Advertisement
২২ নভেম্বর ২০২৪
Hunza Valley

এই গ্রামের সবাই শতায়ু, মহিলারা মা হতে পারেন নব্বই বছর বয়সেও!

হুনজা উপত্যকার মানুষ কমপক্ষে ১০০ বছর বাঁচেন। কখনও কখনও ১২০ বছর পর্যন্তও বেঁচে থাকেন হুনজা উপত্যকার অধিবাসীরা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ ১১:২৩
Share: Save:
০১ ১৬
‘আনন্দ’ সিনেমায় রাজেশ খন্নার সেই সংলাপ মনে আছে? যেখানে তিনি বলছেন, ‘‘বাবুমশাই, জিন্দেগি বড়ি হোনে চাহিয়ে, লম্বি নহি।’’ সুপারহিট এই সংলাপ অবশ্য এই এলাকায় অচল। এখানকার বাসিন্দাদের জীবন যতটা ‘লম্বি’, ততটাই উপভোগ্য।

‘আনন্দ’ সিনেমায় রাজেশ খন্নার সেই সংলাপ মনে আছে? যেখানে তিনি বলছেন, ‘‘বাবুমশাই, জিন্দেগি বড়ি হোনে চাহিয়ে, লম্বি নহি।’’ সুপারহিট এই সংলাপ অবশ্য এই এলাকায় অচল। এখানকার বাসিন্দাদের জীবন যতটা ‘লম্বি’, ততটাই উপভোগ্য।

ছবি: সংগৃহীত

০২ ১৬
পাকিস্তানের উত্তরে রয়েছে হুনজা উপত্যকা। এই উপত্যকার চারদিক উঁচু পাহাড়ে ঘেরা। উপত্যকায় যে গ্রামগুলি রয়েছে, তা-ও কেমন ছন্নছাড়া। কিন্তু এই উপত্যকার অধিবাসীরা অনন্য অন্য এক কারণে।

পাকিস্তানের উত্তরে রয়েছে হুনজা উপত্যকা। এই উপত্যকার চারদিক উঁচু পাহাড়ে ঘেরা। উপত্যকায় যে গ্রামগুলি রয়েছে, তা-ও কেমন ছন্নছাড়া। কিন্তু এই উপত্যকার অধিবাসীরা অনন্য অন্য এক কারণে।

ছবি: সংগৃহীত

০৩ ১৬
এই উপত্যকার মানুষ কমপক্ষে ১০০ বছর বাঁচেন। কখনও কখনও ১২০ বছর পর্যন্তও বেঁচে থাকেন হুনজা উপত্যকার অধিবাসীরা।

এই উপত্যকার মানুষ কমপক্ষে ১০০ বছর বাঁচেন। কখনও কখনও ১২০ বছর পর্যন্তও বেঁচে থাকেন হুনজা উপত্যকার অধিবাসীরা।

ছবি: সংগৃহীত

০৪ ১৬
হুনজা উপত্যকার মহিলাদের প্রজনন ক্ষমতাও নজরে পড়ার মতো।

হুনজা উপত্যকার মহিলাদের প্রজনন ক্ষমতাও নজরে পড়ার মতো।

ছবি: সংগৃহীত

০৭ ১৬
বুরুশোদের দেখে মনে হয়, তাঁরা যেন সব সময় নিজেদের যৌবনেই রয়েছেন। বয়সের ছাপ চোখেমুখে পড়ে না তাঁদের। সময়ের কাঁটা যেন তাঁদের জন্য থমকে গিয়েছে।

বুরুশোদের দেখে মনে হয়, তাঁরা যেন সব সময় নিজেদের যৌবনেই রয়েছেন। বয়সের ছাপ চোখেমুখে পড়ে না তাঁদের। সময়ের কাঁটা যেন তাঁদের জন্য থমকে গিয়েছে।

ছবি: সংগৃহীত

০৮ ১৬
বুরুশোদের যৌবন ধরে রাখার রহস্য লুকিয়ে রয়েছে তাঁদের জীবনযাপনে।

বুরুশোদের যৌবন ধরে রাখার রহস্য লুকিয়ে রয়েছে তাঁদের জীবনযাপনে।

ছবি: সংগৃহীত

০৯ ১৬
কী এই রহস্য? বিজ্ঞানীদের মতে, এলাকায় যে সব ফলমূল, সব্জি পাওয়া যায়, সে সব খুবই পুষ্টিকর। এই সব খাবারেই লুকিয়ে রয়েছে বুরুশোদের দীর্ঘায়ু হওয়ার রহস্য।

