সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন বুধবার। আর আজ, বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টির দল জানিয়ে দিলেন নির্বাচকরা। বিরাট কোহালি নাগাড়ে খেলে চলেছেন। তাই তাঁকে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয়েছে দলের নেতৃত্ব। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করায় দলে ডাক পেয়েছেন দুই তরুণ ক্রিকেটার। সৌরভ-যুগের প্রথম দল নির্বাচনে কারা জায়গা পেলেন জাতীয় দলে? দেখে নেওয়া যাক।
শিখর ধওয়ন- ক্যারিবিয়ান সফর একদমই ভাল যায়নি ধওয়নের। তিন ম্যাচে সংগ্রহ ছিল মাত্র ২৪ রান। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ছন্দে ফেরেন বাঁ হাতি ওপেনার। ব্যাটে বড় রান হয়তো আসেনি। দুটো টি টোয়েন্টি ম্যাচ থেকে ৭৬ রান করেন ধওয়ন। অভিজ্ঞ ওপেনার তিনি। বহু কঠিন ম্যাচ খেলেছেন। শাকিবদের বিরুদ্ধে ব্যাট হাতে ওপেন করতে দেখা যাবে তাঁকে।