Advertisement
২২ নভেম্বর ২০২৪
Cricket

হোয়াইটওয়াশ ঠেকাতে কি দলে বদল? দেখে নিন ক্রাইস্টচার্চে ভারতের সম্ভাব্য একাদশ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বার হারের স্বাদ পেল ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছেন বিরাট কোহালিরা। দ্বিতীয় টেস্টে কঠিন চ্যালেঞ্জের সামনে ভারত। শনিবার থেকে ক্রাইস্টচার্চে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। মরণবাঁচনের টেস্ট ম্যাচে কী হতে চলেছে ভারতের সম্ভাব্য একাদশ? দেখে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৩০
Share: Save:
০১ ১২
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বার হারের স্বাদ পেল ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছেন বিরাট কোহালিরা। দ্বিতীয় টেস্টে কঠিন চ্যালেঞ্জের সামনে ভারত। শনিবার থেকে ক্রাইস্টচার্চে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। চলতি সিরিজে ওপেনিংয়ে নেই রোহিত শর্মা। ফলে অনভিজ্ঞতা রয়েছে ভারতের। বল হাতে প্রথম ইনিংসে তিন উইকেট পেলেও ব্যাট করতে নেমে রান পাননি রবিচন্দ্রন অশ্বিন। দুটো ইনিংসেই ব্যর্থ তিনি। অশ্বিনকে কি প্রথম একাদশে রাখা হবে? মরণবাঁচনের টেস্ট ম্যাচে কী হতে চলেছে ভারতের সম্ভাব্য একাদশ? দেখে নেওয়া যাক।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বার হারের স্বাদ পেল ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছেন বিরাট কোহালিরা। দ্বিতীয় টেস্টে কঠিন চ্যালেঞ্জের সামনে ভারত। শনিবার থেকে ক্রাইস্টচার্চে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। চলতি সিরিজে ওপেনিংয়ে নেই রোহিত শর্মা। ফলে অনভিজ্ঞতা রয়েছে ভারতের। বল হাতে প্রথম ইনিংসে তিন উইকেট পেলেও ব্যাট করতে নেমে রান পাননি রবিচন্দ্রন অশ্বিন। দুটো ইনিংসেই ব্যর্থ তিনি। অশ্বিনকে কি প্রথম একাদশে রাখা হবে? মরণবাঁচনের টেস্ট ম্যাচে কী হতে চলেছে ভারতের সম্ভাব্য একাদশ? দেখে নেওয়া যাক।

০২ ১২
ময়াঙ্ক আগরওয়াল— রোহিতের অনুপস্থিতিতে ময়াঙ্ক আগরওয়াল দলের এক নম্বর ওপেনার। তাঁর ফর্ম নিয়ে ক্রমশ দুশ্চিন্তা বাড়ছিল। কিউয়িদের দেশে ভারত ‘এ’ দলের সফরে রান পাননি তিনি। তিন ম্যাচের একদিনের সিরিজে সুযোগ পেয়েও আসেনি রান। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। প্রথম টেস্টে দুই ইনিংসে রান করেন যথাক্রমে ৩৪ ও ৫৮। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা অতিরিক্ত বল খেলতে গিয়ে রানের গতি কমে যায়। রান তোলার গতি বাড়ানোর চাপ এসে পড়ে ময়াঙ্কের উপরে। সেই চাপ ঠিকঠাক সামলাতে পারেননি ভারতের ওপেনার। ভুল শট নির্বাচনের খেসারত দিতে হয় তাঁকে।

ময়াঙ্ক আগরওয়াল— রোহিতের অনুপস্থিতিতে ময়াঙ্ক আগরওয়াল দলের এক নম্বর ওপেনার। তাঁর ফর্ম নিয়ে ক্রমশ দুশ্চিন্তা বাড়ছিল। কিউয়িদের দেশে ভারত ‘এ’ দলের সফরে রান পাননি তিনি। তিন ম্যাচের একদিনের সিরিজে সুযোগ পেয়েও আসেনি রান। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। প্রথম টেস্টে দুই ইনিংসে রান করেন যথাক্রমে ৩৪ ও ৫৮। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা অতিরিক্ত বল খেলতে গিয়ে রানের গতি কমে যায়। রান তোলার গতি বাড়ানোর চাপ এসে পড়ে ময়াঙ্কের উপরে। সেই চাপ ঠিকঠাক সামলাতে পারেননি ভারতের ওপেনার। ভুল শট নির্বাচনের খেসারত দিতে হয় তাঁকে।

০৩ ১২
পৃথ্বী শ— ক্রাইস্টচার্চে ওপেনিংয়ে ময়াঙ্কের সঙ্গী থাকছেন সম্ভবত পৃথ্বী শ-ই। একদিনের সিরিজে তিনটি ম্যাচেই খেলেছেন তিনি। প্রস্তুতি ম্যাচেও দুই ইনিংসে করেছেন ওপেনিং। চোটের জন্য একসময় ছিটকে গিয়েছিলেন টেস্ট দল থেকে। বেসিন রিজার্ভে দলে ফিরলেও ব্যর্থ তিনি। প্রশ্ন উঠে গিয়েছে তাঁর টেকনিক নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, শুভমন গিলকে নামানো হোক তাঁর জায়গায়। বিরাট কোহালি অবশ্য তাঁকে সময় দিতে চান। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরে অস্বস্তির খবর। বাঁ পা ফুলেছে পৃথ্বীর। তাঁর রক্ত পরীক্ষা করা হয়েছে। শেষ পর্যন্ত তিনি নামতে না পারলে শুভমন গিল ওপেন করতে নামবেন।

পৃথ্বী শ— ক্রাইস্টচার্চে ওপেনিংয়ে ময়াঙ্কের সঙ্গী থাকছেন সম্ভবত পৃথ্বী শ-ই। একদিনের সিরিজে তিনটি ম্যাচেই খেলেছেন তিনি। প্রস্তুতি ম্যাচেও দুই ইনিংসে করেছেন ওপেনিং। চোটের জন্য একসময় ছিটকে গিয়েছিলেন টেস্ট দল থেকে। বেসিন রিজার্ভে দলে ফিরলেও ব্যর্থ তিনি। প্রশ্ন উঠে গিয়েছে তাঁর টেকনিক নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, শুভমন গিলকে নামানো হোক তাঁর জায়গায়। বিরাট কোহালি অবশ্য তাঁকে সময় দিতে চান। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরে অস্বস্তির খবর। বাঁ পা ফুলেছে পৃথ্বীর। তাঁর রক্ত পরীক্ষা করা হয়েছে। শেষ পর্যন্ত তিনি নামতে না পারলে শুভমন গিল ওপেন করতে নামবেন।

০৪ ১২
চেতেশ্বর পূজারা— তিন নম্বরে ভারতের বড় ভরসা। টেস্ট বিশেষজ্ঞ পূজারা। এখনও পর্যন্ত ৭৫ টেস্ট খেলেছেন তিনি। ৪৯.৪৮ গড়ে করেছেন ৫৭৪০ রান। রয়েছে ১৮ সেঞ্চুরি। নিউজিল্যান্ডে এসে প্রস্তুতি ম্যাচেও বড় রান পেয়েছেন তিনি। কিন্তু প্রথম টেস্টে পূজারার ব্যাট কথা বলেনি। দু’টো ইনিংসেই ১১ রান করেছেন পূজারা। অনেক বল নষ্ট করেছেন তিনি। কিন্তু রানের গতি বাড়াতে পারেননি। দ্বিতীয় টেস্টে নামার আগে কোহালি মানসিকতা বদলাতে বলেছেন ভারতীয় ব্যাটসম্যানদের।

চেতেশ্বর পূজারা— তিন নম্বরে ভারতের বড় ভরসা। টেস্ট বিশেষজ্ঞ পূজারা। এখনও পর্যন্ত ৭৫ টেস্ট খেলেছেন তিনি। ৪৯.৪৮ গড়ে করেছেন ৫৭৪০ রান। রয়েছে ১৮ সেঞ্চুরি। নিউজিল্যান্ডে এসে প্রস্তুতি ম্যাচেও বড় রান পেয়েছেন তিনি। কিন্তু প্রথম টেস্টে পূজারার ব্যাট কথা বলেনি। দু’টো ইনিংসেই ১১ রান করেছেন পূজারা। অনেক বল নষ্ট করেছেন তিনি। কিন্তু রানের গতি বাড়াতে পারেননি। দ্বিতীয় টেস্টে নামার আগে কোহালি মানসিকতা বদলাতে বলেছেন ভারতীয় ব্যাটসম্যানদের।

