বাংলাদেশের বিরুদ্ধে দেশের হয়ে টেস্টে প্রথম শতরান করার কৃতিত্ব অর্জন করলেন আফগানিস্তানের রহমত শাহ। কনিষ্ঠতম ক্যাপ্টেন রশিদ খানের নেতৃতে খেলতে নেমে প্রথম দিনে ভালই শুরু করে আফগানিস্তান। যার মূল কাণ্ডারি রহমত শাহ। জানেন ভারতের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরি করেছিলেন কে? দেখে নেওয়া যাক দেশের হয়ে প্রথম শতরান করেছিলেন কারা।
চার্লস ব্যানারম্যান- ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টেই সেঞ্চুরি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে হওয়া মেলবোর্ন টেস্টে ১৮৭৭ সালে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন চার্লস ব্যানারম্যান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যানারম্যান সেঞ্চুরি করেন। ১৬৫ রানের ইনিংস দলকে সুবিধাজনক জায়গায় নিয়ে যায়। ম্যাচ ও জেতে অস্ট্রেলিয়াই।