লজ্জার হার বললেও যেন কম বলা হয়। টি২০-তে সাড়ে ৭ ওভার বাকি থাকতে ৮ উইকেটে হার যে কোনও দলের মনোবল গুঁড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। অধিনায়ক বদলেও যে হারের কানাগলি থেকে নাইটরা এখনও বেরতে পারেনি, বেঙ্গালুরু ম্যাচই যেন তার প্রমাণ। এই অবস্থায় আজ সামনে দুর্দান্ত ফর্মে থাকা দিল্লি ক্যাপিটালস। গত ম্যাচে নাইটরা তাদের সেরা দুই ম্যাচ উইনার আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইনকে ছাড়াই মাঠে নেমেছিল। আজ কি দলে ফিরবেন দু’জনেই? দলে কি হতে পারে আরও কিছু বদল? দেখে নেওয়া যাক দিল্লির বিরুদ্ধে কলকাতার সম্ভাব্য প্রথম একাদশ।