Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Wellington Test

ফিরছেন পৃথ্বী, ঋষভ? দেখে নিন ওয়েলিংটন টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এ বার কঠিন চ্যালেঞ্জের সামনে বিরাট কোহালির দল। শুক্রবার থেকে ওয়েলিংটনে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট। এই সিরিজে ওপেনিংয়ে নেই রোহিত শর্মা। ফলে অনভিজ্ঞতা থাকছে ব্যাটিং অর্ডারে। প্রথম এগারো বেছে নেওয়ার ক্ষেত্রে তাই বাড়তি ব্যাটসম্যান খেলানোর ভাবনা বাড়ছে। দেখে নেওয়া যাক, পেস বোলিং সহায়ক কন্ডিশনে ভারতের সম্ভাব্য দল কেমন হতে চলেছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:০৮
Share: Save:
০১ ১২
আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এ বার কঠিন চ্যালেঞ্জের সামনে বিরাট কোহালির দল। শুক্রবার থেকে ওয়েলিংটনে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট। এই সিরিজে ওপেনিংয়ে নেই রোহিত শর্মা। ফলে অনভিজ্ঞতা থাকছে ব্যাটিং অর্ডারে। প্রথম এগারো বেছে নেওয়ার ক্ষেত্রে তাই বাড়তি ব্যাটসম্যান খেলানোর ভাবনা বাড়ছে।  দেখে নেওয়া যাক, পেস বোলিং সহায়ক কন্ডিশনে ভারতের সম্ভাব্য দল কেমন হতে চলেছে।

আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এ বার কঠিন চ্যালেঞ্জের সামনে বিরাট কোহালির দল। শুক্রবার থেকে ওয়েলিংটনে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট। এই সিরিজে ওপেনিংয়ে নেই রোহিত শর্মা। ফলে অনভিজ্ঞতা থাকছে ব্যাটিং অর্ডারে। প্রথম এগারো বেছে নেওয়ার ক্ষেত্রে তাই বাড়তি ব্যাটসম্যান খেলানোর ভাবনা বাড়ছে। দেখে নেওয়া যাক, পেস বোলিং সহায়ক কন্ডিশনে ভারতের সম্ভাব্য দল কেমন হতে চলেছে।

০২ ১২
রোহিতের অনুপস্থিতিতে ময়াঙ্ক আগরওয়াল দলের এক নম্বর ওপেনার। কিন্তু তাঁর ফর্ম নিয়ে ক্রমশ দুশ্চিন্তা বাড়ছিল। কিউয়িদের দেশে ভারত ‘এ’ দলের সফরে রান পাননি তিনি। তিন ম্যাচের একদিনের সিরিজে সুযোগ পেয়েও আসেনি রান। তবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোহিতের অনুপস্থিতিতে ময়াঙ্ক আগরওয়াল দলের এক নম্বর ওপেনার। কিন্তু তাঁর ফর্ম নিয়ে ক্রমশ দুশ্চিন্তা বাড়ছিল। কিউয়িদের দেশে ভারত ‘এ’ দলের সফরে রান পাননি তিনি। তিন ম্যাচের একদিনের সিরিজে সুযোগ পেয়েও আসেনি রান। তবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।

০৩ ১২
ওপেনিংয়ে ময়াঙ্কের সঙ্গী সম্ভবত পৃথ্বী শ-ই। একদিনের সিরিজে তিনটি ম্যাচেই খেলেছেন তিনি। প্রস্তুতি ম্যাচেও দুই ইনিংসে করেছেন ওপেনিং। চোটের জন্য একসময় ছিটকে গিয়েছিলেন টেস্ট দল থেকে। এই টেস্টে তাই প্রত্যাবর্তন করছেন মুম্বইকর।

ওপেনিংয়ে ময়াঙ্কের সঙ্গী সম্ভবত পৃথ্বী শ-ই। একদিনের সিরিজে তিনটি ম্যাচেই খেলেছেন তিনি। প্রস্তুতি ম্যাচেও দুই ইনিংসে করেছেন ওপেনিং। চোটের জন্য একসময় ছিটকে গিয়েছিলেন টেস্ট দল থেকে। এই টেস্টে তাই প্রত্যাবর্তন করছেন মুম্বইকর।

০৪ ১২
চেতেশ্বর পূজারা তিন নম্বরে ভারতের বড় ভরসা। তিনি হলেন টেস্টের বিশেষজ্ঞ। এখনও পর্যন্ত ৭৫ টেস্ট খেলেছেন তিনি। ৪৯.৪৮ গড়ে করেছেন ৫৭৪০ রান। রয়েছে ১৮ সেঞ্চুরি। নিউজিল্যান্ডে এসে প্রস্তুতি ম্যাচেও বড় রান পেয়েছেন তিনি।

চেতেশ্বর পূজারা তিন নম্বরে ভারতের বড় ভরসা। তিনি হলেন টেস্টের বিশেষজ্ঞ। এখনও পর্যন্ত ৭৫ টেস্ট খেলেছেন তিনি। ৪৯.৪৮ গড়ে করেছেন ৫৭৪০ রান। রয়েছে ১৮ সেঞ্চুরি। নিউজিল্যান্ডে এসে প্রস্তুতি ম্যাচেও বড় রান পেয়েছেন তিনি।

০৫ ১২
বিরাট কোহালির চলতি নিউজিল্যান্ড সফর ভাল যাচ্ছে না। টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেট মিলিয়ে সাত ইনিংসে মাত্র একবারই পঞ্চাশ পার করতে পেরেছেন তিনি। টেস্টে তাই  তাঁর ব্যাটে বড় রান দেখতে চাইছেন ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি, অধিনায়ক হিসেব নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ জেতার চাপও রয়েছে তাঁর উপরে।

বিরাট কোহালির চলতি নিউজিল্যান্ড সফর ভাল যাচ্ছে না। টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেট মিলিয়ে সাত ইনিংসে মাত্র একবারই পঞ্চাশ পার করতে পেরেছেন তিনি। টেস্টে তাই তাঁর ব্যাটে বড় রান দেখতে চাইছেন ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি, অধিনায়ক হিসেব নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ জেতার চাপও রয়েছে তাঁর উপরে।

০৬ ১২
অজিঙ্ক রাহানে হলেন দলের সহ-অধিনায়ক। ৩১ বছর বয়সি রাহানে এখন শুধু পাঁচ দিনের ফরম্যাটেই রয়েছেন জাতীয় দলে। ফলে, বড় রান করার চাপ রয়েছে তাঁর উপরে। ভারত ‘এ’ দলের হয়ে সদ্য বেসরকারি টেস্টে সেঞ্চুরি করেছেন। যদিও প্রস্তুতি ম্যাচে রান পাননি তিনি।

অজিঙ্ক রাহানে হলেন দলের সহ-অধিনায়ক। ৩১ বছর বয়সি রাহানে এখন শুধু পাঁচ দিনের ফরম্যাটেই রয়েছেন জাতীয় দলে। ফলে, বড় রান করার চাপ রয়েছে তাঁর উপরে। ভারত ‘এ’ দলের হয়ে সদ্য বেসরকারি টেস্টে সেঞ্চুরি করেছেন। যদিও প্রস্তুতি ম্যাচে রান পাননি তিনি।

০৭ ১২
হনুমা বিহারিকে মিডল অর্ডারে প্রয়োজন, কারণ নিউজিল্যান্ডের সিম-সুইং সহায়ক পরিবেশে বাড়তি ব্যাটসম্যান খেলাতে চাইছে দল। আর তিনি আছেনও ফর্মে। সদ্য প্রস্তুতি ম্যাচে করেছেন সেঞ্চুরি। তার আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টেও রয়েছে সেঞ্চুরি। পাশাপাশি, অফস্পিনও করেন হনুমা।

হনুমা বিহারিকে মিডল অর্ডারে প্রয়োজন, কারণ নিউজিল্যান্ডের সিম-সুইং সহায়ক পরিবেশে বাড়তি ব্যাটসম্যান খেলাতে চাইছে দল। আর তিনি আছেনও ফর্মে। সদ্য প্রস্তুতি ম্যাচে করেছেন সেঞ্চুরি। তার আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টেও রয়েছে সেঞ্চুরি। পাশাপাশি, অফস্পিনও করেন হনুমা।

০৮ ১২
প্রাথমিক ভাবে উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান সাহা এগিয়ে থাকলেও ব্যাটিং দক্ষতায় লড়াইয়ে এসে পড়েছেন ঋষভ পন্থ। ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য তাঁকে খেলানো হতে পারে। আর নিউজিল্যান্ডের পিচে অসমান বাউন্স না থাকায় কিপার হিসেবে পন্থকে খুব বেশি পরীক্ষার সামনে নাও পড়তে হতে পারে।

প্রাথমিক ভাবে উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান সাহা এগিয়ে থাকলেও ব্যাটিং দক্ষতায় লড়াইয়ে এসে পড়েছেন ঋষভ পন্থ। ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য তাঁকে খেলানো হতে পারে। আর নিউজিল্যান্ডের পিচে অসমান বাউন্স না থাকায় কিপার হিসেবে পন্থকে খুব বেশি পরীক্ষার সামনে নাও পড়তে হতে পারে।

০৯ ১২
দলের একমাত্র স্পিনার সম্ভবত রবিচন্দ্রন অশ্বিনই। তাঁর উইকেট নেওয়ার দক্ষতায় আস্থা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তবে উপমহাদেশের বাইরে তেমন সাফল্য নেই অশ্বিন। তাই কখনও কুলদীপ যাদব, কখনও রবীন্দ্র জাডেজাকে একমাত্র স্পিনার হিসেবে খেলানো হয়েছে অতীতে। অশ্বিনের সামনে তাই অ্যাওয়ে সিরিজে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ।

দলের একমাত্র স্পিনার সম্ভবত রবিচন্দ্রন অশ্বিনই। তাঁর উইকেট নেওয়ার দক্ষতায় আস্থা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তবে উপমহাদেশের বাইরে তেমন সাফল্য নেই অশ্বিন। তাই কখনও কুলদীপ যাদব, কখনও রবীন্দ্র জাডেজাকে একমাত্র স্পিনার হিসেবে খেলানো হয়েছে অতীতে। অশ্বিনের সামনে তাই অ্যাওয়ে সিরিজে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ।

১০ ১২
ইশান্ত শর্মা গোড়ালির চোট সারিয়ে ফিরেছেন। তবে নেটে তাঁকে আগের মেজাজেই দেখা গিয়েছে। টেস্টের বিশেষজ্ঞ পেসার তিনি। ফলে, উমেশ যাদব নন, তাঁকেই সম্ভবত খেলানো হবে। এখনও পর্যন্ত ৯৬ টেস্টে ২৯২ উইকেট নিয়েছেন তিনি। ভারতের শেষ টেস্টে নয় উইকেট নিয়ে তিনিই হয়েছিলেন ম্যাচের সেরা।

ইশান্ত শর্মা গোড়ালির চোট সারিয়ে ফিরেছেন। তবে নেটে তাঁকে আগের মেজাজেই দেখা গিয়েছে। টেস্টের বিশেষজ্ঞ পেসার তিনি। ফলে, উমেশ যাদব নন, তাঁকেই সম্ভবত খেলানো হবে। এখনও পর্যন্ত ৯৬ টেস্টে ২৯২ উইকেট নিয়েছেন তিনি। ভারতের শেষ টেস্টে নয় উইকেট নিয়ে তিনিই হয়েছিলেন ম্যাচের সেরা।

১১ ১২
মহম্মদ শামি নিউজিল্যান্ড সফরে রয়েছেন দুরন্ত ছন্দে। প্রস্তুতি ম্যাচেও নিয়েছেন তিন উইকেট। এখনও পর্যন্ত ৪৭ টেস্ট খেলেছেন তিনি। নিয়েছেন ১৭৫ উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন পাঁচ বার। ভারতের পেস বোলিং বিভাগে অন্যতম ভরসা তিনি।

মহম্মদ শামি নিউজিল্যান্ড সফরে রয়েছেন দুরন্ত ছন্দে। প্রস্তুতি ম্যাচেও নিয়েছেন তিন উইকেট। এখনও পর্যন্ত ৪৭ টেস্ট খেলেছেন তিনি। নিয়েছেন ১৭৫ উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন পাঁচ বার। ভারতের পেস বোলিং বিভাগে অন্যতম ভরসা তিনি।

১২ ১২
জশপ্রীত বুমরা দলের প্রধান স্ট্রাইক বোলার। ওয়ানডে সিরিজে ছন্দে না থাকলেও প্রস্তুতি ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। যা স্বস্তি দিচ্ছে দলকে। এখনও পর্যন্ত ১২ টেস্ট খেলেছেন তিনি। নিয়েছেন ৬২ উইকেট।

জশপ্রীত বুমরা দলের প্রধান স্ট্রাইক বোলার। ওয়ানডে সিরিজে ছন্দে না থাকলেও প্রস্তুতি ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। যা স্বস্তি দিচ্ছে দলকে। এখনও পর্যন্ত ১২ টেস্ট খেলেছেন তিনি। নিয়েছেন ৬২ উইকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy