Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Jyotipriya Mallick

তিন বাড়িতে ইডির তল্লাশি, মুখ্যমন্ত্রীর ক্ষোভ, রাতে গ্রেফতার, দেড় দিনে বালুকে নিয়ে যা হল

২০ ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর বনমন্ত্রীকে রাত ২টো ৪০ নাগাদ গ্রেফতার করা হয়। সকালে সল্টলেকের বাড়ি থেকে সিজিও-দফতরে নিয়ে যায় ইডি। গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ১৬:৪৯
Share: Save:
০১ ২৩
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা। দ্বাদশীর সকালে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। সল্টলেকের বিসি ব্লকে পাশাপাশি দু’টি বাড়ি (বিসি ২৪৪ এবং বিসি ২৪৫) আছে মন্ত্রীর। সেই দুই বাড়িতেই একযোগে তল্লাশি চালায় ইডি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা। দ্বাদশীর সকালে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। সল্টলেকের বিসি ব্লকে পাশাপাশি দু’টি বাড়ি (বিসি ২৪৪ এবং বিসি ২৪৫) আছে মন্ত্রীর। সেই দুই বাড়িতেই একযোগে তল্লাশি চালায় ইডি।

ছবি: সংগৃহীত।

০২ ২৩
রেশন ‘দুর্নীতি’ মামলায় গ্রেফতার হয়েছেন বাকিবুর রহমান। ইডি সূত্রে খবর, বাকিবুরের গ্রেফতারির পরেই নাম উঠে এসেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়ের। আর সেই সূত্র ধরেই এই তল্লাশি অভিযান।

রেশন ‘দুর্নীতি’ মামলায় গ্রেফতার হয়েছেন বাকিবুর রহমান। ইডি সূত্রে খবর, বাকিবুরের গ্রেফতারির পরেই নাম উঠে এসেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়ের। আর সেই সূত্র ধরেই এই তল্লাশি অভিযান।

ছবি: সংগৃহীত।

০৩ ২৩
জ্যোতিপ্রিয়ের বাড়ির পাশাপাশি ওই সময়েই মন্ত্রীর আপ্তসহায়ক অমিত দে-র নাগেরবাজারের দু’টি ফ্ল্যাটেও পৌঁছে যায় ইডি। একটি ফ্ল্যাট রয়েছে ভগবতী পার্ক এলাকায় এবং দ্বিতীয় ফ্ল্যাটটি রয়েছে স্বামী বিবেকানন্দ রোডে।

জ্যোতিপ্রিয়ের বাড়ির পাশাপাশি ওই সময়েই মন্ত্রীর আপ্তসহায়ক অমিত দে-র নাগেরবাজারের দু’টি ফ্ল্যাটেও পৌঁছে যায় ইডি। একটি ফ্ল্যাট রয়েছে ভগবতী পার্ক এলাকায় এবং দ্বিতীয় ফ্ল্যাটটি রয়েছে স্বামী বিবেকানন্দ রোডে।

ছবি: সংগৃহীত।

০৪ ২৩
সূত্রের খবর, দু’টি ফ্ল্যাটেই পালা করে থাকেন অমিত। তবে দু’টি ফ্ল্যাটই তালাবন্ধ অবস্থায় ছিল। অমিতকে বাড়িতে না পেয়ে তাঁর সন্ধান শুরু করেন ইডির আধিকারিকেরা। বিকেলে অবশ্য সপরিবারে বাড়ি ফিরে আসেন অমিত। তাঁর সঙ্গে ছিলেন তাঁর প্রবীণা মা, স্ত্রী, এবং সন্তান।

সূত্রের খবর, দু’টি ফ্ল্যাটেই পালা করে থাকেন অমিত। তবে দু’টি ফ্ল্যাটই তালাবন্ধ অবস্থায় ছিল। অমিতকে বাড়িতে না পেয়ে তাঁর সন্ধান শুরু করেন ইডির আধিকারিকেরা। বিকেলে অবশ্য সপরিবারে বাড়ি ফিরে আসেন অমিত। তাঁর সঙ্গে ছিলেন তাঁর প্রবীণা মা, স্ত্রী, এবং সন্তান।

ছবি: সংগৃহীত।

০৫ ২৩
বেলা গড়ালে দেখা যায়, ইডির একটি দল পৌঁছেছে বেলেঘাটায় মন্ত্রীর আপ্তসহায়ক অমিতের বন্ধু রনির বাড়িতেও। তবে এখানেই থেমে থাকেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান।

বেলা গড়ালে দেখা যায়, ইডির একটি দল পৌঁছেছে বেলেঘাটায় মন্ত্রীর আপ্তসহায়ক অমিতের বন্ধু রনির বাড়িতেও। তবে এখানেই থেমে থাকেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান।

ছবি: সংগৃহীত।

০৬ ২৩
বৃহস্পতিবার বেলার দিকে বেনিয়াটোলায় জ্যোতিপ্রিয়ের পৈতৃক বাড়িতেও পৌঁছে যান ইডির আধিকারিকেরা। বেনিয়াটোলা লেনের এই বাড়িতে অবশ্য মন্ত্রী এখন থাকেন না। তাঁর আত্মীয়েরা থাকেন। ইডির আধিকারিকদের দল সেই বাড়িতে ঢুকে তল্লাশি চালাতে শুরু করে।

বৃহস্পতিবার বেলার দিকে বেনিয়াটোলায় জ্যোতিপ্রিয়ের পৈতৃক বাড়িতেও পৌঁছে যান ইডির আধিকারিকেরা। বেনিয়াটোলা লেনের এই বাড়িতে অবশ্য মন্ত্রী এখন থাকেন না। তাঁর আত্মীয়েরা থাকেন। ইডির আধিকারিকদের দল সেই বাড়িতে ঢুকে তল্লাশি চালাতে শুরু করে।

ছবি: সংগৃহীত।

০৭ ২৩
এর মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যখন জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন, তখন ‘বিজয়া করতে’ বেলা ১টা নাগাদ সেখানে পৌঁছে যান বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত, ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিংহ রায় এবং ৩৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রঞ্জন পোদ্দার।

এর মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যখন জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন, তখন ‘বিজয়া করতে’ বেলা ১টা নাগাদ সেখানে পৌঁছে যান বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত, ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিংহ রায় এবং ৩৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রঞ্জন পোদ্দার।

ছবি: সংগৃহীত।

০৮ ২৩
যদিও তাঁরা বাড়ির ভিতরে ঢুকতে পারেননি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাধা পেয়ে তুলসীর অভিযোগ, “আমাদের ঐতিহ্য মেনেই গুরুজনের সঙ্গে বিজয়া করতে এসেছিলাম। কিন্তু এরা আমাদের বাঙালি সংস্কৃতিতে আঘাত হানছে।”

যদিও তাঁরা বাড়ির ভিতরে ঢুকতে পারেননি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাধা পেয়ে তুলসীর অভিযোগ, “আমাদের ঐতিহ্য মেনেই গুরুজনের সঙ্গে বিজয়া করতে এসেছিলাম। কিন্তু এরা আমাদের বাঙালি সংস্কৃতিতে আঘাত হানছে।”

ছবি: সংগৃহীত।

০৯ ২৩
জ্যোতিপ্রিয়ের বাড়িতে ঢুকতে না পেয়ে মূল ফটকের সামনেই দাঁড়িয়ে থাকেন সব্যসাচী এবং অন্য দুই কাউন্সিলর। তাঁদের আসার কারণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বুঝিয়ে বলেনও সব্যসাচীরা। যদিও ভিতরে ঢোকার অনুমতি মেলেনি। তার পরই নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাদানুবাদ শুরু হয় দুই কাউন্সিলরের। বাঙালির ঐতিহ্য মেনে বিজয়ার শুভেচ্ছা জানাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

জ্যোতিপ্রিয়ের বাড়িতে ঢুকতে না পেয়ে মূল ফটকের সামনেই দাঁড়িয়ে থাকেন সব্যসাচী এবং অন্য দুই কাউন্সিলর। তাঁদের আসার কারণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বুঝিয়ে বলেনও সব্যসাচীরা। যদিও ভিতরে ঢোকার অনুমতি মেলেনি। তার পরই নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাদানুবাদ শুরু হয় দুই কাউন্সিলরের। বাঙালির ঐতিহ্য মেনে বিজয়ার শুভেচ্ছা জানাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

ছবি: সংগৃহীত।

১০ ২৩
বিকেলে আবার জ্যোতিপ্রিয়ের বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে যান বিধাননগরের ডেপুটি মেয়র অনিতা মণ্ডল এবং তৃণমূল কাউন্সিলর মিনু দাস চক্রবর্তী। তাঁদেরও বাড়ির ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়।

বিকেলে আবার জ্যোতিপ্রিয়ের বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে যান বিধাননগরের ডেপুটি মেয়র অনিতা মণ্ডল এবং তৃণমূল কাউন্সিলর মিনু দাস চক্রবর্তী। তাঁদেরও বাড়ির ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়।

ছবি: সংগৃহীত।

১১ ২৩
এর মধ্যেই মন্ত্রীর বাড়িতে এই তল্লাশি অভিযান নিয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমি শুনেছি, বাড়ি বাড়ি গিয়ে ইডির গোয়েন্দারা তল্লাশির নামে চিনির কৌটো উল্টে দেয়। ঘিয়ের শিশি উল্টে দেয়। বাড়ির মেয়েদের কত রকম পোশাক-আশাক থাকে, তাদের ক’টা শাড়ি আছে, তারও তল্লাশি নেয়। এই সব আমরা সহ্য করব না। বালু (জ্যোতিপ্রিয় মল্লিকের ডাকনাম) সুগারের রোগী। ওর যদি কিছু হয়, তা হলে আমি বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করব।’’

এর মধ্যেই মন্ত্রীর বাড়িতে এই তল্লাশি অভিযান নিয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমি শুনেছি, বাড়ি বাড়ি গিয়ে ইডির গোয়েন্দারা তল্লাশির নামে চিনির কৌটো উল্টে দেয়। ঘিয়ের শিশি উল্টে দেয়। বাড়ির মেয়েদের কত রকম পোশাক-আশাক থাকে, তাদের ক’টা শাড়ি আছে, তারও তল্লাশি নেয়। এই সব আমরা সহ্য করব না। বালু (জ্যোতিপ্রিয় মল্লিকের ডাকনাম) সুগারের রোগী। ওর যদি কিছু হয়, তা হলে আমি বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করব।’’

ছবি: সংগৃহীত।

১২ ২৩
বৃহস্পতিবার সন্ধ্যার পর জ্যোতিপ্রিয়ের বাড়ির বাইরে মানুষের আনাগোনা বাড়ে। বহু মানুষের ভিড় জমতে শুরু করে। তাঁদের সরাতে থানায় যোগাযোগ করেন ইডি আধিকারিকেরা। থানা থেকে পুলিশকর্মীরা এসে জ্যোতিপ্রিয়ের বাড়ির ভিতরে ঢুকে কথা বলেন ইডি আধিকারিকদের সঙ্গে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর জ্যোতিপ্রিয়ের বাড়ির বাইরে মানুষের আনাগোনা বাড়ে। বহু মানুষের ভিড় জমতে শুরু করে। তাঁদের সরাতে থানায় যোগাযোগ করেন ইডি আধিকারিকেরা। থানা থেকে পুলিশকর্মীরা এসে জ্যোতিপ্রিয়ের বাড়ির ভিতরে ঢুকে কথা বলেন ইডি আধিকারিকদের সঙ্গে।

ছবি: সংগৃহীত।

১৩ ২৩
এর পর জ্যোতিপ্রিয়ের বাড়ির বাইরে ব্যারিকেড বসানো হয়। ভিড় সরাতে ব্যবস্থা নেয় স্থানীয় থানা। এক তলার দরজা দিয়ে এক বার মুখ বার করতে দেখা যায় জ্যোতিপ্রিয়কে। দেখে বিধ্বস্ত মনে হয় তাঁকে। যদিও ইডির একটি সূত্র জানায়, তিনি ঠিক আছেন।

এর পর জ্যোতিপ্রিয়ের বাড়ির বাইরে ব্যারিকেড বসানো হয়। ভিড় সরাতে ব্যবস্থা নেয় স্থানীয় থানা। এক তলার দরজা দিয়ে এক বার মুখ বার করতে দেখা যায় জ্যোতিপ্রিয়কে। দেখে বিধ্বস্ত মনে হয় তাঁকে। যদিও ইডির একটি সূত্র জানায়, তিনি ঠিক আছেন।

ছবি: সংগৃহীত।

১৪ ২৩
 এর পর ২০ ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর বনমন্ত্রীকে রাত ৩টে নাগাদ তাঁর সল্টলেকের বাড়ি থেকে সিজিও-দফতরে নিয়ে যায় ইডি। গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র মিলেছে। রেশন বণ্টনে দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রী গ্রেফতার হয়েছেন।

এর পর ২০ ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর বনমন্ত্রীকে রাত ৩টে নাগাদ তাঁর সল্টলেকের বাড়ি থেকে সিজিও-দফতরে নিয়ে যায় ইডি। গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র মিলেছে। রেশন বণ্টনে দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রী গ্রেফতার হয়েছেন।

ছবি: সংগৃহীত।

১৫ ২৩
সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় বলেন, “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। শুধু এটুকুই বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে। তারা আমাকে শিকার করলেন।” এর পর রাতভর ইডি দফতরেই ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।

সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় বলেন, “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। শুধু এটুকুই বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে। তারা আমাকে শিকার করলেন।” এর পর রাতভর ইডি দফতরেই ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।

ছবি: সংগৃহীত।

১৬ ২৩
শুক্রবার সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য জ্যোতিপ্রিয়কে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতায় ইডির দফতর সিজিও কমপ্লেক্স থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ জ্যোতিপ্রিয়কে নিয়ে জোকার উদ্দেশে রওনা দেন ইডি আধিকারিকরা। সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় বালু (জ্যোতিপ্রিয়ের ডাকনাম) আবারও বললেন, চক্রান্তের কথা। মন্ত্রী জানান, তিনি চক্রান্তের শিকার। যে চক্রান্তের নেপথ্যে বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিজিও কমপ্লেক্স থেকে জোকা যাওয়ার সময় জ্যোতিপ্রিয় বলেন, ‘‘আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। বিজেপি এবং শুভেন্দু অধিকারী চক্রান্তে জড়িত।’’

শুক্রবার সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য জ্যোতিপ্রিয়কে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতায় ইডির দফতর সিজিও কমপ্লেক্স থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ জ্যোতিপ্রিয়কে নিয়ে জোকার উদ্দেশে রওনা দেন ইডি আধিকারিকরা। সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় বালু (জ্যোতিপ্রিয়ের ডাকনাম) আবারও বললেন, চক্রান্তের কথা। মন্ত্রী জানান, তিনি চক্রান্তের শিকার। যে চক্রান্তের নেপথ্যে বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিজিও কমপ্লেক্স থেকে জোকা যাওয়ার সময় জ্যোতিপ্রিয় বলেন, ‘‘আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। বিজেপি এবং শুভেন্দু অধিকারী চক্রান্তে জড়িত।’’

ছবি: সংগৃহীত।

১৭ ২৩
শুক্রবার জ্যোতিপ্রিয়কে আদালতে হাজির করবে ইডি। আদালতে ইডি তাঁকে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানাবে। হেফাজতে নেওয়ার পর প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বাকিবুরকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে।

শুক্রবার জ্যোতিপ্রিয়কে আদালতে হাজির করবে ইডি। আদালতে ইডি তাঁকে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানাবে। হেফাজতে নেওয়ার পর প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বাকিবুরকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে।

ছবি: সংগৃহীত।

১৮ ২৩
রেশন বণ্টনে দুর্নীতি মামলায় বাকিবুর আগেই গ্রেফতার হয়েছেন। ইডির দাবি, বাকিবুর মন্ত্রী জ্যোতিপ্রিয়ের ‘ঘনিষ্ঠ’। রেশন ‘দুর্নীতি’ মামলায় বাকিবুরের গ্রেফতারির পরেই এই মামলায় জ্যোতিপ্রিয়ের নাম উঠে এসেছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

রেশন বণ্টনে দুর্নীতি মামলায় বাকিবুর আগেই গ্রেফতার হয়েছেন। ইডির দাবি, বাকিবুর মন্ত্রী জ্যোতিপ্রিয়ের ‘ঘনিষ্ঠ’। রেশন ‘দুর্নীতি’ মামলায় বাকিবুরের গ্রেফতারির পরেই এই মামলায় জ্যোতিপ্রিয়ের নাম উঠে এসেছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

ছবি: সংগৃহীত।

১৯ ২৩
রেশন বণ্টনের সময় কী ভাবে আটা নিয়ে দুর্নীতি হয়েছে, তার একটা ধারণা মিলেছে ইডির নথি থেকে। ইডির নথিতে বলা হয়েছে, মিল মালিকেরা সরকারি অর্থ মিলিয়ে নিতেন কড়ায়-গণ্ডায়। কিন্তু তার বিনিময়ে সরবরাহকৃত রেশনের হিসাব মিলত না। প্রতি ১ কেজি আটার দামে অন্তত ২০০ গ্রাম কম আটা দিতেন আটা কলের মালিকেরা। বাংলার রেশন দুর্নীতির তদন্তে নেমে এমনই তথ্য উঠে এসেছে ইডির হাতে।

