড়িও। পশ্চিম মেদিনীপুরের পিংলায় খিরিন্দা গ্রামের মধ্যপাড়ায় পুরোহিত থেকে ‘উদ্যোগপতি’ হয়ে ওঠা কৃষ্ণচন্দ্রের বাড়িতে চলেছিল ১১ ঘণ্টার টানা তল্লাশি।

০৫ ২১
পার্থ বা তাঁর আত্মীয় ছাড়াও এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার-সহ তিন প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সমরজিৎ আচার্য, প্রাথমিকের সচিব রত্না চক্রবর্তী বাগচী, শিক্ষা দফতরের প্রাক্তন অধিকর্তা একে সরকার এবং চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি।

পার্থ বা তাঁর আত্মীয় ছাড়াও এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার-সহ তিন প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সমরজিৎ আচার্য, প্রাথমিকের সচিব রত্না চক্রবর্তী বাগচী, শিক্ষা দফতরের প্রাক্তন অধিকর্তা একে সরকার এবং চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি।

০৬ ২১
এসএসসি এবং টেট মামলায় দুর্নীতির অভিযোগের তদন্ত করতেই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে ইডি সূত্রের দাবি। এই মামলায় কখনও যাঁদের নাম উঠে এসেছে, মূলত তাঁদের বাড়িতেই হানা দেওয়া হয়েছে বলেও দাবি করেছে ওই সূত্র। আয়ের সঙ্গে সম্পত্তির সামঞ্জস্য রয়েছে কি না, সে সব খতিয়ে দেখার জন্যই এই অভিযান বলেও ইডি সূত্রে দাবি।

এসএসসি এবং টেট মামলায় দুর্নীতির অভিযোগের তদন্ত করতেই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে ইডি সূত্রের দাবি। এই মামলায় কখনও যাঁদের নাম উঠে এসেছে, মূলত তাঁদের বাড়িতেই হানা দেওয়া হয়েছে বলেও দাবি করেছে ওই সূত্র। আয়ের সঙ্গে সম্পত্তির সামঞ্জস্য রয়েছে কি না, সে সব খতিয়ে দেখার জন্যই এই অভিযান বলেও ইডি সূত্রে দাবি।

০৭ ২১
শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’তে সিবিআইয়ের তদন্তের পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছিল ইডি। সূত্রের দাবি, সে সময় থেকে নাকি পার্থ ও তাঁর ঘনিষ্ঠদের উপর নজরদারি শুরু করেছিল ওই কেন্দ্রীয় সংস্থাটি।

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’তে সিবিআইয়ের তদন্তের পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছিল ইডি। সূত্রের দাবি, সে সময় থেকে নাকি পার্থ ও তাঁর ঘনিষ্ঠদের উপর নজরদারি শুরু করেছিল ওই কেন্দ্রীয় সংস্থাটি।

০৮ ২১
ইডির দাবি, দুর্নীতি মামলায় প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে পার্থর নাম রয়েছে। এমনকি, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সময় শিক্ষাসচিব মণীশ জৈনের দাবি ছিল, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থর নির্দেশেই সমস্ত শিক্ষক নিয়োগ করা হয়েছিল।

ইডির দাবি, দুর্নীতি মামলায় প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে পার্থর নাম রয়েছে। এমনকি, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সময় শিক্ষাসচিব মণীশ জৈনের দাবি ছিল, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থর নির্দেশেই সমস্ত শিক্ষক নিয়োগ করা হয়েছিল।

০৯ ২১
শুক্রবার সকালে পার্থর বাড়িতে ঢোকার পর তল্লাশির পাশাপাশি তাঁকে একটানা জিজ্ঞাসাবাদও করে ইডি। শনিবার গভীর রাত পেরিয়ে গেলেও পার্থর বাড়ি থেকে বার হননি তাঁরা।

শুক্রবার সকালে পার্থর বাড়িতে ঢোকার পর তল্লাশির পাশাপাশি তাঁকে একটানা জিজ্ঞাসাবাদও করে ইডি। শনিবার গভীর রাত পেরিয়ে গেলেও পার্থর বাড়ি থেকে বার হননি তাঁরা।

১০ ২১
সূত্রের দাবি, তল্লাশির সময় বেশ কয়েকটি কাগজে লেখা একটি নামে চোখ আটকে গিয়েছিল ইডি আধিকারিকদের। ইডি সূত্রে দাবি, সাদা কাগজে অর্পিতার নামের পাশে লেখা ছিল ‘ওয়ান-সিআর’। অন্য আর একটি কাগজে আবার লেখা তারিখ-সহ ‘ফোর-সিআর’।

সূত্রের দাবি, তল্লাশির সময় বেশ কয়েকটি কাগজে লেখা একটি নামে চোখ আটকে গিয়েছিল ইডি আধিকারিকদের। ইডি সূত্রে দাবি, সাদা কাগজে অর্পিতার নামের পাশে লেখা ছিল ‘ওয়ান-সিআর’। অন্য আর একটি কাগজে আবার লেখা তারিখ-সহ ‘ফোর-সিআর’।