কী এই রহস্য? বিজ্ঞানীদের মতে, এলাকায় যে সব ফলমূল, সব্জি পাওয়া যায়, সে সব খুবই পুষ্টিকর। এই সব খাবারেই লুকিয়ে রয়েছে বুরুশোদের দীর্ঘায়ু হওয়ার রহস্য।

ছবি: সংগৃহীত

১০ ১৬
দুধ, দই থেকে শুরু করে নানা রকম ফল এবং শাকসব্জি খান বুরুশোরা।

দুধ, দই থেকে শুরু করে নানা রকম ফল এবং শাকসব্জি খান বুরুশোরা।

ছবি: সংগৃহীত

১১ ১৬
পাশাপাশি বুরুশোরা এমন এলাকায় থাকেন যেখানে দূষণের পরিমাণ প্রায় শূন্য। বুরুশোদের সকলেরই নিজেদের চাষের জমি রয়েছে।

পাশাপাশি বুরুশোরা এমন এলাকায় থাকেন যেখানে দূষণের পরিমাণ প্রায় শূন্য। বুরুশোদের সকলেরই নিজেদের চাষের জমি রয়েছে।

ছবি: সংগৃহীত

১২ ১৬
কিন্তু এই জমিগুলি কারও বাড়ির লাগোয়া নয়। পাহাড়ের ধাপ কেটে কেটে তৈরি জমিতে চাষ করেন বুরুশোরা।

কিন্তু এই জমিগুলি কারও বাড়ির লাগোয়া নয়। পাহাড়ের ধাপ কেটে কেটে তৈরি জমিতে চাষ করেন বুরুশোরা।

ছবি: সংগৃহীত

১৩ ১৬
স্বভাবত কর্মঠ এই বুরু‌শো সম্প্রদায়ের লোকজন। প্রাত্যহিক কাজকর্মের মাধ্যমেই শরীরচর্চা হয়ে যায় তাঁদের।

স্বভাবত কর্মঠ এই বুরু‌শো সম্প্রদায়ের লোকজন। প্রাত্যহিক কাজকর্মের মাধ্যমেই শরীরচর্চা হয়ে যায় তাঁদের।

ছবি: সংগৃহীত

১৪ ১৬
কথিত আছে, বুরুশো সম্প্রদায়ের লোকেরা কখনও কোনও জটিল রোগে আক্রান্ত হন না। কর্কট রোগ, আলসার, পেটের রোগ এমনকি অ্যাপেনডিক্সের সমস্যাতেও কেউ কোনও দিন ভোগেননি বলে দাবি স্থানীয়দের।

কথিত আছে, বুরুশো সম্প্রদায়ের লোকেরা কখনও কোনও জটিল রোগে আক্রান্ত হন না। কর্কট রোগ, আলসার, পেটের রোগ এমনকি অ্যাপেনডিক্সের সমস্যাতেও কেউ কোনও দিন ভোগেননি বলে দাবি স্থানীয়দের।

ছবি: সংগৃহীত

১৫ ১৬
হেনরি কোয়ান্ডা নামে এক বিজ্ঞানী হুনজা উপত্যকায় গিয়ে প্রায় ৬০ বছর ছিলেন।

হেনরি কোয়ান্ডা নামে এক বিজ্ঞানী হুনজা উপত্যকায় গিয়ে প্রায় ৬০ বছর ছিলেন।

ছবি: সংগৃহীত

১৬ ১৬
হুনজা উপত্যকার হিমবাহের জল পরীক্ষা করে তিনি দাবি করেন, এই জলই বুরুশোদের দীর্ঘায়ুর কারণ।

হুনজা উপত্যকার হিমবাহের জল পরীক্ষা করে তিনি দাবি করেন, এই জলই বুরুশোদের দীর্ঘায়ুর কারণ।

ছবি: সংগৃহীত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy