Tamil Actress Tanya Hope, who squashed many doubts about her so-called lip-jobs, hoping to dazzle Bollywood screen also dgtl
Bollywood
প্লাস্টিক সার্জারি করে ঠোঁট ফুলিয়েছেন? এক ছবিতেই সমালোচকদের ঠান্ডা করেন এই অভিনেত্রী
অনেকেই মনে করেন, বি-টাউনে দীর্ঘ ইনিংস খেলার ক্ষমতা রয়েছে তানিয়ার। যদিও আয়ুষের ছবির সেই ‘আইটেম’ গানটি এখনও দেখা যায়নি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ০৯:২৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
তারকা হওয়ার জ্বালা কী কম! কী করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গেই বা ঘোরাফেরা করছেন— সবই যেন সকলকে জানিয়ে করতে হবে। তানিয়া হোপকেও এমন জ্বালা সইতে হয়েছে। কে তিনি?
ছবি: সংগৃহীত।
০২১৬
দক্ষিণী সিনেমার ভক্তদের কাছে অবশ্য নতুন করে তানিয়ার পরিচয় দিতে হবে না। তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায় ইতিমধ্যেই গোটা সতেরো ছবি করে ফেলেছেন ২৬ বছরের এই নায়িকা। তার মধ্যে কয়েকটির শুটিং চলছে।
ছবি: সংগৃহীত।
০৩১৬
দক্ষিণী সিনেমায় ঝোড়ো ইনিংস খেলার পর এ বার কি বলিউডের ময়দানেও ঝড় তুলবেন তানিয়া? আপাতত অবশ্য কোনও বলিউডি ছবিতে নায়িকা হননি তিনি। তবে সলমন খানের ঘরের মানুষ আয়ুষ শর্মার ছবিতে একটি ‘আইটেম’ গানে সুযোগ করে নিয়েছেন তানিয়া।
ছবি: সংগৃহীত।
০৪১৬
সলমনের বোন অর্পিতার স্বামী আয়ুষকে দেখা যাবে ‘এএস০৪’ ছবিতে। সব ঠিকঠাক চললে আগামী বছর তা মুক্তি পেতে পারে। সে ছবির জমাটি ঝলক মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। অ্যাকশনে ভরপুর ‘এএস০৪’-কে নিয়ে আশায় বুক বাঁধছেন খোদ আয়ুষ। আশাবাদী তানিয়াও।
ছবি: সংগৃহীত।
০৫১৬
অনেকেই মনে করেন, বি-টাউনে দীর্ঘ ইনিংস খেলার ক্ষমতা রয়েছে তানিয়ার। যদিও আয়ুষের ছবির সেই ‘আইটেম’ গানটি এখনও দেখা যায়নি। তবে দক্ষিণী ছবিতে তো তানিয়াকে মোহময়ী রূপে দেখেছেন তাঁরা! হয়তো সেই জন্যই আশায় রয়েছেন তানিয়ার অনুরাগীরা।
ছবি: সংগৃহীত।
০৬১৬
বলিউডি ‘আইটেম’ গান নিয়ে আশাবাদী তানিয়াও। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘ওই সিনেমায় যে গানে নেচেছি, সেটা পাগলকরা। সকলকে শোনানোর জন্য সবুর সইছে না। এর কোরিয়োগ্রাফি করেছেন ‘দ্য গ্রেট’ জানি মাস্টার। সন্দেহ নেই যে, সব বিয়ের অনুষ্ঠানে এই গানটাই বাজানো হবে।’’
ছবি: সংগৃহীত।
০৭১৬