১১ ২১
ইডির সূত্র দাবি করে, অর্পিতার ছবিও পাওয়া গিয়েছে পার্থর বাড়ি থেকে। তাতে লেখা ছিল, ‘অর্পিতা ডায়মন্ড পার্ক’। এর পর অর্পিতাকে খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হয়নি ইডির। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথ আবাসনের বাসিন্দা অর্পিতা মডেল তথা অভিনেত্রী। প্রসেনজিতের সঙ্গে অভিনয় করতেও দেখা গিয়েছে তাঁকে। তবে টলিপাড়ায় সে ভাবে নিজের পরিচিতি তৈরি করতে পারেননি অর্পিতা।

ইডির সূত্র দাবি করে, অর্পিতার ছবিও পাওয়া গিয়েছে পার্থর বাড়ি থেকে। তাতে লেখা ছিল, ‘অর্পিতা ডায়মন্ড পার্ক’। এর পর অর্পিতাকে খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হয়নি ইডির। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথ আবাসনের বাসিন্দা অর্পিতা মডেল তথা অভিনেত্রী। প্রসেনজিতের সঙ্গে অভিনয় করতেও দেখা গিয়েছে তাঁকে। তবে টলিপাড়ায় সে ভাবে নিজের পরিচিতি তৈরি করতে পারেননি অর্পিতা।

১২ ২১
এ হেন অর্পিতাকে দেখা গিয়েছে নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপুজোর মডেল হিসাবে। যে পুজোর সঙ্গে পার্থর নাম ওতপ্রোত ভাবে জড়িত। খোদ পার্থর পাশে দাঁড়িয়ে অর্পিতার ছবি ভেসে উঠেছে আবারও।

এ হেন অর্পিতাকে দেখা গিয়েছে নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপুজোর মডেল হিসাবে। যে পুজোর সঙ্গে পার্থর নাম ওতপ্রোত ভাবে জড়িত। খোদ পার্থর পাশে দাঁড়িয়ে অর্পিতার ছবি ভেসে উঠেছে আবারও।

১৩ ২১
পার্থর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার নাকি বহু ছবিই মিলেছে পার্থর বাড়ি থেকে। ইডি সূত্রের দাবি, অর্পিতার সে সব ছবি দেখে পার্থ দাবি করেছেন, ‘‘(অর্পিতা) আমার দলীয় সহকর্মী। কাছাকাছি থাকেন।’’ যদিও এক তদন্তকারীর দাবি, ‘কোটি টাকার খেলা’ চলছে।

পার্থর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার নাকি বহু ছবিই মিলেছে পার্থর বাড়ি থেকে। ইডি সূত্রের দাবি, অর্পিতার সে সব ছবি দেখে পার্থ দাবি করেছেন, ‘‘(অর্পিতা) আমার দলীয় সহকর্মী। কাছাকাছি থাকেন।’’ যদিও এক তদন্তকারীর দাবি, ‘কোটি টাকার খেলা’ চলছে।

১৪ ২১
ইডির অভিযানে পার্থর বাড়িতে চমক থাকলে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ‘সম্পদে’র বিবরণে কার্যত তাজ্জব হতে হয়েছে আমজনতাকে। বাড়ির শোওয়ার ঘরের দু’টি বস্তায় ভরা ছিল ২০০০ এবং ৫০০ টাকার থরে থরে নোট। খামবন্দি নোটগুলি গুনতে শেষে নোট গোনার যন্ত্র এবং দক্ষ ব্যাঙ্ককর্মীর সাহায্যের প্রয়োজন পড়ে।

ইডির অভিযানে পার্থর বাড়িতে চমক থাকলে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ‘সম্পদে’র বিবরণে কার্যত তাজ্জব হতে হয়েছে আমজনতাকে। বাড়ির শোওয়ার ঘরের দু’টি বস্তায় ভরা ছিল ২০০০ এবং ৫০০ টাকার থরে থরে নোট। খামবন্দি নোটগুলি গুনতে শেষে নোট গোনার যন্ত্র এবং দক্ষ ব্যাঙ্ককর্মীর সাহায্যের প্রয়োজন পড়ে।

১৫ ২১
সব মিলিয়ে ২১ কোটি ৯০ লক্ষ টাকা পাওয়া যায় অর্পিতার বাড়িতে। মেলে ৭৬ লক্ষ টাকা মূল্যের গয়না এবং ১ লক্ষ ডলারের নোট। সঙ্গে বহু মোবাইল এবং অংসখ্য নথিপত্র।  অর্পিতার বাড়িই যে নিয়োগ ‘দুর্নীতির কেন্দ্রস্থল’, তেমন দাবি ইডি সূত্রের।

সব মিলিয়ে ২১ কোটি ৯০ লক্ষ টাকা পাওয়া যায় অর্পিতার বাড়িতে। মেলে ৭৬ লক্ষ টাকা মূল্যের গয়না এবং ১ লক্ষ ডলারের নোট। সঙ্গে বহু মোবাইল এবং অংসখ্য নথিপত্র। অর্পিতার বাড়িই যে নিয়োগ ‘দুর্নীতির কেন্দ্রস্থল’, তেমন দাবি ইডি সূত্রের।

১৬ ২১
অর্পিতার বাড়িতে পাওয়া টাকার পাহাড়ের ধাক্কা লেগেছে পার্থের গায়ে। শনিবার গভীর রাতের তাঁকে গ্রেফতার করে ইডি। ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতাও আপাতত তাদের হেফাজতে।

অর্পিতার বাড়িতে পাওয়া টাকার পাহাড়ের ধাক্কা লেগেছে পার্থের গায়ে। শনিবার গভীর রাতের তাঁকে গ্রেফতার করে ইডি। ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতাও আপাতত তাদের হেফাজতে।

১৭ ২১
এই জোড়া গ্রেফতারির পরে বিরোধীরা সরব হলেও দলের মহাসচিব এবং মন্ত্রিত্বে পার্থকেই রেখেছে তৃণমূল। যদিও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন খোদ পার্থ। অন্য দিকে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, আদালতের বিচারে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেবে দল।

এই জোড়া গ্রেফতারির পরে বিরোধীরা সরব হলেও দলের মহাসচিব এবং মন্ত্রিত্বে পার্থকেই রেখেছে তৃণমূল। যদিও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন খোদ পার্থ। অন্য দিকে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, আদালতের বিচারে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেবে দল।

১৮ ২১
গ্রেফতার হওয়ার সময়ে পার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন জানতে পেরে বিষয়টিকে ‘অবাঞ্ছিত’ এবং ‘অপ্রয়োজনীয়’ বলে জানিয়ে দেন অসন্তুষ্ট দলীয় নেতৃত্ব।

গ্রেফতার হওয়ার সময়ে পার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন জানতে পেরে বিষয়টিকে ‘অবাঞ্ছিত’ এবং ‘অপ্রয়োজনীয়’ বলে জানিয়ে দেন অসন্তুষ্ট দলীয় নেতৃত্ব।

১৯ ২১
গোটা ঘটনায় ইডির দাবি, বিপুল পরিমাণ টাকা ঘুষের বদলে চাকরি দেওয়া হয়েছে। ওই বিপুল অর্থ বিনিয়োগ করে সম্পত্তি কেনা হয়েছে। ‘‘পেঁয়াজের খোসা ছাড়ালেই যে নতুন তথ্য পাওয়া যাবে’’, তা-ও মনে করছেন ইডির আইনজীবী।

গোটা ঘটনায় ইডির দাবি, বিপুল পরিমাণ টাকা ঘুষের বদলে চাকরি দেওয়া হয়েছে। ওই বিপুল অর্থ বিনিয়োগ করে সম্পত্তি কেনা হয়েছে। ‘‘পেঁয়াজের খোসা ছাড়ালেই যে নতুন তথ্য পাওয়া যাবে’’, তা-ও মনে করছেন ইডির আইনজীবী।

২০ ২১
গ্রেফতারির পর নিয়মমাফিক পার্থর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। অসুস্থ বোধ করায় এসএসকেএম এবং তার পর হুইলচেয়ারে বসিয়ে তাঁকে নিয়ে ভুবনেশ্বরের এমসে উড়ে গিয়েছে বিমান। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত সেখানে এক দফা শারীরিক পরীক্ষা চলছে পার্থর। ইডি হেফাজতে থাকাকালীন পার্থর আচরণ ‘ডনের মতো’, সে অভিযোগও উঠেছে। অন্য দিকে, জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার হয়েছে অর্পিতার।

গ্রেফতারির পর নিয়মমাফিক পার্থর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। অসুস্থ বোধ করায় এসএসকেএম এবং তার পর হুইলচেয়ারে বসিয়ে তাঁকে নিয়ে ভুবনেশ্বরের এমসে উড়ে গিয়েছে বিমান। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত সেখানে এক দফা শারীরিক পরীক্ষা চলছে পার্থর। ইডি হেফাজতে থাকাকালীন পার্থর আচরণ ‘ডনের মতো’, সে অভিযোগও উঠেছে। অন্য দিকে, জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার হয়েছে অর্পিতার।

২১ ২১
এরই মধ্যে রবিবার আদালতের নির্দেশের কিছু অংশ মুছে দেওয়ার অনুরোধ করেন পার্থ চট্টোপাধ্যায়। এ ব্যাপারে কলকাতা হাই কোর্টে আবেদন করেন তিনি। যার শুনানি শুরু হয়েছে বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে।  এর পর ঘটনাপ্রবাহ কোন দিকে মোড় নেয়, তা-ই আপাতত নজরে।

এরই মধ্যে রবিবার আদালতের নির্দেশের কিছু অংশ মুছে দেওয়ার অনুরোধ করেন পার্থ চট্টোপাধ্যায়। এ ব্যাপারে কলকাতা হাই কোর্টে আবেদন করেন তিনি। যার শুনানি শুরু হয়েছে বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে। এর পর ঘটনাপ্রবাহ কোন দিকে মোড় নেয়, তা-ই আপাতত নজরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy