রঞ্জিতে ফাইনালে ফের স্বপ্নভঙ্গ ঘটেছে বাংলার। কিন্তু ট্রফি জিততে না পারলেও থেকে গিয়েছে লড়াই। স্মৃতিতে উজ্জ্বল প্রতিকূল পরিস্থিতিতেও জ্বলে ওঠার একের পর এক উদাহরণ। আর রয়েছে পারফরম্যান্স। আমাদের বেছে নেওয়া সদ্যসমাপ্ত রঞ্জি ট্রফির সেরা একাদশে যার জোরে জায়গা করে নিয়েছেন একাধিক বঙ্গ ক্রিকেটার। আপনার বেছে সেরা দলের সঙ্গে আমাদের তৈরি করা দলের মিল কতটা, দেখে নিন।
অভিনব মুকুন্দ: তামিলনাড়ুর বাঁ-হাতি ওপেনার এই মরসুমে ছয় ম্যাচে ৫৬৪ রান করেছেন। গড় ৭০.৫০। সর্বোচ্চ ২০৬। এ বারের রঞ্জিতে ওপেনাররা তেমন সাফল্য পাননি। কিন্তু তার মধ্যেও প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন মুকুন্দ। রঞ্জিতে খেলেছেন শততম ম্যাচ। আর তাতে সেঞ্চুরিও করেছেন। আরও ম্যাচ পেলে রান বাড়ত তাঁর।