ICC World Cup 2019: Confusion with the over throw boundary in cricket world cup final dgtl
ICC World Cup 2019
পাঁচ না ছয়, কত রান হওয়া উচিত ছিল ফাইনালের ওই বলে? জেনে নিন নিয়ম কী বলছে
শেষ ওভারে জেতার জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৫ রান। ১৪ রান নিয়ে ম্যাচ টাই করলেন স্টোকসরা। কিন্তু আদৌ কি ম্যাচ যাওয়ার কথা ছিল সুপার ওভারে? আবার ভুল আম্পায়ারিং এর শিকার হল ক্রিকেট? কী বলছে আইসিসি-র নিয়ম? দেখে নেওয়া যাক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৯ ১৩:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
শেষ ওভারে জেতার জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৫ রান। ১৪ রান নিয়ে ম্যাচ টাই করলেন স্টোকসরা। কিন্তু আদৌ কি ম্যাচ যাওয়ার কথা ছিল সুপার ওভারে? আবার ভুল আম্পায়ারিং এর শিকার হল ক্রিকেট? কী বলছে আইসিসি-র নিয়ম? দেখে নেওয়া যাক।
০২১০
শেষ ওভারে বল করতে আসেন ট্রেন্ট বোল্ট। প্রথম দুই বলে রান দেননি। চাপ তৈরি করেন ইংল্যান্ড শিবিরে। প্রথমে ইয়র্কার তারপর অফস্টাম্পের বাইরে বল রেখে খেলতে দেননি স্টোকসকে।
০৩১০
কিন্তু তৃতীয় বল মাঠের বাইরে পাঠিয়ে দেন নিউজিল্যান্ডজাত ইংল্যান্ড প্লেয়ার বেন স্টোকস। ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বল চলে যায় বাউন্ডারির বাইরে। এর পরের বলেই ঘটে সেই বিতর্কিত ঘটনা।
০৪১০
বোল্টের চতুর্থ বল ফুলটস হয়ে যায়। কিন্তু স্টোকস এ বার মিড উইকেটে মেরে দু’রানের জন্য ছোটেন। গাপ্তিল বল ছোড়েন উইকেট লক্ষ্য করে। সেমিফাইনালে ধোনির সেই আউটের যেন পুনরাবৃত্তি দেখছিল ক্রিকেট বিশ্ব। কিন্তু তখনই নতুন মোড় আসে গল্পে।
০৫১০
বল উইকেটে নয়, লাগে ডাইভ দেওয়া বেন স্টোকসের ব্যাটে। শুধু তাই নয় সেই বল চলে যায় বাউন্ডারির বাইরে। ধন্দে পড়েন আম্পায়াররা। কত রান হবে? পাঁচ নাকি ছয়? কিছু সময় পর ছয়ের সিদ্ধান্ত জানান কুমার ধর্মসেনা।
০৬১০
দুই রান ছুটে নিয়েছেন স্টোকস-রশিদ, আর চার রান ওভার থ্রোয়ে। সহজ হিসাব। কিন্তু প্রশ্ন উঠছে আইসিসি-র নিয়মে। কী বলছে নিয়ম?
০৭১০
নিয়ম বলছে, ওভার থ্রোয়ে যদি চার হয়, তবে তার আগে সেই রানই যোগ হবে, যে রান ব্যাটসম্যানরা ফিল্ডার বল ছোড়ার আগে শেষ করেছেন। অর্থাৎ গাপ্তিল বল ছোড়ার আগে যে রানটি স্টোকস ও রশিদ নিয়েছেন, সেই রানই যোগ হবে। প্রথম রান তাঁরা শেষ করলেও দ্বিতীয় রান তাঁরা নেওয়া শুরু করলেও ক্রস করেননি।
০৮১০
অর্থাৎ নিয়ম অনুযায়ী পাঁচ রান দেওয়া উচিত ছিল। কিন্তু দেওয়া হয় ছয় রান। এই এক রানই ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। টাই হয়ে যায় ম্যাচ। নিয়ম মেনে পাঁচ রান দিলে হয়তো বদলে যেত ম্যাচের ফল।
০৯১০
ক্রিকেট বড় অনিশ্চয়তার খেলা। ছোট ছোট ঘটনায় বদলে যায় ইতিহাস। কিউয়ি অধিনায়কের কথায়, "ম্যাচ টাই হলে প্রতি বল নিয়ে ভাবনা আসে। মনে হয় যা হয়েছে তা পাল্টে গেলে অন্যরকম হত।"
১০১০
খারাপ আম্পায়ারিং এ বারের বিশ্বকাপে বার বার আলোচিত হয়েছে। ফাইনালেও তা পিছু ছাড়ল না।