ICC World Cup 2019: Meet Pakistani anchor Zainab Abbas dgtl
ICC World Cup 2019
বিশ্বকাপে নজর কাড়ছেন এই সুন্দরী পাক ধারাভাষ্যকার, চেনেন এঁকে?
বিশ্বকাপের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বেশির ভাগ দেশই তাদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। এ বারের বিশ্বকাপে ক্রিকেটাররা ছাড়াও নজর থাকছে বেশ কয়েক জনের দিকেও। এরকমই একজন ধারাভাষ্যকারের সঙ্গে পরিচয় করা যাক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জুন ২০১৯ ১৩:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
বিশ্বকাপের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বেশির ভাগ দেশই তাদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। এ বারের বিশ্বকাপে ক্রিকেটাররা ছাড়াও নজর থাকছে বেশ কয়েক জনের দিকেও। এরকমই একজন ধারাভাষ্যকারের সঙ্গে পরিচয় করা যাক।
০২১৭
ডাকসাইটে সুন্দরী এই ধারাভাষ্যকার পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক।
০৩১৭
এই তরুণীকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বলা হচ্ছে, বিশ্বকাপে সংবাদমাধ্যমের নজর থাকবে এই তরুণীর দিকে।
০৪১৭
ছোট থেকেই পরিবারের সঙ্গে ক্রিকেট দেখতে দেখতে দক্ষতা জন্মায় তাঁর। কোনওরকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ক্রীড়া সাংবাদিক হওয়ার জন্য আবেদন করেন। ক্রিকেটে দক্ষতার কারণেই মেলে সুযোগ।
০৫১৭
জয়নাব আব্বাস নামে এই তরুণীর মা পাকিস্তানে রাজনীতির সঙ্গে যুক্ত।
০৬১৭
পাকিস্তানি সুপার লিগের কারণে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি।
০৭১৭
চ্যাম্পিয়নস ট্রফির সময় পাকিস্তানের ‘ন্যাশনাল লাকি চার্ম’ পুরস্কার পেয়েছেন তিনি।
০৮১৭
এই সঞ্চালিকা অফার পেয়েছেন নায়িকা হওয়ারও।
০৯১৭
মডেলিংও করেছেন কিছু বিজ্ঞাপনী ছবিতে। মণীশ মলহোত্রর ফ্যাশন শো’য়ে র্যাম্পে হেঁটেছেন তিনি।
১০১৭
নিজেও মেক ওভার আর্টিস্ট হিসাবে কাজ করেন তিনি।
১১১৭
বিরাট কোহালি ও এবি ডেভিলিয়ার্সের সঙ্গে ছবি তোলার কারণে ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন। আইপিএলের একটি ম্যাচে আরসিবিকে সমর্থনের জন্যেও পাকিস্তানে ট্রোলিংয়ের শিকার হন তিনি।
১২১৭
জয়নাব পড়াশোনা করেছেন ম্যানেজমেন্ট নিয়ে ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে।
১৩১৭
১২ জনের পরিবারে বেড়ে উঠেছেন, তাই আদরেই মানুষ। সে কারণেই কাজে কখনও বাধা আসেনি পরিবারের তরফে, জানান জয়নাব।
১৪১৭
তবে শুধুমাত্র মহিলা হওয়ার কারণে পাকিস্তানের এক বিখ্যাত ক্রিকেটার তাঁকে সাক্ষাৎকার দিতে চাননি, এমনটাও অভিযোগ করেছিলেন তিনি। ক্রিকেটারের নাম অবশ্য গোপনই রেখেছিলেন জয়নাব।
১৫১৭
সোশ্যাল মিডিয়ায় জয়নাব জানিয়েছেন, তিনি বেশ ভুলো মনের। এর ফলে নাকি একবার বিমানও মিস করেছিলেন এক বার।
১৬১৭
ব্রাজিলের ফুটবল তারকা রোনাল্ডিনহোর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।