শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতিতে এখন জল্পনা জোরদার। জল্পনার কারণ তাঁর এবং তৃণমূলের মধ্যে ক্রমশ বাড়তে থাকা দূরত্ব। দল এবং তিনি— উভয় তরফ থেকেই গত বেশ কিছুদিন ধরে এই দূরত্ব বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত মিলছে। সম্প্রতি বেশ কয়েকটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে কিছু বিষয়ে শুভেন্দুর নীরবতা এবং তার সঙ্গে কিছু বিষয়ে ‘ইঙ্গিতবাহী’ মন্তব্য তাঁর দল ছাড়ার জল্পনায় ইন্ধন জুগিয়েছে।
প্রশ্ন ঘুরছে, তিনি কি এ বছরই দল ছাড়ছেন? অনেকে বলছেন, ভাইফোঁটার পর দল ছেড়ে দিতে পারেন শুভেন্দু। দল ছাড়লে তিনি কি একইসঙ্গে মন্ত্রিত্ব ছাড়বেন? তৃণমূল ছাড়লে তিনি কি অন্য কোনও দলে যোগ দেবেন, নাকি নিজে নতুন দল বা মঞ্চ গড়ে আসন্ন বিধানসভা ভোটে নির্বাচনী সমঝোতায় যাবেন? নাকি সব কিছুর শেষে তিনি ‘তৃণমূলের সুভাষ চক্রবর্তী’ হবেন? এক সময় সুভাষের সিপিএম ছাড়া সময়ের অপেক্ষা বলে ধরে নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি দল ছাড়েননি। সাবধানী কিন্তু ইঙ্গিতবাহী নানা মন্তব্যের বাইরে শুভেন্দু এখনও পর্যন্ত দলের বিরুদ্ধে সরাসরি কিছু বলেননি। কিন্তু একটা বড় সময় ধরে প্রকাশ্যে দল এবং দলনেত্রীর নাম তাঁর মুখে শোনা যাচ্ছে না বললেই হয়।