বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আচমকাই অদ্ভুত এক আলো ছেয়ে গেল। কলকাতা থেকে জেলার আকাশে দেখা গেল সেই আলো। স্বাভাবিক ভাবেই সেই আলো নিয়ে তৈরি হয় কৌতূহল। প্রথমে অনেকেই মনে করেছিলেন, এই বুঝি ভিন্ গ্রহ থেকে এল কোনও ‘বঙ্কুবাবুর বন্ধু’। পরে কৌতূহলের নিরসনও হয়েছে। তবে হঠাৎ আকাশে আলো এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে উদয় হয়েছে। আবার নিভেও গিয়েছে। তাদের কারণও ছিল ভিন্ন।