Shloka Mehta and her diamond jewelry worth crore rupees dgtl
Mukesh Ambani
হিরের কোমরবন্ধ থেকে পান্নার নেকলেস, চোখ ঝলসে যাবে মুকেশ অম্বানীর পুত্রবধূর গয়না দেখে
শ্লোকার কাছে এমন কিছু গয়নাও রয়েছে যেগুলি নাকি দুর্লভ। সবসময় হালফ্যাশনের পোশাকআশাকের জন্যও তিনি চর্চায় থাকেন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১৩:২২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
বড় অম্বানীর পুত্রবধূ শ্লোকা মেটা। ভারতের অন্যতম শিল্পপতি মুকেশ অম্বানী এবং তাঁর স্ত্রী নীতা অম্বানীর বড় ছেলে আকাশের সঙ্গে ২০১৯ সালের ৯ মার্চ গাঁটছড়া বাঁধেন শ্লোকা। ২০২০ সালের ২০ ডিসেম্বর এই দম্পতির একটি পুত্রসন্তান হয়। শ্লোকা হিরে ব্যবসায়ী রাসেল মেটার মেয়ে। নিজেও নামীদামি গয়না পরতে ভালবাসেন। তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে হিরে থেকে শুরু করে নানা গয়না পরতে দেখা গিয়েছে। সেই সব গয়নার বাহারে যে কোনও সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে যাবে। আরও চমক লাগবে সেই সব গয়নার দাম শুনলে।
০২১১
শ্লোকার কাছে এমন কিছু গয়নাও রয়েছে যেগুলি নাকি বেশ দুর্লভ। এ ছাড়াও সবসময় হালফ্যাশনের পোশাকআশাকের জন্যও তিনি চর্চায় থাকেন।
০৩১১
বিয়ের দিনে সোনার কাজ করা লাল রঙের পোশাকে শ্লোকা সেজেছিলেন রানির বেশে। তবে সব থেকে আকর্ষণীয় ছিল জাদাউ পোল্কি হিরে এবং পান্নাখচিত ঢাউস গলার হার। এই গলার হারের পাশাপাশি তিনি পরেছিলেন মানানসই কানের দুল, টিকলি, নথ এবং চোকার। দক্ষিণ আফ্রিকা থেকে জাদাউ পোল্কি হিরের গয়নার সেটটির আনুমানিক দাম ছিল ৩ কোটি টাকা।
০৪১১
রিসেপশনের দিন প্যাস্টেল গোলাপি এমব্রয়ডারি করা লেহঙ্গায় তাক লাগিয়েছিলেন শ্লোকা। তবে বেশি আকর্ষণীয় ছিল তাঁর গলার হিরের নেকলেস। হিরের নেকলেসের পাশাপাশি পরেছিলেন মানানসই হিরের কানের দুল এবং হিরের টিকলি। এই হিরের গয়নার পুরো সেটটির দাম কোটি টাকার উপরে।
০৫১১
বিয়ের আগে মেহন্দি অনুষ্ঠানে একটি রংবেরঙের লেহঙ্গা পরেছিলেন শ্লোকা। গলায় ছিল মুক্তো এবং হিরেখচিত একটি ‘চোকার’। কানের দুল এবং হাতের চুড়িতেও ছিল হিরের চমক।
০৬১১
শ্লোকা তাঁর বাবার হিরের সংস্থা ‘রোজি ব্লু ডায়মন্ডস’-এর ডিরেক্টর। তাঁকে এক বার এক অনুষ্ঠানে দেখা গিয়েছিল সবুজ পান্না-সজ্জিত একটি বহুমূল্য হিরের নেকলেস পরে। সঙ্গে ছিল ম্যাচিং কানের দুল, টিকলি এবং চুড়ি।
০৭১১
বিয়ের আগে এক অনুষ্ঠানে ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার তৈরি সাদা পোশাকে নজর কেড়েছিলেন শ্লোকা। সেই অনুষ্ঠানে তিনি যে বহুমূল্য গয়না পরেছিলেন, তা দেখেই গয়না নিয়ে তাঁর শৌখিনতা প্রকাশ পেয়েছিল। একাধিক স্তরযুক্ত একটি গলার নকলেসের সঙ্গে ম্যাচ করে কানের দুল, চাঁদবালা টিকলি এবং চুড়িও ছিল তাঁর শরীরে। তবে সব থেকে নজর কেড়েছিল মুক্তো, স্ফটিক, হিরে এবং পান্নাখচিত তাঁর বাহারি কোমরবন্ধ।
০৮১১
মুকেশের ভাগ্নে অর্জুন কোঠারির বিয়ের অনুষ্ঠানে শামিল হয়েও বাহারি হিরের গয়না পরে তাক লাগিয়েছিলেন স্লোকা। শ্লোকার রূপসজ্জাশিল্পী ওজস রজানির পোস্ট করা ছবিতে শ্লোকাকে দেখা গিয়েছিল লাল রঙের একটি পোশাকে। তবে তাঁর পোশাকের থেকেও বেশি নজর কেড়েছিল ফুলের নকশা করা হিরের কানের দুল।
০৯১১
রণবীর কপূর এবং আলিয়া ভট্টের বিয়েতে শ্লোকা হাজির ছিলেন একটি দন্তশুভ্র শাড়িতে। ন্যূনতম রূপসজ্জা এবং একটি সাধারণ কোশসজ্জায় নজর কেড়েছিলেন তিনি। তার উপর হিরের নেকলেস, কানের দুল এবং টিকলিতে অনবদ্য হয়ে উঠেছিলেন অম্বানী-বধূ।
১০১১
বোন দিয়া মেটার বিয়ের সঙ্গীতানুষ্ঠানে ডিজাইনার জুটি আবু জানি এবং সন্দীপ খোসলার তৈরি চিকঙ্করি লেহঙ্গায় জমকালো ভাবে সেজেছিলেন শ্লোকা। তাঁর সেই লেহঙ্গা ছিল মুক্তোখচিত। লেহঙ্গার সঙ্গে ম্যাচ করে তিনি গলায় চাপিয়েছিলেন পান্নাখচিত হিরের নেকলেস, ম্যাচিং কানের দুল এবং ম্যাচিং চুড়ি।
১১১১
২০২২-এর ৫ জুন ছোট ছেলে অনন্ত অম্বানীর হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করে অম্বানী পরিবার। এই অনুষ্ঠানের দায়িত্ব এসে পড়েছিল বাড়ির বড় বৌ শ্লোকার উপরেই। তিনি নিজে একটি গোলাপি বেনারসি শাড়ি পরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে জাদাউ হিরের ‘শীশ পাটি’ এবং হিরের বড় কানের দুল পরে এসে অনবদ্য হয়ে উঠেছিলেন শ্লোকা।