ফের প্রশ্নটা উঠতে শুরু করেছে। বাংলাদেশের শাকিব আল হাসানই কি সর্বকালের সেরা অলরাউন্ডার? ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় এনে দিয়েছেন তিনি। তবে কি হ্যাডলি-বথাম-কপিল-ইমরান বা গ্যারি সোবার্সকে পিছনে ফেলে সেরার সেরা অলরাউন্ডারের তকমা কেড়ে নিলেন শাকিব? রেকর্ড কী বলছে?
পিচ যেমনই হোক না কেন, নিউজিল্যান্ডের স্যর রিচার্ড হ্যাডলির ফাস্ট বোলিং খেলা সত্যিই মুশকিল ছিল। বাঁ-হাতি ব্যাটসম্যান হিসাবে খেললেও বল করতেন ডান হাতে। ৮৬টি টেস্টে ৪৩১ উইকেট নিয়েছেন। সঙ্গে যোগ করুন লোয়ার অর্ডারে নেমে ৩১২৪ রান। সেরা স্কোর অপরাজিত ১৫১ রান। ওডিআই-তে ১১৫ ম্যাচে রয়েছে ১৭৫১ রান এবং ১৫৮ উইকেট।