Sridevi rejected SS Rajamouli's 'Baahubali' and reportedly demanded huge sum of money and put another condition to play Sivagami dgtl
Sridevi
কোটি কোটি টাকা পারিশ্রমিক, সঙ্গে অদ্ভুত শর্ত! জোড়া দাবিতে ‘বাহুবলী’ হাতছাড়া হয় শ্রীদেবীর
শ্রীদেবীর হাতছাড়া হওয়া বক্স অফিস কাঁপানো সিনেমার তালিকাটা নেহাত ছোট নয়। তবে আজও তাঁর ভক্তদের আফসোস যায় না— কেন যে ‘বাহুবলী’ করলেন না শ্রী!
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৩ ১৬:২৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
পাঁচ দশকের কেরিয়ারে এমন কত সিনেমাই তো হাতে এসেছিল, যেগুলি ফিরিয়ে দিয়েছিলেন শ্রীদেবী। ঘটনাচক্রে, সেগুলিই পরে বক্স অফিসে সাফল্যের জোয়ারে ভেসেছে।
ছবি: সংগৃহীত।
০২১৭
‘মোহরা’, ‘ডর’, ‘বাগবান’, ‘মোহব্বতেঁ’, ‘বাজ়িগর’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘আজুবা’ বা ‘বেটা’— শ্রীদেবী হাতছাড়া করার পর বক্স অফিস কাঁপানো সিনেমার তালিকাটা নেহাত ছোট নয়। তবে আজও একটি সিনেমা নিয়ে তাঁর ভক্তদের আফসোস যায় না— কেন যে ওই সিনেমাটিকে ‘না’ বলে দিলেন শ্রীদেবী!
ছবি: সংগৃহীত।
০৩১৭
এসএস রাজামৌলীর ‘বাহুবলী’র হাত ধরে দক্ষিণ ইন্ডাস্ট্রির গণ্ডি ছাপিয়ে আবিশ্ব ছড়িয়ে পড়েছিলেন প্রভাস থেকে রানা দগ্গুবটী, রম্যা কৃষ্ণনরা। ২০১৫ সালের ১৭ এপ্রিল মুক্তির প্রথম সপ্তাহেই প্রথম দক্ষিণ ভারতীয় ছবি হিসাবে ৩০০ কোটির গণ্ডি পার করেছিল ‘বাহুবলী’।
ছবি: সংগৃহীত।
০৪১৭
বছর দুয়েক পরে বক্স অফিসে নজির গড়ে ফেলেছিল ‘বাহুবলী-২’। ২০১৭ সালের ২৮ এপ্রিল মুক্তি পেয়েছিল সেটি। কয়েক সপ্তাহের মধ্যে প্রথম ভারতীয় সিনেমা হিসাবে দেড় হাজার কোটির ব্যবসা করেছিল রাজামৌলীর ছবি।
ছবি: সংগৃহীত।
০৫১৭
‘বাহুবলী’ সিরিজ়ে রাজমাতা শিবগামীর চরিত্রে দেখা গিয়েছিল রম্যা কৃষ্ণনকে। যে চরিত্রে রাজামৌলীর প্রথম পছন্দ ছিলেন শ্রীদেবী। ইন্ডাস্ট্রির জল্পনা নয়, লুকোছাপা না করে সংবাদমাধ্যমে সাফ জানিয়েছিলেন খোদ রাজামৌলী।
ছবি: সংগৃহীত।
০৬১৭
শ্রীদেবীর ফিরিয়ে দেওয়া চরিত্রটি নতুন বাঁক এনে নিয়েছিল রম্যার কেরিয়ারে। কন্নড়, মালয়ালম, তেলুগু ছবিতে কাজ করলেও ‘বাহুবলী’র আগে পর্যন্ত আমজনতার কাছে তেমন পরিচিত ছিলেন না।
ছবি: সংগৃহীত।
০৭১৭
রম্যার সাফল্যের পর নতুন করে প্রশ্ন উঠেছিল, ‘বাহুবলী’ ফিরিয়ে দিয়ে কি কেরিয়ারের সবচেয়ে বড় ভুল করেছেন শ্রীদেবী?
ছবি: সংগৃহীত।
০৮১৭
রাজামৌলীর ছবিতে কাজ করতে কেন রাজি হননি শ্রীদেবী? এ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। সংবাদমাধ্যমের কাছে একটি সাক্ষাৎকারে রাজামৌলীর দাবি ছিল, ‘‘শ্রীদেবীর নানা বায়নাক্কায় আমার প্রোডাকশন টিম তিতিবিরক্ত হয়ে গিয়েছিল। ওঁর বায়নাক্কা মেটাতে আমাদের ছবির বাজেট বে়ড়ে যেত।’’
ছবি: সংগৃহীত।
০৯১৭
শ্রীদেবীর বদলে শিবগামীর চরিত্রে রম্যাকে প্রস্তাব দিয়েছিলেন রাজামৌলী। পরে তিনি বলেছিলেন, ‘‘এখন মনে হয়, আমাদের ছবিতে শ্রীদেবীকে দিয়ে কাজ করানোর ভাবনা ঝেড়ে ফেলায় আখেরে লাভই হয়েছিল। রম্যা দারুণ কাজ করেছিলেন।’’
ছবি: সংগৃহীত।
১০১৭
রাজামৌলীর কথায় তিনি যে আহত হয়েছেন, তা জানাতে কসুর করেননি শ্রীদেবী। সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, ‘‘৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি। ৩০০ ছবিতে কাজ করেছি। আপনাদের কি মনে হয়, বায়না করলে এত ছবিতে কাজ করা সম্ভব হত?’’
ছবি: সংগৃহীত।
১১১৭
শ্রীদেবীর কণ্ঠে রোষের আভাসও পাওয়া গিয়েছিল। তাঁর কথায়, ‘‘আমি হতাশ! বায়নাক্কা করলে আমাকে ছুড়ে ফেলে দিতেন এই ইন্ডাস্ট্রির লোকজন। তা সত্ত্বেও যখন এ ধরনের কথা শোনা যায়, তখন খুবই কষ্ট হয়।’’
ছবি: সংগৃহীত।
১২১৭
এতেও থামেননি শ্রীদেবী। বলেছিলেন, ‘‘আমি জানি না, প্রযোজকেরা রাজামৌলীকে কী ভুলভাল বলেছেন, আমি নাকি নানা দাবিদাওয়া করেছি। নিশ্চয়ই কোনও ভুল বোঝাবুঝি হয়েছে। ওঁর (রাজামৌলীর) সঙ্গে কাজ করার সুযোগ পেলে খুশিই হতাম। তবে এ ভাবে জনমাধ্যমে খোলাখুলি কথা বলাটা খুব একটা সুস্থ রুচির পরিচয় নয়।’’
ছবি: সংগৃহীত।
১৩১৭
শ্রীদেবীর মন্তব্যে জলঘোলা শুরু হতেই পাল্টা দাবি করেছিলেন রাজামৌলী। মাসখানেক পর তিনি বলেছিলেন, ‘‘বলিউডে দক্ষিণী ইন্ডাস্ট্রির একমাত্র পতাকাধারী হওয়ায় শ্রীদেবীর প্রতি অগাধ সম্মান রয়েছে। ওঁর অনেক বড় ভক্ত আমি। আমার এত খুঁটিনাটি কথা বলা উচিত হয়নি। এর জন্য আক্ষেপ রয়েছে।’’
ছবি: সংগৃহীত।
১৪১৭
‘বাহুবলী’তে কাজ করার জন্য কী কী শর্ত দিয়েছিলেন শ্রীদেবী? এ নিয়ে রাজামৌলী বা শ্রীদেবী, কেউ সরাসরি কিছু বলেননি।
ছবি: সংগৃহীত।
১৫১৭
বলিপাড়ার জল্পনা, শিবগামীর চরিত্র ফুটিয়ে তোলার জন্য ৬ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন শ্রীদেবী। সেই সঙ্গে আরও একটি শর্ত দিয়েছিলেন তিনি।
ছবি: সংগৃহীত।
১৬১৭
‘বাহুবলী’র প্রযোজকদের কাছে শ্রীদেবীর অন্য শর্তটি নাকি ছিল, সিনেমার শুটিংয়ের সময় বিলাসবহুল হোটেলের একটি তলা জুড়ে থাকবেন তিনি। তাতে প্রবেশাধিকার থাকবে না বাইরের কারও।
ছবি: সংগৃহীত।
১৭১৭
শ্রীদেবীর এ হেন বায়নাক্কার জেরেই নাকি পিছিয়ে যান ‘বাহুবলী’র প্রযোজকেরা। শেষমেশ রম্যার কাছে শিবগামী করার প্রস্তাব নিয়ে যান তাঁরা। সে প্রস্তাবে রাজি হতে নাকি আড়াই কোটি টাকা নিয়েছিলেন রম্যা। বিলাসী হোটেলে থাকার দাবিও করেননি।