সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা দেশে কমছে। ব্যতিক্রম দেশের কয়েকটি রাজ্য। তাদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। দৈনিক সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধির তালিকায় এই মুহূর্তে দেশে তৃতীয় স্থানে। বৃহস্পতিবার রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বে়ড়েছে ৪৯৩। তালিকার উপরে রয়েছে ছত্তীসগঢ় (৬৫০) ও কর্নাটক (৯৯০)। এই সক্রিয় রোগী বাড়ার অর্থ সংক্রমণ বৃদ্ধি। কেন এই বৃদ্ধি, তা নিয়ে বেশ কয়েকটি কারণ সামনে উঠে এসেছে। পুজোর বাজার হোক বা অফিসের সময় বাসে বাদুড়ঝোলা ভিড়, তর্পণ করতে গঙ্গার ঘাটের গাদাগাদি বা দূরত্ববিধি না মেনেই জমায়েত। এর উপর সামনে দুর্গাপুজো। সে সময় যদি কোভিড সচেতনতা ভুলে মানুষ ‘উৎসবে’ মেতে ওঠেন, তা হলে পরিস্থিতি আরও খারাপ দিকে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
কলকাতা, দুই ২৪ পরগনা ও হাওড়া— মূলত এই ক’টি জেলাতেই আবদ্ধ ছিল পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ। লকডাউন শিথিল হতে তা রাজ্যের অন্যান্য জেলাতেও ছড়াতে শুরু করে। ওই সব জেলাগুলিতে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সাম্প্রতিক কালে জেলাগুলিতে সংক্রমণ বৃদ্ধি প্রশাসনেরও কপালে ভাঁজ ফেলছে। আসুন এক নজরে দেখে নিই, রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি।