টি২০ বিশ্বকাপে মোট সাত বার মুখোমুখি হয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার মধ্যে মহারণে ছ’বার ভারত জিতেছে। এক বার পাকিস্তান। তবে মেলবোর্নের মতো হাড্ডাহাড্ডি লড়াই ২০০৭ সালের সুপার ওভারে হওয়া ম্যাচেও সম্ভবত দেখা যায়নি। এমন উত্তেজনা, ওভারে ওভারে ম্যাচের রং বদলানো— এমন রোমাঞ্চই তো চায় দর্শক। রবিবারের ম্যাচের মোড় ঘোরানো মুহূর্তগুলো কেমন ছিল?
সামনে পাকিস্তানের অধিনায়ক তথা এই মুহূর্তে দুনিয়ার অন্যতম সেরা ব্যাটার বাবর আজ়ম। দৌড় শুরু করলেন বিশ্বকাপ ক্রিকেটে অভিষেক করা আরশদীপ সিংহ। স্বপ্নের স্পেল। প্রথম বলেই বাবরের উইকেট! এলবিডব্লিউ। মুষ্টিবদ্ধ হাত আকাশে ছুড়লেন বাঁহাতি পেসার। রবিবারের ম্যাচে পাকিস্তানের প্রথম ঝটকা অবশ্যই ছিল বাবরের উইকেট।