বড় পর্দায় আসার যে খুব ইচ্ছে ছিল তানিয়ার, এমনটা নয়। বেঙ্গালুরুর বাসিন্দা তানিয়া বরং মন দিয়ে পড়াশোনা করতেন। বে়ঙ্গালুরুর স্কুলের পাঠ চুকিয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে উচ্চশিক্ষার জন্য।
ছবি: সংগৃহীত।
০৮১৬
উচ্চশিক্ষার পর দেশে ফিরে অবশ্য মডেলিং শুরু করেছিলেন তানিয়া। তার আগে মডেলিং করার কায়দাও হাতেকলমে শেখেন তিনি। ২০১৫ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতার শিরোপাও জিতে নেন। তখন থেকেই অভিনয়ের দিকে ঝোঁক বাড়ে তাঁর।
ছবি: সংগৃহীত।
০৯১৬
তানিয়ার কথায়, ‘‘নিজের কেরিয়ার নিয়ে কখনও খুব একটা চিন্তাভাবনা করিনি। ২০১৫ সালের মিস্ ইন্ডিয়া প্রতিযোগিতায় পর থেকে সিনেমায় অডিশন দিতে শুরু করেছিলাম। সুযোগ মিলতেই আর পিছন ফিরে তাকাইনি।’’
ছবি: সংগৃহীত।
১০১৬
তানিয়া আরও বলেন, ‘‘সৌন্দর্য প্রতিযোগিতা জেতার পর থেকেই একের পর এক সুযোগ হাতে এসেছিল। তা কাজে লেগে যায়। মনে পড়ে, ‘আপ্পালতো ওকাদুন্দেবাদু’ ছবির জন্য অডিশন দিয়েছিলাম। ওই তেলুগু ছবিটিতে সুযোগও পেয়ে যাই। এখন অভিনেত্রী হিসাবে দারুণ সময় কাটাচ্ছি।’’
ছবি: সংগৃহীত।
১১১৬
তবে সচ্ছল পরিবারের সন্তান হওয়ায় তানিয়াকে কম কথা শুনতে হয়নি। সেটে কেন তিনি দেহরক্ষী নিয়ে ঢোকেন, সে প্রশ্নও উঠেছে। ধনী পরিবারের সন্তান হওয়ায় তিনি যে দক্ষিণের বহু নামজাদা তারকাকে পকেটে পুরে ফেলতে পারেন, তেমন কথাও শুনতে হয়েছে তানিয়াকে।
ছবি: সংগৃহীত।
১২১৬
যদিও ব্যক্তিগত জীবন নিয়ে তানিয়া নাকি জনসমক্ষে বিশেষ কিছু বলেন না। এক বার বলেছিলেন, ‘‘এই ইন্ডাস্ট্রিতে শিল্পী হিসাবেই পরিচিত হতে চাই।’’
ছবি: সংগৃহীত।
১৩১৬
নিন্দকেরা যা-ই বলুন না কেন, তানিয়ার মতো মাটির মানুষ নাকি দু’টি হয় না। ব্যক্তিজীবন নিয়ে মুখে কুলুপ এঁটেও কি রেহাই পেয়েছেন? মোটেও তা নয়।
ছবি: সংগৃহীত।
১৪১৬
গত বছরের গোড়ায় তানিয়ার ঠোঁট নিয়ে শোরগোল তুলেছিল নেটমাধ্যম। তিনি নাকি প্লাস্টিক সার্জারি করিয়ে ঠোঁট ফুলিয়েছেন! নেটমাধ্যমে এ নিয়ে জোর তর্ক শুরু হলে সঙ্গে সঙ্গে মুখে খোলেন তানিয়া। তবে নিজস্ব ভঙ্গিতে।
ছবি: সংগৃহীত।
১৫১৬
নেটমাধ্যমে নিজের ছোটবেলার ছবি পোস্ট করেছিলেন তানিয়া। সঙ্গে তাঁর নিন্দকদের উদ্দেশে ক্যাপশনে বলেন, ‘‘আমার ঠোঁট দু’টি আসল! ২০২১ সালের ১১ জানুয়ারিতে পোস্ট করা সে ছবিতে আরও অনেক না-বলা কথা লুকিয়ে ছিল।
ছবি: সংগৃহীত।
১৬১৬
কী বলতে চেয়েছিলেন তিনি? ঠোঁট-ফোলানো আধোমুখের সেই বাচ্চা মেয়েটির সঙ্গে আজকের তানিয়াকে মিলিয়ে দেখুন তো! এটাই কি বলেছিলেন তিনি? তাঁর অনুরাগীরা অন্তত তেমনই মনে করেন।