০৫ ১২
বিরাট কোহালি— চলতি নিউজিল্যান্ড সফর ভাল যাচ্ছে না ভারত অধিনায়কের। টি টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে সাত ইনিংসে মাত্র একবারই পঞ্চাশ পেরিয়েছেন কোহালি। প্রথম টেস্টে দল যখন রান চাইছে তাঁর কাছ থেকে, সেই সময়ে ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক। প্রথম ইনিংসে ২ করার পরে দ্বিতীয় ইনিংসে কোহালি করেন ১৯ রান। তাঁর কাছ থেকে রান চাইছেন ভারতের সমর্থকরা। দ্বিতীয় টেস্টে কোহালিকে ফেরানোর ছক কষতে শুরু করে দিয়েছেন। ব্যাট হাতে কোহালি কী করেন, সেটাই দেখার।

বিরাট কোহালি— চলতি নিউজিল্যান্ড সফর ভাল যাচ্ছে না ভারত অধিনায়কের। টি টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে সাত ইনিংসে মাত্র একবারই পঞ্চাশ পেরিয়েছেন কোহালি। প্রথম টেস্টে দল যখন রান চাইছে তাঁর কাছ থেকে, সেই সময়ে ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক। প্রথম ইনিংসে ২ করার পরে দ্বিতীয় ইনিংসে কোহালি করেন ১৯ রান। তাঁর কাছ থেকে রান চাইছেন ভারতের সমর্থকরা। দ্বিতীয় টেস্টে কোহালিকে ফেরানোর ছক কষতে শুরু করে দিয়েছেন। ব্যাট হাতে কোহালি কী করেন, সেটাই দেখার।

০৬ ১২
আজিঙ্ক রাহানে— দলের সহ-অধিনায়ক। ৩১ বছর বয়সি রাহানে এখন শুধু পাঁচ দিনের ফরম্যাটেই রয়েছেন জাতীয় দলে। ফলে, বড় রান করার চাপ রয়েছে তাঁর উপরে। বেসিন রিজার্ভের প্রথম ইনিংসে রাহানে করেন ৪৬ রান। দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেন। দ্বিতীয় টেস্টে তাঁর ব্যাটের দিকে তাকিয়ে ভারত।

আজিঙ্ক রাহানে— দলের সহ-অধিনায়ক। ৩১ বছর বয়সি রাহানে এখন শুধু পাঁচ দিনের ফরম্যাটেই রয়েছেন জাতীয় দলে। ফলে, বড় রান করার চাপ রয়েছে তাঁর উপরে। বেসিন রিজার্ভের প্রথম ইনিংসে রাহানে করেন ৪৬ রান। দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেন। দ্বিতীয় টেস্টে তাঁর ব্যাটের দিকে তাকিয়ে ভারত।

০৭ ১২
হনুমা বিহারি— মিডল অর্ডারের ভরসা হলেও বেসিন রিজার্ভে ব্যর্থই হয়েছেন হনুমা বিহারি। যদিও প্রস্তুতি ম্যাচে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টেও রয়েছে সেঞ্চুরি। কিন্তু প্রথম টেস্টে রান না পাওয়ায় দ্বিতীয় টেস্টে তাঁর দিকেও নজর থাকবে সবার। রানে ফিরতে চাইবেন বিহারি। নিউজিল্যান্ডের সিম-সুইং সহায়ক পরিবেশে বাড়তি ব্যাটসম্যান খেলাতে চাইছে দল।

হনুমা বিহারি— মিডল অর্ডারের ভরসা হলেও বেসিন রিজার্ভে ব্যর্থই হয়েছেন হনুমা বিহারি। যদিও প্রস্তুতি ম্যাচে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টেও রয়েছে সেঞ্চুরি। কিন্তু প্রথম টেস্টে রান না পাওয়ায় দ্বিতীয় টেস্টে তাঁর দিকেও নজর থাকবে সবার। রানে ফিরতে চাইবেন বিহারি। নিউজিল্যান্ডের সিম-সুইং সহায়ক পরিবেশে বাড়তি ব্যাটসম্যান খেলাতে চাইছে দল।

০৮ ১২
ঋষভ পন্থ— উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান সাহা এগিয়ে থাকলেও প্রথম টেস্টে ঋষভ পন্থকেই প্রথম একাদশে রাখছে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্যই তাঁকে খেলানো হয়েছিল। কিন্তু নিউজিল্যান্ডের পিচে পন্থ দুই ইনিংসেই ব্যর্থ। প্রথম ইনিংসে ১৯ রান করে রান আউট হন। দ্বিতীয় ইনিংসে ২৫ রান করেন। ক্রাইস্টচার্চে পন্থের কাছ থেকে রান চাইছে দল।

ঋষভ পন্থ— উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান সাহা এগিয়ে থাকলেও প্রথম টেস্টে ঋষভ পন্থকেই প্রথম একাদশে রাখছে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্যই তাঁকে খেলানো হয়েছিল। কিন্তু নিউজিল্যান্ডের পিচে পন্থ দুই ইনিংসেই ব্যর্থ। প্রথম ইনিংসে ১৯ রান করে রান আউট হন। দ্বিতীয় ইনিংসে ২৫ রান করেন। ক্রাইস্টচার্চে পন্থের কাছ থেকে রান চাইছে দল।

০৯ ১২
রবীন্দ্র জাদেজা— বেসিন রিজার্ভে রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে তিনটি উইকেট নিলেও ব্যাট হাতে রান পাননি। সেই কারণে দ্বিতীয় টেস্টে তাঁকে বসিয়ে রবীন্দ্র জাদেজাকে দলে নেওয়ার পক্ষপাতী ক্রিকেট বিশেষজ্ঞরা। জাদেজা প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারেন। তাঁর ব্যাটিং দক্ষতা কাজে লাগাতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

রবীন্দ্র জাদেজা— বেসিন রিজার্ভে রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে তিনটি উইকেট নিলেও ব্যাট হাতে রান পাননি। সেই কারণে দ্বিতীয় টেস্টে তাঁকে বসিয়ে রবীন্দ্র জাদেজাকে দলে নেওয়ার পক্ষপাতী ক্রিকেট বিশেষজ্ঞরা। জাদেজা প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারেন। তাঁর ব্যাটিং দক্ষতা কাজে লাগাতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

১০ ১২
ইশান্ত শর্মা— নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনি পাঁচটি উইকেট নিয়েছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র তাঁকেই উজ্জ্বল দেখিয়েছিল বেসিন রিজার্ভের টেস্ট ম্যাচে। দ্বিতীয় টেস্টের বল গড়ানোর আগে ভারতীয় শিবিরে ধাক্কা। গোড়ালির চোটের জন্য ক্রাইস্টচার্চের টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন ইশান্ত। তাঁর পরিবর্ত হিসেবে উমেশ যাদবের নাম শোনা যাচ্ছে।

ইশান্ত শর্মা— নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনি পাঁচটি উইকেট নিয়েছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র তাঁকেই উজ্জ্বল দেখিয়েছিল বেসিন রিজার্ভের টেস্ট ম্যাচে। দ্বিতীয় টেস্টের বল গড়ানোর আগে ভারতীয় শিবিরে ধাক্কা। গোড়ালির চোটের জন্য ক্রাইস্টচার্চের টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন ইশান্ত। তাঁর পরিবর্ত হিসেবে উমেশ যাদবের নাম শোনা যাচ্ছে।

১১ ১২
মহম্মদ শামি— নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র একটি উইকেট নেন শামি। বল করার সময়ে ভারতীয় বোলারদের দুর্বলতা দেখা গিয়েছে। কিউয়ি বোলারদের মতো সুইং বল না করে শামিরা সিম বোলিংয়ের দিকেই ঝোঁকেন। পরিস্থিতির বিচার ঠিকমতো করতে না পারায় ভুগতে হয়েছে তাঁদের। দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে অল্প রানে বেঁধে রাখতে হলে শামিকে জ্বলে উঠতেই হবে।

মহম্মদ শামি— নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র একটি উইকেট নেন শামি। বল করার সময়ে ভারতীয় বোলারদের দুর্বলতা দেখা গিয়েছে। কিউয়ি বোলারদের মতো সুইং বল না করে শামিরা সিম বোলিংয়ের দিকেই ঝোঁকেন। পরিস্থিতির বিচার ঠিকমতো করতে না পারায় ভুগতে হয়েছে তাঁদের। দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে অল্প রানে বেঁধে রাখতে হলে শামিকে জ্বলে উঠতেই হবে।

১২ ১২
যশপ্রীত বুমরা— চোট সারিয়ে ফেরার পর থেকে চেনা ছন্দে ধরা দেননি বুমরা। ওয়ানডে-তে উইকেট হীন থেকেছেন। প্রথম টেস্টে মাত্র একটি উইকেট পেয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টে বুমরা কি নিজের সেরাটা উজাড় করে দিতে পারেবন?

যশপ্রীত বুমরা— চোট সারিয়ে ফেরার পর থেকে চেনা ছন্দে ধরা দেননি বুমরা। ওয়ানডে-তে উইকেট হীন থেকেছেন। প্রথম টেস্টে মাত্র একটি উইকেট পেয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টে বুমরা কি নিজের সেরাটা উজাড় করে দিতে পারেবন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy