প্রথম ইনিংসে করেছিলেন মাত্র ২। দ্বিতীয় ইনিংসে করলেন ১৯। পর পর ব্যর্থতা প্রশ্ন তুলছে বিরাট কোহালির ফর্ম নিয়ে। ব্যাটসম্যান হিসেবে তাঁর গ্রাফ কি এ বার নীচের দিকে, প্রশ্ন উঠেছে ক্রিকেটমহলে। কারণ, চলতি সফরে পুরনো মেজাজে একেবারেই পাওয়া যায়নি তাঁকে। বলা হচ্ছে, কোহালির কেরিয়ারে এমন ব্যাডপ্যাচ শেষ বার এসেছিল ২০১৪ সালের ইংল্যান্ড সফরে।