Advertisement
১৭ জানুয়ারি ২০২৫
Crime

ঝগড়ার পর ক্ষমা চাননি স্ত্রী, রাগে মুখে বালিশ চেপে খুন করেন যুবক! অপরাধ ঢাকতে খুন পোষ্যকেও

স্ত্রীকে খুনের পর কেঁদে ফেলেছিলেন যুবক। নিজেকে নির্দোষ প্রমাণ করতে ডাকাতির গল্প ফাঁদেন। এ জন্য খুন করেন পোষ্য কুকুরকেও।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ১১:৫৯
Share: Save:
০১ ১৭
photo of the Greece Pilot who killed his wife

স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল যুবকের। মিটমাট করার চেষ্টাও করেন তিনি। কিন্তু বরফ গলেনি। সাংসারিক অশান্তির জন্য ক্ষমাও চাননি তাঁর স্ত্রী। আর এই কারণেই রাগের মাথায় স্ত্রীর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন ওই যুবক।

ছবি সংগৃহীত।

০২ ১৭
representative photo of arrest.

ঘটনাটি গ্রিসের। ২০২১ সালে স্ত্রীকে খুনের অভিযোগ ওঠে বাবিস আনাগনস্তপৌলাস নামে এক যুবকের বিরুদ্ধে। এই অপরাধের কারণে ৩০ বছরের কারাদণ্ড হয় ওই যুবকের।

ছবি সংগৃহীত।

০৩ ১৭
photo of the Greece Pilot who killed his wife

২০২১ সালের ঘটনা। জেরা পর্বে স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন ওই যুবক। ঠিক কী ঘটেছিল?

ছবি সংগৃহীত।

০৪ ১৭
photo of the Greece Pilot who killed his wife

ব্রিটিশ তরুণী ক্যারোলিন ক্রাউচের সঙ্গে বিয়ে হয়েছিল বাবিসের। বাবিস ছিলেন পেশায় হেলিকপ্টার পাইলট।

ছবি সংগৃহীত।

০৫ ১৭
photo of the Greece Pilot's wife

একটি ইস্টারের অনুষ্ঠানে ক্যারোলিনকে প্রথম দেখেছিলেন বাবিস। প্রথম দেখাতেই দু’জনের হৃদয় ব্যাকুল হয়েছিল। সেটা ২০১৭ সালের ঘটনা।

ছবি সংগৃহীত।

০৬ ১৭
photo of the Greece Pilot who killed his wife

প্রথম দেখার সময় ক্যারোলিনের বয়স ছিল মাত্র ১৬। বাবিস তখন ২৯। কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৯ সালে তাঁদের চার হাত এক হয়।

ছবি সংগৃহীত।

০৭ ১৭
photo of the Greece Pilot who killed his wife

২০১৯ সালে পর্তুগালে বিয়ে করেন তাঁরা। ক্যারোলিনের পরিবারকে না জানিয়েই আচমকা বিয়ে সারেন তাঁরা।

ছবি সংগৃহীত।

০৮ ১৭
photo of the Greece Pilot who killed his wife

এর পর গুছিয়ে সংসার করছিলেন ওই যুগল। কিন্তু সুখের সংসারে হঠাৎই ছন্দপতন ঘটে। ক্যারোলিনের গর্ভপাত হয়। তার বছরখানেক পর তাঁদের কন্যাসন্তান লিডিয়ার জন্ম হয়।

ছবি সংগৃহীত।

০৯ ১৭
photo of the Greece Pilot's wife

এই ঘটনার পর থেকেই নাকি ক্যারোলিনের আচরণ বদলাতে থাকে। বদমেজাজি হন তিনি। আদালতে এমনটাই দাবি করেছেন বাবিস।

ছবি সংগৃহীত।

১০ ১৭
photo of the Greece Pilot who killed his wife

কন্যাসন্তানকে নিয়েই দু’জনের মধ্যে ঝামেলা বেধেছিল। যার পরিণতি হয় মারাত্মক।

ছবি সংগৃহীত।

১১ ১৭
photo of the Greece Pilot who killed his wife

বাবিস আদালতে জানান যে, ঝগড়ার পর মিটমাট করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তাঁর স্ত্রীর রাগ কমেনি। এমনকি, তাঁর স্ত্রী ক্ষমাও চাননি।

ছবি সংগৃহীত।

১২ ১৭
photo of the Greece Pilot who killed his wife

ঝগড়ার দিন লিভিং রুমেই ঘুমিয়ে পড়েছিলেন বাবিস। ভোর ৪টে নাগাদ স্ত্রীর মান ভাঙাতে বেডরুমে গিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। বাবিসের কথায়, তখনও রেগে ছিলেন তাঁর স্ত্রী।

ছবি সংগৃহীত।

১৩ ১৭
photo of the Greece Pilot who killed his wife

এই সময়ই রাগের বশে ক্যারোলিনের মুখে বালিশ চেপে ধরেন বাবিস। তার জেরে মৃত্যু হয় তাঁর।

ছবি সংগৃহীত।

১৪ ১৭
photo of the Greece Pilot who killed his wife

ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে যান বাবিস। ক্যারোলিন চোখ খুলছেন না দেখে ঘাবড়ে যান। স্ত্রীর মৃত্যু হয়েছে বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েন বাবিস। তখন অন্য ঘুরে ঘুমোচ্ছিল তাঁদের ১১ মাসের কন্যাসন্তান।

ছবি সংগৃহীত।

১৫ ১৭
photo of the Greece Pilot who killed his wife

স্ত্রীকে খুনের দায়ে জেল খাটতে হবে— এই ভয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেন বাবিস। নিজেকে বাঁচাতে ডাকাতির গল্প ফাঁদেন।

ছবি সংগৃহীত।

১৬ ১৭
photo of the Greece Pilot who killed his wife

ডাকাতির ঘটনা সাজাতে বাড়ির পোষ্যকেও খুন করেন বাবিস। প্রাথমিক ভাবে পুলিশকে বাবিস জানিয়েছিলেন যে, তাঁদের বাড়িতে ডাকাতি হয়েছে। তারাই তাঁর স্ত্রী এবং পোষ্যকে খুন করেছে।

ছবি সংগৃহীত।

১৭ ১৭
photo of the Greece Pilot who killed his wife

কিন্তু, সত্য কি আর এত সহজে ধামাচাপা দিয়ে রাখা যায়! তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে বাবিসই আসল দোষী। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy