আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বার হারের স্বাদ পেল ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছেন বিরাট কোহালিরা। দ্বিতীয় টেস্টে কঠিন চ্যালেঞ্জের সামনে ভারত। শনিবার থেকে ক্রাইস্টচার্চে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। চলতি সিরিজে ওপেনিংয়ে নেই রোহিত শর্মা। ফলে অনভিজ্ঞতা রয়েছে ভারতের। বল হাতে প্রথম ইনিংসে তিন উইকেট পেলেও ব্যাট করতে নেমে রান পাননি রবিচন্দ্রন অশ্বিন। দুটো ইনিংসেই ব্যর্থ তিনি। অশ্বিনকে কি প্রথম একাদশে রাখা হবে? মরণবাঁচনের টেস্ট ম্যাচে কী হতে চলেছে ভারতের সম্ভাব্য একাদশ? দেখে নেওয়া যাক।
ময়াঙ্ক আগরওয়াল— রোহিতের অনুপস্থিতিতে ময়াঙ্ক আগরওয়াল দলের এক নম্বর ওপেনার। তাঁর ফর্ম নিয়ে ক্রমশ দুশ্চিন্তা বাড়ছিল। কিউয়িদের দেশে ভারত ‘এ’ দলের সফরে রান পাননি তিনি। তিন ম্যাচের একদিনের সিরিজে সুযোগ পেয়েও আসেনি রান। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। প্রথম টেস্টে দুই ইনিংসে রান করেন যথাক্রমে ৩৪ ও ৫৮। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা অতিরিক্ত বল খেলতে গিয়ে রানের গতি কমে যায়। রান তোলার গতি বাড়ানোর চাপ এসে পড়ে ময়াঙ্কের উপরে। সেই চাপ ঠিকঠাক সামলাতে পারেননি ভারতের ওপেনার। ভুল শট নির্বাচনের খেসারত দিতে হয় তাঁকে।