the weather department forecasts rainfall across the southern parts of west Bengal in the following days of the week dgtl
West Bengal Weather Update
গুমোট গরম থেকে হঠাৎ বৃষ্টি, ফেব্রুয়ারির শহর দেখছে ‘অন্য বসন্ত’! কী জানাচ্ছেন আবহবিদেরা?
মঙ্গলবার সন্ধ্যা থেকে আচমকা বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বড় একটি অংশ। এই দিন কয়েক পশলা শিলাবৃষ্টিও হয়েছে কয়েকটি এলাকায়।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
এক সপ্তাহের মাথায় শীত থেকে রীতিমতো গরম পেরিয়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। আবহাওয়ার খামখেয়ালিপনার সঙ্গে তাল মেলাতে গিয়ে ঘাম ছূটে যাচ্ছে সাধারণ মানুষের। তারই মধ্যে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা।
০২১৮
মঙ্গলবার সন্ধ্যা থেকে হঠাৎ বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বড় একটি অংশ। এই দিন কয়েক পশলা শিলাবৃষ্টি হয়েছে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়। আবহবিদদের মতে, বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় বহাল থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির এই ছবি।
০৩১৮
বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে অনুমান হাওয়া অফিসের।
০৪১৮
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে পশ্চিমি ঝঞ্ঝা। তার টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। এর প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়।
০৫১৮
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায়।
০৬১৮
বুধবার দক্ষিণের একাধিক জেলায় আবহাওয়া শুষ্ক থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
০৭১৮
বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এই তিন জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
০৮১৮
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে।
০৯১৮
শুক্রবার কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
১০১৮
শনিবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলা।
১১১৮
উত্তরের সমস্ত জেলায় বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১২১৮
শুক্রবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কয়েকটি এলাকা।
১৩১৮
শনিবার দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি হলেও উত্তরের অন্যান্য জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।
১৪১৮
ঝড়বৃষ্টির সময় বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ করেছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, অসময়ের এই বৃষ্টির ফলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
১৫১৮
যদিও বৃষ্টির পরেও কমছে না তাপমাত্রা। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আগামী পাঁচ দিন তাপমাত্রার কোনও রকম হেরফের হবে না।
১৬১৮
বুধবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। থাকতে পারে ভ্যাপসা গরমও।
১৭১৮
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে চার ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।
১৮১৮
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।