Samoan men sent to prison if they forget wife's Birthday? is it true dgtl
Birthday
এই দেশের নাগরিক হলে ভুলেও ভুলবেন না স্ত্রীর জন্মদিন, পুলিশ জানতে পারলে হাজতবাসও হতে পারে!
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়াটা নাকি অপরাধ। সেই অপরাধ প্রমাণিত হলে জেলেও যেতে হতে পারে। ফলে ভুলো মনের স্বামীরা সাবধান!
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
কাজের চাপে স্ত্রীর জন্মদিনটা বেমক্কা ভুলে গিয়েছেন? সারা দিনের অফিস সেরে রাতে বাড়ি ফিরে এসে দেখলেন স্ত্রীর মুখভার। অগত্যা তাঁর মানভঞ্জনের পালা। ফুলের তোড়ায় বা পছন্দের উপহার দিয়ে স্ত্রীর মন ভেজাতে সফলও হলেন। ব্যস, সমস্যা তো মিটেই গেল। তবে আপনি সামোয়ার নাগরিক হলে এত সহজে ছাড় পেতেন না।
০২১৪
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়াটা নাকি অপরাধ। সেই অপরাধ প্রমাণিত হলে জেলেও যেতে হতে পারে। ফলে ভুলো মনের স্বামীরা সাবধান!
০৩১৪
আইন যখন রয়েছে, তার ফাঁকও কি নেই? সামোয়ার আইনে নাকি সে ফাঁকফোকরও রয়েছে। স্ত্রীর জন্মদিন ভুলে গেলেও তাই পার পেয়ে যেতে পারেন সে দেশের পুরুষেরা। কী ভাবে?
০৪১৪
যদি কোনও ভাবে স্ত্রীর জন্মদিনটি ভুলে যান, তবে সামোয়ার নাগরিকেরা আইনি ঝামেলায় পড়তে পারেন। তবে শর্ত একটাই! সে বিষয়ে স্ত্রী থানায় গেলে তবেই পুলিশের ঝামেলা পোহাতে হবে।
০৫১৪
সামোয়ার আইনে নাকি বলা হয়েছে, এক বারও স্ত্রীর জন্মদিন ভুলে গেলে আপনার কপালে দুঃখ রয়েছে। সেটি অপরাধ বলে গণ্য হয়। তবে সে ক্ষেত্রে স্ত্রীকে থানায় লিখিত অভিযোগ জানাতে হবে।
০৬১৪
স্ত্রীর অভিযোগের ভিত্তিতে সামোয়ার পুলিশ থানায় তলব করবে সেই অভিযুক্ত স্বামীকে। এর পর থানার আধিকারিকের কড়া প্রশ্নের মুখে পড়তে হবে তাঁকে। হতে পারে লকআপের দর্শনও।
০৭১৪
ভয় পাবেন না! সামোয়ার আইনে এ অপরাধ গুরুতর হলেও স্বামীকে রক্ষা করার জন্য আইনি ঢালও নাকি তৈরি করা হয়েছে।
০৮১৪
স্ত্রীর জন্মদিন প্রথম বার ভুলে গেলে তা শুধরোনোর সুযোগও পাবেন স্বামী। প্রথম ভুলে স্বামীকে হুঁশিয়ারি দিয়েই ছেড়ে দেয় পুলিশ। যাতে ভবিষ্যতে তিনি আর এ ভুল না করেন।
০৯১৪
যদিও ভাগ্য খারাপ হলে এই অপরাধের ফলে হাজতবাস হতে পারে। দ্বিতীয় বার একই অপরাধ করলে অর্থাৎ স্ত্রীর জন্মদিন ভুলে গেলে হাজতে থাকতে হবে অপরাধীকে।
১০১৪
ফলে সামোয়ার স্বামীরা সাবধান! আর যা-ই করুন না কেন, স্ত্রীর জন্মদিন ভুলেও ভুলবেন না।
১১১৪
এই ‘আজব’ নিদান নিয়ে সমাজমাধ্যমে বিস্তর হইচই শুরু হয়েছিল ২০২১ সালে। যদিও ‘সামোয়া অবর্জাভার’ নামে সে দেশের একটি দৈনিকের দাবি, সামোয়ায় এমনতর আইনের অস্তিত্বই নেই।
১২১৪
সামোয়ার একটি আইনি সংস্থার আইনজীবী ফিয়োনা এইয়ের দাবি, স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীকে জেলে যেতে হবে বলে আইনের কোথাও বলা হয়নি।
১৩১৪
ওই দৈনিকের দাবি, ২০১৯ সালে আইনজীবীদের ব্রিটিশ ম্যাগাজিন ল’ইয়ার্স মান্থলিতেও এ ধরনের আইনের উল্লেখ করা হয়েছিল।
১৪১৪
ফিয়োনার কথায়, ‘‘মোদ্দা কথা হল, সমাজমাধ্যমে যা কিছুই প্রকাশিত হোক না কেন, বিশ্বাস করা উচিত নয়। এমনকি, ল’ইয়ার্স মান্থলিতে তা প্রকাশিত হলেও তাতে কান দেবেন না।’’