রেশন বণ্টনের সময় কী ভাবে আটা নিয়ে দুর্নীতি হয়েছে, তার একটা ধারণা মিলেছে ইডির নথি থেকে। ইডির নথিতে বলা হয়েছে, মিল মালিকেরা সরকারি অর্থ মিলিয়ে নিতেন কড়ায়-গণ্ডায়। কিন্তু তার বিনিময়ে সরবরাহকৃত রেশনের হিসাব মিলত না। প্রতি ১ কেজি আটার দামে অন্তত ২০০ গ্রাম কম আটা দিতেন আটা কলের মালিকেরা। বাংলার রেশন দুর্নীতির তদন্তে নেমে এমনই তথ্য উঠে এসেছে ইডির হাতে।

ছবি: সংগৃহীত।

২০ ২৩
ইডি সূত্রে খবর, এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে জ্যোতিপ্রিয় এবং বাকিবুরকে। পাশাপাশি, তাঁরা একে অপরকে কী ভাবে চেনেন, দু’জনের সম্পর্ক কী, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রেশন নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে কে কে জড়িত, টাকার ভাগ-বাঁটোয়ারা কী ভাবে হয়েছে— তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে।

ইডি সূত্রে খবর, এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে জ্যোতিপ্রিয় এবং বাকিবুরকে। পাশাপাশি, তাঁরা একে অপরকে কী ভাবে চেনেন, দু’জনের সম্পর্ক কী, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রেশন নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে কে কে জড়িত, টাকার ভাগ-বাঁটোয়ারা কী ভাবে হয়েছে— তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে।

ছবি: সংগৃহীত।

২১ ২৩
আপাতত বালুর গ্রেফতারিতে সরগরম রাজনীতি। ইতিমধ্যেই বনমন্ত্রীর গ্রেফতারি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লিখেছেন, ‘‘রেশন দুর্নীতির কিংপিনকে অবশেষে ধরা হল...। সত্য সামনে আসবেই।’’ জ্যোতিপ্রিয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘কান এল, এ বার আসবে মাথা।’’

আপাতত বালুর গ্রেফতারিতে সরগরম রাজনীতি। ইতিমধ্যেই বনমন্ত্রীর গ্রেফতারি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লিখেছেন, ‘‘রেশন দুর্নীতির কিংপিনকে অবশেষে ধরা হল...। সত্য সামনে আসবেই।’’ জ্যোতিপ্রিয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘কান এল, এ বার আসবে মাথা।’’

ছবি: সংগৃহীত।

২২ ২৩
তৃণমূলকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দুও। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘এর পর হয়তো মন্ত্রিসভার বৈঠক এবং বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে।’’

তৃণমূলকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দুও। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘এর পর হয়তো মন্ত্রিসভার বৈঠক এবং বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে।’’

ছবি: সংগৃহীত।

২৩ ২৩
প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, ‘‘এই গ্রেফতারি স্বাভাবিক। মুখ্যমন্ত্রী জানতেন। তাই বলেছেন, ওঁর (জ্যোতিপ্রিয়) কিছু হলে এফআইআর করব। উনি দিল্লি থেকে সব খবর পান। যদি মনে করেন অন্যায় হয়েছে, তা হলে সিজিও কমপ্লেক্স ঘেরাও করলেন না কেন? মন্ত্রিসভা এবং দলটা এমন ভাবে করা হয়েছে, যাতে লুটেরারাই প্রাধান্য পান।’’

প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, ‘‘এই গ্রেফতারি স্বাভাবিক। মুখ্যমন্ত্রী জানতেন। তাই বলেছেন, ওঁর (জ্যোতিপ্রিয়) কিছু হলে এফআইআর করব। উনি দিল্লি থেকে সব খবর পান। যদি মনে করেন অন্যায় হয়েছে, তা হলে সিজিও কমপ্লেক্স ঘেরাও করলেন না কেন? মন্ত্রিসভা এবং দলটা এমন ভাবে করা হয়েছে, যাতে লুটেরারাই প্রাধান্য পান।’’

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy